প্রাচীন ভারতে আবিষ্কৃত বিভিন্ন সভ্যতার মধ্যে হরপ্পা সভ্যতা ছিল একটি অন্যতম সভ্যতা। কিন্তু বিভিন্ন কারণে হরপ্পা সভ্যতার অস্তিত্ব আজ নেই। অর্থাৎ হরপ্পা সভ্যতার পতন (Decline of Harappan Civilization) সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে সংঘটিত হয়েছিল।
বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে সিন্ধু উপত্যকা অঞ্চলে বা সিন্ধু নদের ধারে একটি সভ্যতার সন্ধান পাওয়া যায়। যেটি হরপ্পা সভ্যতা নামে পরিচিত। এই সভ্যতা বর্তমানে লাহোর থেকে প্রায় 100 মাইল দক্ষিণ-পশ্চিমে , হরপ্পা সভ্যতার সন্ধান পাওয়া যায়। মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতার মধ্যে দূরত্ব ছিল প্রায় 400 মাইল। তবে হরপ্পা সভ্যতার ইতিহাস ও সময়কাল সম্পর্কে এখনো পর্যন্ত অনেক প্রশ্নচিহ্ন থেকে গেছে। ১৯২১ সালে বিশিষ্ট ঐতিহাসিক দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন।
হরপ্পা সভ্যতা পতনের কারণ | Decline of Harappan Civilization
কোনো উন্নত সভ্যতা কোন একটি নির্দিষ্ট কারণে বা একদিনে ধ্বংসপ্রাপ্ত হয় না বা পতন হয় না। সমসাময়িক বিভিন্ন কারণে ধীরে ধীরে কোন সভ্যতা ধ্বংসের মুখে এগিয়ে যায়। যেকোনো সভ্যতা ঘটনার ক্ষেত্রে বহু মানুষের বহু পরিশ্রম থাকে। কিন্তু সেই পরিশ্রমের ফলে গঠিত সভ্যতা বিভিন্ন কারণে বিলুপ্তি সাধন ঘটে। হরপ্পা সভ্যতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
হরপ্পা সভ্যতা পতনের কারণ বহুবিধ। এই কারণগুলি নিম্নে আলোচনা করা হল –
1. জলবায়ুর পরিবর্তন
জলবায়ু পরিবর্তন হরপ্পা সভ্যতা পতনের কারণ হিসেবে ঐতিহাসিক চিহ্নিতকরণ করেছেন। অর্থাৎ বারবার জলবায়ু পরিবর্তন হরপ্পা সভ্যতা ধ্বংসের জন্য বা পতনের জন্য দায়ী।
কোনো কোনো ঐতিহাসিকগণের মতে – ভূ-প্রকৃতির এবং আবহাওয়ার স্বাভাবিক পরিবর্তনে হরপ্পা সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যায়। তাছাড়া মরুভূমির প্রভাবে সিন্ধু অঞ্চলে ভূমির উর্বরা শক্তি হাস পায় ও জলের অভাব দেখা দেয়। এইভাবে জলাভাব বা বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়।
আবার অনেকে সিন্ধু নদের বারবার বন্যা হরপ্পা সভ্যতার পতনের কারণের জন্য দায়ী করেন। ঐতিহাসিক রাইকস বলেছেন – সিন্ধু নদের জল অবরুদ্ধ হওয়ার ফলে ক্রমাগত বন্যা ও প্লাবন হয় ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল।
তার অনেকের মতে বন্যার কারণে মহেঞ্জোদারো বা লোথাল শহর দুটি ধ্বংসপ্রাপ্ত হলেও হরপ্পা সভ্যতাকে বন্যার একমাত্র কারণে ধ্বংস হিসেবে চিহ্নিত করা যায় না।
2. সিন্ধু নদের গতিপথ পরিবর্তন
হরপ্পা সভ্যতা সিন্ধু নদের সমান্তরালে গড়ে উঠেছিল। ফলে হরপ্পা সভ্যতার মানুষেরা সিন্ধু নদের উপর অধিকাংশভাবে নির্ভরশীল ছিলেন। কিন্তু বারবার সিন্ধু নদের গতিপথ পরিবর্তিত হওয়ার ফলে হরপ্পা সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পরিবর্তন দেখা দেয় এবং তা আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়।
আবার অনেক ঐতিহাসিক মনে করেন সিন্ধু নদের মাধ্যমে সেই যুগের বাণিজ্য এবং জীবন ধারণের যাবতীয় রসদ সংগ্রহ করা হতো। তাই বারবার সিন্ধু নদের গতিপথ বাণিজ্যে আঘাত হানে এবং খাদ্য সংকট দেখা দেয়। ফলে ধীরে ধীরে হরপ্পা সভ্যতার বিলুপ্তি সাধন ঘটে।
3. প্রাকৃতিক বিপর্যয়
বহু ইতিহাসিকবিদগণ প্রাকৃতিক বিপর্যয়কে হরপ্পা সভ্যতা পতনের কারণ হিসেবে মনে করেন। বন্যা, ভূমিকম্প, খরা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হরপ্পা সভ্যতা ক্রমে ক্রমে ধ্বংসের মুখে এগিয়ে গিয়েছিল।
4. বৈদেশিক আক্রমণ
বৈদেশিক আক্রমণ বা বহিঃশত্রুর আক্রমণ হরপ্পা সভ্যতা পতনের কারণ হিসেবে অনেকেই মনে করেন। তাই অনেক ঐতিহাসিকগণ বলেন – উত্তর-পশ্চিম দিক থেকে আগত আর্যদের আক্রমণের ফলেই হরপ্পা সভ্যতা ও সংস্কৃতি ধ্বংসস্তূপে পরিণত হয়।
আবার ঐতিহাসিক এ. ব্যাসাম বৈদেশিক আক্রমণ বলতে কেবলমাত্র আর্যদেরকে বোঝানো হতো এই তথ্য তিনি বিশ্বাস করতেন না। তবে হরপ্পা সংস্কৃতির বা হরপ্পা সভ্যতার সময়কাল এবং আর্যদের ভারতে আসার সময় কাল সমসাময়িক ছিল বলে অনেকেই আর্যদের আক্রমণকে হরপ্পা সভ্যতার কারণ হিসেবে মনে করেন।
5. রক্ষণশীলতা
ঐতিহাসিকগণ বলেন হরপ্পা সভ্যতার অতিরিক্ত রক্ষণশীলতা এই সভ্যতা পতনের জন্য অনেকাংশে দায়ী। যেমন – বারবার বৈদেশিক আক্রমণকে তারা প্রতিহত করার কোন নতুন পন্থা অবলম্বন করেননি, বন্যা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেননি বা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারেননি। তাই এই সভ্যতা সময়ের সাথে সাথে টিকে থাকতে ব্যর্থ হয়েছে।
উপসংহার
যেকোনো সভ্যতার জন্ম যেমন ধীরে ধীরে সংঘটিত হয়, তেমনি একদিনে হঠাৎ কোনো কারণে সেই সভ্যতা ধ্বংস বা পতন হয় না। হরপ্পা সভ্যতা ছিল এমন সভ্যতা যেটি একদিনে উৎপত্তি বা ধ্বংস হয়নি। বিভিন্ন ঐতিহাসিকগণ হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ধ্বংসের (Decline of Harappan Civilization) বিভিন্ন কারণগুলি উল্লেখ করেছেন।
উপরে উল্লেখিত কারণ গুলি সর্বজনীনভাবে গৃহীত হয়নি। তাই হরপ্পা সভ্যতার পতনের কারণের জন্য কোন একটি নির্দিষ্ট কারণকে উল্লেখ করা যায় না।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Online Sources
প্রশ্ন – হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন
উত্তর – ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা জন মার্শাল এর তত্ত্বাবধানে ১৯২১ সালে বিশিষ্ট ঐতিহাসিক দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন।
প্রশ্ন – হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা
উত্তর – হরপ্পা সভ্যতা প্রাচীন ব্রোঞ্জ যুগের সভ্যতা।
প্রশ্ন – হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত
উত্তর – হরপ্পা সভ্যতা সিন্ধু নদের তীরে অবস্থিত ছিল।
1 thought on “হরপ্পা সভ্যতা পতনের কারণ | Decline of Harappan Civilization”