লেখ্যাগারের প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ লেখ্যাগারে সংরক্ষিত নথির ধরন অনুযায়ী লেখ্যাগারের প্রকারভেদ (Types of Archives) বিভিন্ন ধরনের পরিলক্ষিত হয়ে থাকে।
লেখ্যাগারের প্রকারভেদ | Types of Archives
লেখ্যাগার হল সরকারি, বেসরকারি বা বিভিন্ন ব্যক্তিগত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নথি বা দলিল বা পান্ডুলিপি সংরক্ষণ স্থান। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়ে থাকে। নথির বিভিন্ন ধরন অনুযায়ী লেখ্যাগার বিভিন্ন ধরনের হয়ে থাকে।
এখানে লেখ্যাগারের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
1. শিক্ষাগত লেখ্যাগার
লেখ্যাগারের একটি অন্যতম প্রকারভেদ হল শিক্ষাগত লেখ্যাগার। এখানে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগারের সাথে আলাদাভাবে লেখ্যাগার গড়ে ওঠে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহৃত যাবতীয় গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়। যেমন – শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসগত নথি, প্রতিষ্ঠানের প্রশাসনিক নথি, শিক্ষকদের সার্ভিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত গবেষক ছাত্রদের গুরুত্বপূর্ণ নথি, পত্র-পত্রিকা, দুষ্প্রাপ্ত পান্ডুলিপি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পুস্তক প্রভৃতি সংরক্ষণ থাকে। এই সমস্ত নথিগুলি ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হয়।
শিক্ষাগত লেখ্যাগারের উদাহরণ হল – কলিকাতা বিশ্ববিদ্যালয় লেখ্যাগার, স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় লেখ্যাগার প্রভৃতি।
2. সরকারি লেখ্যাগার
লেখ্যাগারের অন্যতম প্রকারভেদ হল সরকারি লেখ্যাগার। এখানে সরকারিভাবে প্রশাসনিক স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুষ্প্রাপ্ত নথি সংরক্ষিত থাকে।
সরকারি লেখ্যাগার বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন –
i) কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত লেখ্যাগার – এর উদাহরণ হল ভারতীয় জাতীয় অভিলেখ্যাগার।
ii) বিভিন্ন রাজ্য সরকার পরিচালিত লেখ্যাগার – এর উদাহরণ হল পশ্চিমবঙ্গ রাজ্য লেখ্যাগার।
iii) স্থানীয় প্রশাসনিক লেখ্যাগার – এর উদাহরণ হল কলকাতা কর্পোরেশন আর্কাইভ বা লেখ্যাগার।
সরকারি লেখ্যাগারগুলিতে দেশের ঐতিহাসিক নথি বা দলিল, গুরুত্বপূর্ণ পান্ডুলিপি, প্রশাসনিক নথি, আইনগত বিভিন্ন নথি, দেশের মানচিত্র, দুষ্প্রাপ্ত নকশা, বিজ্ঞানের আবিষ্কারমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, দেশের জাতীয় সম্পত্তির যাবতীয় নথি প্রভৃতি সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকে।
উদাহরণ – সারা বিশ্বের মধ্যে ফরাসি লেখ্যাগার প্রশাসন বৃহত্তম লেখ্যাগার প্রশাসন হিসেবে স্বীকৃত। আবার ভারতের মধ্যে কেন্দ্রীয় লেখ্যাগার বা জাতীয় অভিলেখ্যাগার অন্যতম।
3. বেসরকারি বা বাণিজ্যিক লেখ্যাগার
সাধারণভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বা লাভজনক ব্যবসার জন্য যে লেখ্যাগার সেটি বেসরকারি বা বাণিজ্যিক লেখ্যাগার নামে অধিক পরিচিত। এই লেখ্যাগারে বেসরকারিভাবে বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ নথি বা বাণিজ্যিক নথি সংরক্ষিত থাকে।
উদাহরণ – বাণিজ্যিক লেখ্যাগারের অন্যতম উদাহরণ হল – আমেরিকার কোকা কোলা কোম্পানি তৈরি মিউজিয়াম ওয়ার্ল্ড অফ কোকাকোলা। ভারতের প্রথম বাণিজ্যিক লেখ্যাগার হলো পুনেতে অবস্থিত টাটা সেন্ট্রাল আর্কাইভ। এখানে টাটা কোম্পানির ইতিহাস এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কোম্পানির কি ভূমিকা তার বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিজিটাল নথি এবং 15 লাখের বেশি ছবি রয়েছে।
4. সংগীত লেখ্যাগার
সংগীত জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গদের বা সংগীত জগতের ঐতিহাসিক বিভিন্ন নথি সংরক্ষণ করা হয় এই সংগীত লেখ্যাগারে। যেমন – সঙ্গীত জগতের বিভিন্ন রেকর্ড সংক্রান্ত নথি, ক্যাসেট, সিডি, এবং সংগীতের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের জীবনী ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি এই জাতীয় লেখ্যাগারে সংরক্ষিত থাকে।
উদাহরণ – সংগীত লেখ্যাগারের অন্যতম উদাহরণ হল – আর্কাইভ অফ্ ইন্ডিয়ান মিউজিক।
5. ধর্মীয় লেখ্যাগার
লেখ্যাগারের প্রকারভেদ গুলির মধ্যে অন্যতম হল ধর্মীয় লেখ্যাগার। এই লেখ্যাগারের মধ্যে বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি যেমন – ধর্মীয় পুস্তক, ধর্মীয় আচার-আচরণ বিধি, বিধি নিষেধ, দুষ্প্রাপ্ত পান্ডুলিপি প্রভৃতি সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকে।
6. চলচ্চিত্র লেখ্যাগার
চলচ্চিত্র জগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করা হয় চলচ্চিত্র লেখ্যাগারের মধ্যে। অর্থাৎ সংগীত লেখ্যাগারের মতো চলচ্চিত্র লেখ্যাগারে চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন ফিল্ম, অডিও ভিডিও, পান্ডুলিপি, পোস্টার, চলচ্চিত্রের ইতিহাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়।
7. অলাভজনক লেখ্যাগার
অলাভজনক লেখ্যাগার বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে বা অলাভজনক সংস্থা দ্বারা পরিচালিত হয়। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত থাকে। যেমন – হাসপাতাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও দ্বারা প্রতিষ্ঠিত বিভিন্ন সমাজ সেবামূলক কাজ প্রভৃতি। এখানে অনেক সময় অনেক ব্যক্তি বিনা পারিশ্রমিকে বা কোনরকম অর্থনৈতিক উদ্দেশ্য ছাড়া দেশের ও দশের সেবা করে। তাই লেখ্যাগারের প্রকারভেদ গুলির মধ্যে অন্যতম হল অলাভজনক লেখ্যাগার।
উদাহরণ – এই লেখ্যাগারের অন্যতম উদাহরণ হল আমেরিকার হিস্টোরিক্যাল সোসাইটির লেখ্যাগার।
8. অন্যান্য লেখ্যাগার
উপরে আলোচিত লেখ্যাগার ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের লেখ্যাগার রয়েছে যেগুলি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এর উদাহরণ হল – ওয়েবসাইট, পারিবারিক বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করা, ব্লগ লেখা, সংবাদপত্রের লেখ্যাগার প্রভৃতি।
উপসংহার
সর্বোপরি বলা যায়, বিভিন্ন ধরনের নথির বা নথির বৈচিত্র্যতা অনুযায়ী বা উদ্দেশ্যে অনুযায়ী বিভিন্ন ধরনের বা প্রকারের লেখ্যাগার পরিলক্ষিত হয়। তবে যাই হোক প্রত্যেক লেখ্যাগারের উদ্দেশ্য একই। অর্থাৎ প্রতিটি লেখ্যাগারে সেই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথি, দলিল বা পান্ডুলিপি ভবিষ্যতের জন্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Types of Archives
- Online Sources
প্রশ্ন – ভারতে প্রতিষ্ঠিত লেখ্যাগারের উদাহরণসহ শ্রেণিবিন্যাস করো
উত্তর – ভারতের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রকারের লেখ্যাগার পরিলক্ষিত হয়, সেগুলি হল – ধর্মীয় লেখ্যাগার, শিক্ষাগত লেখ্যাগার, সরকারি লেখ্যাগার, বেসরকারি লেখ্যাগার, চলচ্চিত্র ও সাংস্কৃতিক লেখ্যাগার প্রভৃতি।
প্রশ্ন – আর্কাইভ কত প্রকার?
উত্তর – আর্কাইভ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন – শিক্ষাগত আর্কাইভ, সরকারি ও বেসরকারি আর্কাইভ, ব্যক্তিগত আর্কাইভ, চলচ্চিত্র আর্কাইভ, সংগীত আর্কাইভ প্রভৃতি।
প্রশ্ন – মহাফেজখানার কত প্রকারভেদ রয়েছে?
উত্তর – মহাফেজখানার বিভিন্ন প্রকারভেদ পরিলক্ষিত হয়। সেগুলি হল – শিক্ষাগত মহাফেজখানা, ধর্মীয় মহাফেজখানা, সংস্কৃতিক মহাফেজখানা, সরকারি ও বেসরকারি মহাফেজখানা, ব্যক্তিগত মহাফেজখানা প্রভৃতি।
আরোও পোস্ট পড়ুন
- মানব বিবর্তনের ইতিহাস বা পর্যায় সমূহ | History of Human Evolution
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর | Fort William College Quiz Question and Answers
- বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের অবদান | Contribution of Serampore Mission to Bengali Prose
- বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান | Contribution of Fort William College Bengali Prose
- বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা | Vidyasagar Contribution to Bengali Literature
- বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান | Raja Ram Mohan Roy in Prose Literature