সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা | 5 Main Types of Museum

বর্তমানে বিশ্বে অসংখ্য সংগ্রহশালা রয়েছে। সংগ্রহশালার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সংগ্রহশালার প্রকারভেদ (Types of Museum) বিভিন্ন ধরনের হয়ে থাকে।

সংগ্রহশালা হলো সেই সব প্রতিষ্ঠান যেখানে প্রাণী এবং উদ্ভিদকুলের বিভিন্ন বস্তু সংগ্রহ করা হয় ও সেগুলিকে প্রয়োজন অনুযায়ী প্রদর্শন করা হয়। যেমন – বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জাদুঘর, অ্যাকোরিয়াম প্রভৃতি। তবে সারা পৃথিবীতে সংগ্রহশালায় বিভিন্ন দুর্লভ বস্তু সংগৃহীত ও সংরক্ষিত থাকে। এখানে সংগ্রহশালার প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হলো।

সংগ্রহশালার প্রকারভেদ | Types of Museum

সারা পৃথিবীতে বস্তুর সংরক্ষণের বিভিন্নতা অনুযায়ী সংগ্রহশালা বিভিন্ন প্রকৃতির ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিশ্বে বিভিন্ন ধরনের নথিভুক্ত ও নথিভুক্ত নয় এমন অনেক সংগ্রহশালা পরিলক্ষিত হয়। সাধারণভাবে বস্তুর ধরন বা প্রকৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অবস্থান, প্রশাসনিক কাঠামো, দর্শনার্থী প্রভৃতির উপর ভিত্তি করে সংগ্রহশালা গুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়।

সংগ্রহশালা প্রকারভেদ গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি এখানে আলোকপাত করা হল –

5 Main Types of Museum

1. সংগৃহীত বস্তুর উপর ভিত্তি করে সংগ্রহশালা

সংগৃহীত বস্তুর উপর ভিত্তি করে সংগ্রহশালা বা মিউজিয়ামকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। সংগৃহীত বস্তুর উপর ভিত্তি করে সংগ্রহশালা প্রকারভেদ গুলি হল –

i) আর্ট বা শিল্পকলা সংগ্রহশালা

আর্ট মিউজিয়াম বা শিল্পকলা বা সংগ্রহশালা সাধারণ আর্টগ্যালারি হিসেবে অধিক পরিচিত। এখানে বিভিন্ন ধরনের শিল্পকলা যেমন – তৈলচিত্র, জলরং, প্রিন্টিং প্রভৃতি সংগৃহীত ও প্রদর্শিত হয়। নিউ দিল্লিতে অবস্থিত ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট একটি এই ধরনের সংগ্রহশালা।

ii) শিল্প ও ভাস্কর্য সংগ্রহশালা

সংগ্রহশালার প্রকারভেদের মধ্যে শিল্প ও ভাস্কর্য সংগ্রহশালা একটি অন্যতম। এখানে কাঠ, পাথর, মাটির মূর্তি প্রভৃতি সংগৃহীত ও প্রদর্শিত হয়। পশ্চিমবঙ্গের কলিকাতায় অবস্থিত গুরুসদয় দত্ত সংগ্রহশালায় বিভিন্ন ধরনের কাঠের নির্মিত পুতুল সংগৃহীত রয়েছে।

iii) প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা

সংগ্রহশালার প্রকারভেদ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হল প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। এই ধরনের সংগ্রহশালায় প্রাচীন ও ঐতিহাসিক বিভিন্ন বহু মূল্যবান ও দুষ্প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক উপাদান সংগৃহীত থাকে। ভারতে প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালাগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন প্রাক ঐতিহাসিক বস্তু চর্চা এবং গবেষণার জন্য এই সংগ্রহশালা গুলি খুবই গুরুত্বপূর্ণ। সারনাথ মিউজিয়াম বা সংগ্রহশালা, পশ্চিমবঙ্গের আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন প্রভৃতি প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা গুরুত্বপূর্ণ।

iv) ঐতিহাসিক সংগ্রহশালা

সংগ্রহশালার প্রকারভেদের মধ্যে ঐতিহাসিক সংগ্রহশালা অন্যতম। এই সংগ্রহশালা মধ্যে বিভিন্ন ঐতিহাসিক বস্তু, নথি এবং ইতিহাসের সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সংগৃহীত থাকে। তবে এখানে প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালার মতো বিভিন্ন দুষ্প্রাপ্য ঐতিহাসিক দ্রব্য সঞ্চিত থাকে। মুম্বাইয়ে অবস্থিত ছত্রপতি শিবাজী মিউজিয়াম অফ ইন্ডিয়ান হিস্ট্রি এই মিউজিয়ামের অন্যতম উদাহরণ।

v) উদ্ভিদ সংগ্রহশালা

সংগ্রহশালার একটি অন্যতম প্রকার হল উদ্ভিদ সংগ্রহশালা। এই সংগ্রহশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপন্ন ও বিলুপ্তপ্রায় উদ্ভিদের বিভিন্ন তথ্য সংগ্রহীত থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের উদ্ভিদ সংগ্রহ, চর্চা, প্রদর্শন ও গবেষণার জন্য এই সংগ্রহশালা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গে শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন সারা পৃথিবীর মধ্যে একটি অন্যতম উদ্ভিদ সংগ্রহশালা।

vi) কৃষি সংগ্রহশালা

সংগ্রহশালার প্রকারভেদ এর মধ্যে একটি অন্যতম হলো কৃষি সংগ্রহশালা। এই ধরনের সংগ্রহশালা বিভিন্ন কৃষি ব্যবস্থা, ফসলের প্রকৃতি, মাটি প্রভৃতি উপকরণ নিয়ে গড়ে ওঠে। সাধারণত গবেষণা ও শিক্ষার জন্য এই ধরনের সংগ্রহশালার তৈরি করা হয়। নিউ দিল্লি তে অবস্থিত ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স মিউজিয়াম একটি অন্যতম কৃষি সংগ্রহশালা।

vii) ধর্মীয় সংগ্রহশালা

বিভিন্ন ধরনের সংগ্রহশালার মধ্যে ধর্মীয় সংগ্রহশালা একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা। ধর্মীয় সংগ্রহশালার মধ্যে মানুষের ধর্মীয় ভাবনা এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বা অন্যান্য ধর্মীয় বিষয়বস্তু সমূহ সংরক্ষিত ও সঞ্চিত থাকে। পশ্চিমবঙ্গের বেলুড় মঠে অবস্থিত রামকৃষ্ণ মিশন সংগ্রহশালা এবং কলকাতায় অবস্থিত গৌড়ীয় মঠ হল অন্যতম ধর্মীয় সংগ্রহশালার উদাহরণ।

viii) মোম সংগ্রহশালা

বিভিন্ন ব্যক্তিদের মূর্তিকে মোমের মাধ্যমে ফুটিয়ে তোলা বা মোমের মূর্তি করে সংরক্ষিত করা থাকে। এই ধরনের মিউজিয়াম মোম মিউজিয়াম নামে পরিচিত। লন্ডনে অবস্থিত মাদাম তুষো মিউজিয়াম এবং কলকাতা নিউ টাউনে অবস্থিত মাদার্স ওয়াক্স মিউজিয়াম এই ধরনের সংগ্রহশালার অন্যতম উদাহরণ।

ix) ডাক সংগ্রহশালা

সংগ্রহশালার প্রকারভেদ এর মধ্যে একটি অন্যতম হল ডাক সংগ্রহশালা। বিভিন্ন দেশের ডাক ব্যবস্থা কেমন, বিভিন্ন ধরনের ডাকটিকিট সংগ্রহ ও সংরক্ষণ এবং প্রদর্শন এই সংগ্রহশালার অন্তর্গত। দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ফিলাটেলিক মিউজিয়াম একটি অন্যতম ডাক সংগ্রহশালা।

x) হস্তশিল্প সংগ্রহশালা

বিভিন্ন ধরনের সংগ্রহশালা মধ্যে হস্তশিল্প সংগ্রহশালা একটি অন্যতম সংগ্রহশালার প্রকারভেদ। এই ধরনের সংগ্রহশালা মানুষের তৈরি বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শন ও বিক্রয়ের জন্য গড়ে ওঠে। ভারতের বৃহত্তম শিল্প সংগ্রহশালাটি হল দিল্লির ন্যাশনাল হান্ডিক্রাফ্ট এন্ড হ্যান্ডলুম মিউজিয়াম।

2. অবস্থানের উপর ভিত্তি করে সংগ্রহশালা

সংগ্রহশালার অবস্থান বা অবস্থিত জায়গার উপর ভিত্তি করে, সংগ্রহশালা বিভিন্ন প্রকৃতির ও প্রকারের হয়ে থাকে। এর মধ্যে অন্যতম সংগ্রহশালা গুলি হল –

i) গ্রামীণ সংগ্রহশালা

গ্রামীন সংগ্রহশালা গুলি গ্রামীণ এলাকার বিভিন্ন সংগৃহীত বস্তু সামগ্রী নিয়ে গঠিত হয়। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনানে অবস্থিত আনন্দ নিকেতন কীর্তিশালা একটি গ্রামীণ সংগ্রহশালার উদাহরণ।

ii) শহরকেন্দ্রিক সংগ্রহশালা

মূলত শহরকে কেন্দ্র করে যে সমস্ত সংগ্রহশালা গড়ে ওঠে তাকে শহরকেন্দ্রিক সংগ্রহশালা বলে। অর্থাৎ এই সংগ্রহশালা গুলি শহরে অবস্থিত। যেমন – কলকাতা জাদুঘর এবং পশ্চিমবঙ্গের তমলুক শহরে অবস্থিত তাম্বলিপ্ত সংগ্রহশালা।

iii) উন্মুক্ত সংগ্রহশালা

এই ধরনের সংগ্রহশালা গুলি চার দেওয়ালের মধ্যে আবদ্ধ নয়। অর্থাৎ এই সংগ্রহশালা নির্দিষ্ট বাড়ি বা বিল্ডিং থাকে না। মূলত খোলা জায়গায় সংগৃহীত বস্তুগুলি প্রদর্শন করা হয়। যেমন – ভোপালের ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহশালা। এই সংগ্রহশালার মাধ্যমে ভারতের বিভিন্ন উপজাতিদের বাসস্থান ও জীবনযাত্রা উন্মুক্ত স্থানে প্রদর্শন করা আছে।

iv) ভাসমান বা চলমান সংগ্রহশালা

সংগ্রহশালার প্রকারভেদের মধ্যে ভাসমান বা চলমান সংগ্রহশালা একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা। এটি আধুনিককালে একটি নতুন ধারণা। এ ধরনের সংগ্রহশালা গুলি শহরের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে যায়। ভারতের কলিকাতা ও মুম্বাইয়ে অবস্থিত বিভিন্ন সংগ্রহশালা এই ধরনের সংগ্রহশালা চালু করেছে। অর্থাৎ এই সংগ্রহশালা গুলি মূলত গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় প্রদর্শনী করে। বর্তমানে এই সংগ্রহশালা দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে।

3. প্রশাসনিক নিয়ন্ত্রণের উপর কেন্দ্র করে সংগ্রহশালা

প্রশাসনিক নিয়ন্ত্রণের উপর কেন্দ্র করে সংগ্রহশালা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই ধরনের সংগ্রহশালার মধ্যে অন্যতম সংগ্রহশালা গুলি হল –

i) সরকারি সংগ্রহশালা

ii) ট্রাস্ট বোর্ড পরিচালিত সংগ্রহশালা

iii) ব্যক্তিগত সংগ্রহশালা

iv) শিক্ষা সংস্থা দ্বারা পরিচালিত সংগ্রহশালা

4. দর্শনার্থী ও প্রদর্শন পদ্ধতির ভিত্তিতে সংগ্রহশালা

প্রাচীনকালে সংগ্রহশালা কেবলমাত্র সংগৃহীত বস্তুগুলি বদ্ধ ঘরে আবদ্ধ থাকতো। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে সংগ্রহশালার বিষয়বস্তু বা বিষয়গুলি জনসাধারণের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ প্রদর্শনীর ব্যবস্থা চালু হয়। তাই দর্শনার্থী ও প্রদর্শন পদ্ধতির উপর ভিত্তি করে সংগ্রহশালা বিভিন্ন প্রকারের, যথা –

i) সাধারন সংগ্রহশালা

ii) বিশেষ সংগ্রহশালা

iii) শিশু সংগ্রহশালা

iv) ঐতিহাসিক সংগ্রহশালা

v) উন্মুক্ত সংগ্রহশালা

5. নব্য সংগ্রহশালা

নব্য সংগ্রহশালা বা আধুনিক সংগ্রহশালা বা নতুন ধারণার উপর ভিত্তি করে গঠিত সংগ্রহশালা 70 দশকের প্রথম দিকে শুরু হয়। এই সংগ্রহশালার সামাজিক ভূমিকার জন্য একটি নতুন শাখার জন্ম নেয়। এদিকে নব্য সংগ্রহশালা বলে। এই সংগ্রহশালার প্রকার গুলি হল –

i) ইকো মিউজিয়াম

ii) বাস্তুতান্ত্রিক সংগ্রহশালা

iii) গোষ্ঠী সংগ্রহশালা

iv) পঞ্চায়েত রাজ সংগ্রহশালা

উপসংহার

সর্বোপরি বলা যায়, বিভিন্ন বস্তুর বা সামগ্রীর ধরণের উপর ভিত্তি করে সংগ্রহশালা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি সংগ্রহশালা একটি নিজস্বতা বর্তমান। তাই সংগ্রহশালা গুলির মধ্যে বৈচিত্রতা ও বিভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন – কোনো কোনো সংগ্রহশালায় কেবলমাত্র প্রাচীন প্রত্নতাত্ত্বিক উপাদান থাকে আবার কোনো কোনো সংগ্রহশালা উদ্ভিদকূল নিয়ে গঠিত হয়ে থাকে।

তথ্যসূত্র (Sources)

  • Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
  • Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
  • How many types of museum are usually there
  • Online Sources

প্রশ্ন – সংগ্রহশালা বৈশিষ্ট্যগুলি কি কি?

উত্তর – সংগ্রহশালা বৈশিষ্ট্য হল – এটি সংগঠিত প্রকৃতির বা শ্রেণীবদ্ধকরণ, ঐতিহাসিক তত্ত্বের বা ঐতিহ্যের সংরক্ষণকারী ও সঞ্চালনকারী, সুরক্ষিত প্রকৃতির প্রভৃতি।

আরোও পোস্ট পড়ুন

Leave a Comment