ভারতের ইতিহাসে মৌর্য সাম্রাজ্য ছিল একটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। সুদীর্ঘকাল মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটলেও কিছু গুরুত্বপূর্ণ কারণে মৌর্য সাম্রাজ্যের পতন (Decline of Mauryan Empire) হয়েছিল।
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন রাজা। তার নেতৃত্বে ভারতের রাজনৈতিক ইতিহাস এক গৌরবময় ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে। তবে চন্দ্রগুপ্ত মৌর্যের আগমনের সময় উত্তর-পশ্চিম ভারত ছিল বিদেশী গ্রিক শক্তির কবলে এবং অন্যদিকে পূর্ব ভারত ছিল জনবিরোধী নন্দ প্রশাসনের জর্জরিত। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণের পরে দিক আক্রমণ প্রতিহত করেন এবং দক্ষ শাসক হিসেবে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন।
মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ | Causes for the Decline of Mauryan Empire
চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক প্রমুখ দ্বিগ্বিজয়ী এবং পরাক্রমশালী রাজাদের হাত ধরেই মৌর্য সাম্রাজ্যের বিস্তার সাধন সম্ভব হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ভারতের ইতিহাসে বিশেষ কৃতিত্বের দাবি রাখে। যেমন – কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, মন্ত্রী পরিষদ গঠন, অশোকের বিশ্বজনীন ধর্মনীতি প্রভৃতি।
কিন্তু এত কিছু সত্বেও মৌর্য সাম্রাজ্যের পতন অন্যান্য সাম্রাজ্যের মতো ঘনিয়ে এসেছিল। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে ঐতিহাসিকবিদগণ যে সমস্ত কারণগুলির কথা উল্লেখ করেন সেগুলি হল –
1. ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরোধিতা
মৌর্য সম্রাটদের ব্রাহ্মণদের প্রতি বিরোধিতা বা ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতি বিরোধিতা মৌর্য সাম্রাজ্যের ধ্বংসের কারণ হিসেবে দাবি করেন অনেক ঐতিহাসিকগণ। তাই ঐতিহাসিক হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন – অশোকের প্রতি ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরোধিতা মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল।
2. অশোকের আধ্যাত্মিক নীতি
মৌর্য সাম্রাজ্যের বিশিষ্ট শাসক অশোকের ধর্মনীতি বা আধ্যাত্মিক নীতির ফলে মৌর্য সাম্রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যায়। তাই ঐতিহাসিক ভান্ডারকর বলেছেন – অশোকের অতি আধ্যাত্মিক নীতি মৌর্য সাম্রাজ্যের পতন ডেকে আনে।
3. সামরিক ও প্রশাসনিক দুর্বলতা
মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সামরিক ও প্রশাসনিক দুর্বলতা অনেকাংশে দায়ী। কারণ মৌর্য সম্রাটগণ সাম্রাজ্য বিস্তারের দিকে যতটা নজর দিয়েছিলেন সামরিক ও প্রশাসনিক দিকে ততটা গুরুত্ব আরোপ করেননি। ফলে সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি সামরিক ও প্রশাসনিক দুর্বলতা পরিলক্ষিত হয়।
অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের বিশালতা, সামরিক ও প্রশাসনিক দুর্বলতা সৃষ্টি করে। যা মৌর্য সাম্রাজ্যকে ধ্বংসের মুখে পর্যবসিত করে।
4. মৌর্য সম্রাটদের দুর্বলতা
মৌর্য সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে অশোকের পরবর্তী দক্ষ সম্রাটদের অভাবে মৌর্য সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে যায়। তাই সম্রাট অশোকের মৃত্যুর পর মাত্র 50 বছরের মধ্যে মৌর্য সাম্রাজ্যের পতন হয়।
5. অশোকের অহিংসা নীতি
সম্রাট অশোকের অহিংসা নীতি মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী। তবে অনেক ঐতিহাসিকগণ এই কারণটি মেনে নেননি । তাঁরা মনে করেন সম্রাট অশোক কোন বিশেষ শ্রেণীর বিরুদ্ধে তার অহিংসা ও প্রাণী হত্যা নিষিদ্ধকরণ নীতি আরোপ করেননি।
6. প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার
মৌর্য সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার অনেকাংশে দায়ী। অর্থাৎ ছোট ছোট রাজ্যগুলির দায়িত্বে যে সমস্ত রাজারা ছিলেন তাদের অত্যাচারের ফলে মৌর্য সাম্রাজ্যের ধ্বংস অনিবার্য হয়ে ওঠে।
7. অর্থনৈতিক অবনতি
মৌর্য সাম্রাজ্যের শেষের দিকে অর্থনৈতিক অবনতি বা রাজকোষাগারে চরম অর্থাভাব মৌর্য সাম্রাজ্যের ধ্বংসের জন্য অনেকাংশে দায়ী।
উপসংহার
সর্বোপরি বলা যায়, মৌর্য সাম্রাজ্যের বিস্তার ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে মৌর্য সাম্রাজ অশোকের সাম্রাজ্য বিস্তার সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এতকিছু সত্বেও মৌর্য রাজাদের বিভিন্ন অপশাসন ও বিভিন্ন প্রশাসনিক নীতির কারণে হরপ্পা সভ্যতার মতো মৌর্য সাম্রাজ্য ধ্বংসের দিকে পর্যবসিত হয়।
তাই মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা হিসেবে চন্দ্রগুপ্তের প্রচেষ্টায় বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং পরবর্তীকালে অশোকের নেতৃত্বে এক কল্যাণকামি রাষ্ট্রে পরিণত হয়েছিল। কিন্তু অশোকের মৃত্যুর ঠিক ৫০ বছরের মধ্যে মৌর্য সাম্রাজ্যের পতন (Decline of Mauryan Empire) ধীরে ধীরে সংঘটিত হয়েছিল।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Online Sources
প্রশ্ন – মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে
উত্তর – মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য (৩২৪-৩০০ খ্রিস্টপূর্ব)
প্রশ্ন – মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন
উত্তর – মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ।
প্রশ্ন – মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে
উত্তর – মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন মহামতি অশোক।
প্রশ্ন – মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর – মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য (৩২৪-৩০০ খ্রিস্টপূর্ব)
প্রশ্ন – মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি?
উত্তর – মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হল – i) মৌর্য সাম্রাজ্যের বিশালতা বা সাম্রাজ্যের বিস্তৃতি, ii) অর্থনৈতিক অবনতি বা রাজকোষাগারের চরম অর্থের অভাব, iii) প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার, iv) অশোকের পরবর্তী মৌর্য সম্রাটদের দুর্বলতা প্রভৃতি।
আরোও পোস্ট পড়ুন
- লেখ্যাগারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 8 Main Types of Archives
- লেখ্যাগারের কার্যাবলী আলোচনা | Function of Archives in History
- লেখ্যাগার বা মহাফেজখানা কাকে বলে | Archives in History
- সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো | 10 Importance of Museum
- সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো | 10 Museum Exhibition Policy
- সংগ্রহশালার কার্যাবলী আলোচনা | 8 Main Function of Museum
Wonderful note
Wonder ful notes