ভারতের সংগ্রহশালার ইতিহাস আলোচনা | History of Indian Museum

ভারতের সংগ্রহশালার ইতিহাস অতি প্রাচীন। অর্থাৎ প্রাচীনকাল থেকে ভারতের সংগ্রহশালার ইতিহাস (History of Indian Museum) -এর সন্ধান পাওয়া যায়।

প্রাচীনকালে ভারতবর্ষে সংগ্রহশালার বিভিন্ন রূপ দেখা যেত। যেমন – চিত্রশালা, চিত্রবিথি, সরস্বতী ভান্ডার, কারখানা প্রভৃতি শিল্পজাত ও অমূল্য দ্রব্যের ভান্ডার ছিল। প্রাচীনকালের বিভিন্ন মন্দিরগুলোতে রত্ন ভান্ডারও সঞ্চিত থাকতো।

Table of Contents

ভারতের সংগ্রহশালার ইতিহাস | History of Indian Museum

ভারতের সংগ্রহশালার ইতিহাস পর্যালোচনা করলে বিভিন্ন দিক উন্মোচিত হয়। প্রথমে ভারতবর্ষে ধর্মস্থান ও মন্দির কেন্দ্রিক সংগ্রহশালাগুলি পরিলক্ষিত হয়। যেগুলি প্রাচীনকাল থেকে বংশ পরম্পরায় সঞ্চিত ও সংরক্ষিত হয়ে আসছে। ইউরোপে যেমন গির্জাগুলিতে বিভিন্ন ঐশ্বর্য সংরক্ষিত করে রাখা হতো, তেমনি ভারতীয় মন্দিরগুলিতেও খোঁজ পাওয়া গেছে।

তাছাড়া দক্ষিণ ভারতের অনেক মন্দির ও দেবস্থানগুলিতে দেবতার নামে উৎসর্গকৃত অলংকার, রত্ন ভান্ডার, ধাতু পাত্র, কাঠের বিভিন্ন দ্রব্য, পূজার সাজ সরঞ্জাম প্রভৃতি সংরক্ষিত ও সঞ্চিত রয়েছে। প্রাচীন ভারতবর্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে অন্যতম হল –

i) রামেশ্বরম মন্দির। যেখানে সোনা ও রুপোর নানা জিনিসের এক দর্শনীয় সংগ্রহ রয়েছে।

ii) তিরুপতি মন্দির। এখানে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মিউজিয়াম পরিলক্ষিত হয়।

iii) শ্রী রঙ্গমে শ্রীরঙ্গনাথ স্বামী দেবস্থান মিউজিয়াম.

iv) মাদুরাইয়ের মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির সংগ্রহশালা। যেখানে বিভিন্ন ধাতুর মূর্তি ও হাতির দাঁতের অসাধারণ কারুকার্য শিল্প সংরক্ষিত রয়েছে।

v) তাঞ্জরের বৃহদেশ্বর মন্দির সংলগ্ন রাজা সংগ্রহশালা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।

ভারতের সংগ্রহশালার ইতিহাস | History of Indian Museum

ভারতের সংগ্রহশালার ইতিহাস প্রাচীন প্রকৃতির হলেও এগুলি ছিল মন্দির কেন্দ্রিক বা গির্জা কেন্দ্রিক। পরবর্তীকালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময়ে প্রথাগত সংগ্রহশালার উৎপত্তি ঘটে। ভারতীয় এই প্রথাগত সংগ্রহশালার ইতিহাস বা বিবর্তনকে কয়েকটি পর্যায়ে বিভক্ত করা হয়ে থাকে, সেগুলি হল নিম্নলিখিত।

1. প্রাক পর্যায় বা ব্রিটিশ যুগ (1757 থেকে 1858 সাল)

ভারতের সংগ্রহশালার ইতিহাস ও বিকাশের ক্ষেত্রে ব্রিটিশ যুগের প্রভাব পরিলক্ষিত হয়। ভারতবর্ষে কলিকাতা হল প্রথম শহর যেখানে ভারত তথা এশিয়ার প্রথম সংগ্রহশালার বীজবপন হয়েছিল ১৭৮৪ সালে এশিয়াটিক সোসাইটির তৈরীর মাধ্যমে।

১৭৮৩ সালে কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে স্যার উইলিয়াম জোন্স ভারতবর্ষের সংগ্রহশালা ইতিহাসের প্রথম অধ্যায় শুরু করেন। তিনি ১৭৮৪ সালে ১৫ই জানুয়ারি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি এশিয়াটিক সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে সোসাইটির কাজ হিসেবে শুধুমাত্র সংগ্রহশালা প্রতিষ্ঠার কথা বলেন এবং বিভিন্ন বস্তু সংগ্রহ করা ও তার যথোপযুক্ত সংরক্ষণের কথা উল্লেখ করেন।

পরবর্তীকালে ১৮১৪ সালে ২রা ফেব্রুয়ারি ডেনমার্কের বিশিষ্ট উদ্ভিদবিদ ডক্টর নাথানিয়েল ওয়ালিচ বিনা পারিশ্রমিকের সংগ্রহশালার দেখাশোনার দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেন। এই প্রস্তাব এশিয়াটিক সোসাইটির সদস্যদের কাছে গ্রহণযোগ্য হয়। তিনি তাঁর বাড়িতে সংগৃহীত যাবতীয় মূল্যবান সামগ্রী সোসাইটিকে দান করেন। ১৮১৪ সালে ১লা জুন ওয়ালিচের সংগ্রহশালা প্রতিষ্ঠার চিন্তাভাবনা সাফল্য লাভ করে। ফলে প্রত্নতাত্ত্বিক, কারিগরি, ভূতাত্ত্বিক, প্রাণিতত্ত্ব, নৃতাত্ত্বিক প্রভৃতি বিভাগ নিয়ে ভারতের তথা সমগ্র এশিয়ার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতের প্রথম সংগ্রহশালা স্থাপিত হয়।

এশিয়াটিক সোসাইটির তত্ত্বাবধানে গঠিত ভারতীয় সংগ্রহশালায় প্রথম অবস্থায় যেসব ব্যক্তির দানে সংগ্রহশালা সমৃদ্ধ হয়েছিল তাদের মধ্যে অন্যতম হল – কর্নেল জে. সুয়ার্ট, টাইটলার, ম্যাকানজি, রবার্ট হোম, বাবু রামকমল সেন প্রমুখ উল্লেখযোগ্য।

তবে শুধুমাত্র ইউরোপীয় ব্যক্তিত্ব নয় ভারতীয় এই সংগ্রহশালায় ভারতীয় ব্যক্তিত্বদের অবদান ছিল অসামান্য। তাদের মধ্যে অন্যতম হলেন – বেগম সাম্রু, কালীকৃষ্ণ বাহাদুর, শিবচন্দ্র বোস, রাধাকান্ত দেব, মথুরনাথ মল্লিক, রাজেন্দ্রলাল মল্লিক প্রমুখ উল্লেখযোগ্য। তাছাড়া পরবর্তীকালে ১৮৫৫ সালে রাজেন্দ্রলাল মল্লিক মধ্য কলকাতার নিজ বাসভবনে তার ব্যক্তিগত সংগ্রহ দিয়ে একটি সংগ্রহশালা গড়ে তোলেন, যা মার্বেল প্যালেস নামে পরিচিত।

ডক্টর নাথানিয়েল ওয়ালিচের পরবর্তী এডওয়ার্ড ব্লিথের উৎসাহে এবং সহযোগিতায় এশিয়াটিক সোসাইটির সংগ্রহ বৃদ্ধি পায় এবং ১৮৫৬ সালে সোসাইটি সরকারের কাছে ইন্ডিয়ান মিউজিয়ামের নামের পরিবর্তে ইম্পেরিয়াল মিউজিয়াম করার আবেদন জানায়। কিন্তু ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণে সরকার এদিকে গুরুত্ব আরোপ করেনি।

2. ভিক্টোরিয়া যুগ (1858 থেকে 1901 সাল)

কলকাতা সিপাহী বিদ্রোহের কারণে কিছু বছর পর্যন্ত ভারতীয় সংগ্রহশালার কাজ সীমিত হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে ১৮৬১ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। ভারতের সংগ্রহশালার ইতিহাস (History of Indian Museum)-এ এই আর্কিওলজিক্যাল সার্ভের গুরুত্ব অপরিসীম। তাছাড়া ১৮৬৪ সালে লখনও এবং নাগপুরে একটি সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮৫৮ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ সংগ্রহশালা গুলি হল –

i) ১৮৬৫ সালে ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত সংগ্রহশালা

ii) ১৮৬৭ সালে ফৈজাবাদ,

iii) ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত দিল্লির মিউনিসিপাল মিউজিয়াম,

iv) ১৮৭২ সালে প্রতিষ্ঠিত কলকাতার ইকোনোমিক মিউজিয়াম

v) ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয় মথুরার গভর্মেন্ট মিউজিয়াম

vi) ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয় রায়পুর মিউজিয়াম

vii) ১৮৮৭ সালে মাদ্রাজে ভিক্টোরিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

viii) ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত হয় রাজকোটে ওয়াটসন মিউজিয়াম।

ix) ১৮৯০ সালে পুনাতে প্রতিষ্ঠিত হয় লর্ড রিয়ে ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম প্রভৃতি।

3. লর্ড কার্জন ও লর্ড মার্শাল যুগ (1901 থেকে 1928 সাল)

ভারতের সংগ্রহশালার ইতিহাসে বিংশ শতাব্দীর শুরুতে ভারতের ভাইসরয় লর্ড কার্জন এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর স্যার জন মার্শালের উদ্যোগে ভারতবর্ষে সংগ্রহশালার এক নতুন অধ্যায় শুরু হয়। লর্ড কার্জন ও লর্ড মার্শালের যৌথ উদ্যোগে ভারতের সংস্কৃতির সংগ্রহের ও সংরক্ষণের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এর ফলশ্রুতি হিসেবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একের পর এক বিভিন্ন সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়। সেগুলি হল –

i) ১৯০৩ সালে প্রতিষ্ঠিত বারিপদা সংগ্রহশালা।

ii) ১৯০৪ সালে সারনাথে প্রতিষ্ঠিত প্রথম আর্কিওলজিক্যাল সার্ভের সংগ্রহশালা

iii) ১৯১৭ সালে নালন্দা এবং ১৯১৯ সালে সাঁচীতে সংগ্রহশালা স্থাপিত হয়।

iv) ১৯২৯ সালে দিল্লিতে সেন্ট্রাল এশিয়ান আন্টিকুইটিস মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।

এগুলি ছাড়াও আর্কিওলজিক্যাল সার্ভের উদ্যোগে এবং তাদের খনন কার্যের স্থানের উপর ভিত্তি করে বিভিন্ন সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল সারনাথ, আগ্রা, দিল্লি প্রভৃতি।

4. প্রাক স্বাধীনতা যুগ (1928 থেকে 1947 সাল)

ব্রিটিশ শাসনকালের শেষের দিকে অর্থাৎ প্রাক্‌ স্বাধীনতা যুগে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল –

i) কালিকো মিউজিয়াম অফ টেক্সটাইল। আমেদাবাদের কালিকো টেক্সটাইল মিলের চেয়ারম্যান গৌতম সারাভাইয়ের অনুপ্রেরণায় এবং দার্শনিক ডক্টর আনন্দ কুমার স্বামীর উদ্যোগে আমেদাবাদে ১৯৪০ সালে ভারতের প্রথম টেক্সটাইল সংগ্রহ তালা গড়ে ওঠে।

ii) ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয় হায়দ্রাবাদ মিউজিয়াম। এটি ১৯৬০ সালে নাম পরিবর্তন হয়ে অন্ধ্রপ্রদেশ স্টেট আর্কিওলজিকাল মিউজিয়াম নামে পরিচিত হয়।

iii) ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয় এলাহাবাদের জাতীয় সংগ্রহশালা। এটি শুধু সংগ্রহশালা নয় বরং প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক ও বিভিন্ন গবেষকদের কাছে গঠিত একটি বৃহৎ গবেষণা কেন্দ্র। এটি ভারতের একমাত্র সংগ্রহশালা যেটি সম্পূর্ণভাবে নিজস্ব সৌর শক্তি বিদ্যুতের মাধ্যমে চালিত হয়।

iv) ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ এর নামে গঠিত সংগ্রহশালা. এই সংগ্রহশালাটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট নামে পরিচিত।

5. আধুনিক যুগ বা স্বাধীনতার পরবর্তী পর্যায় (1947 সাল থেকে বর্তমান)

ব্রিটিশ শাসনের অবসানের ফলে স্বাধীনতার পর বিশেষত আধুনিককালে ভারতবর্ষে বিভিন্ন সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়। তাদের মধ্যে অন্যতম হলো ন্যাশনাল মিউজিয়াম স্থাপন। এই সংগ্রহশালাটি ভারতের চিত্র এবং শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনীর বৃহৎ সংগ্রহশালা। ১৯৪৯ সালের ১৫ আগস্ট ভারতের তৎকালীন গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালচারি ন্যাশনাল মিউজিয়াম বা জাতীয় সংগ্রহশালা উদ্বোধন করেন। ১৯৫৫ সালে জহরলাল নেহেরু এই সংগ্রহশালা নতুন ভিত্তিপ্রস্থ স্থাপন করেন এবং দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

এছাড়া ভারতে স্বাধীনতার পর বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত সংগ্রহশালা গঠিত হয়েছে, তাদের মধ্যে অন্যতম হল –

i) ১৯৪৯ সালে মাদুরাই প্রতিষ্ঠিত গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম।

ii) ১৯৬১ সালে কলকাতায় প্রতিষ্ঠিত রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি মিউজিয়াম।

iii) ১৯৬১ সালে কলকাতায় প্রতিষ্ঠিত গুরুসদয় দত্ত সংগ্রহশালা।

iv) ১৯৭৪ সালে দিল্লিতে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম।

v) ১৯৮১ সালে আমেদাবাদে প্রতিষ্ঠিত ভেচার ইউটেন্সিল মিউজিয়াম

vi) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় তেলেঙ্গানা স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম প্রভৃতি।

উপসংহার

সর্বোপরি বলা যায়, ভারতবর্ষের সংগ্রহশালা ইতিহাস অতি প্রাচীন। প্রাচীনকাল থেকে ভারতীয় বিভিন্ন মন্দিরগুলিতে বিভিন্ন বস্তু সামগ্রী ও অলংকার এবং রত্ন ভান্ডার অতি সন্তর্পনে সংরক্ষিত থাকতো। পরবর্তীকালে ব্রিটিশ শাসনকালে ভারতে আনুষ্ঠানিকভাবে সংগ্রহশালার বিকাশ ঘটে এবং সংগ্রহশালা জন্য নিজস্ব বিল্ডিং, সংগ্রহশালা পরিচালনার জন্য কিউরেটর প্রভৃতির ধারণার বিকাশ ঘটেছিল। বর্তমানে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগ্রহশালাগুলি সারা বিশ্বের কাছে সমাদৃত হয়েছে।

তথ্যসূত্র (Sources)

  • Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
  • Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
  • History of Indian Museum
  • Online Sources

প্রশ্ন – ভারতের প্রথম সংগ্রহশালা কোনটি ছিল?

উত্তর – ভারতের প্রথম সংগ্রহশালা ছিল পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। অর্থাৎ ভারত তথা এশিয়ার প্রথম সংগ্রহশালা কলকাতা শহরে ১৭৮৪ সালে এশিয়াটিক সোসাইটির তৈরীর মাধ্যমে বীজবপন হয়েছিল। বর্তমানে এটি বিশ্বের নবম প্রাচীনতম যাদুঘর এবং এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর। পরবর্তীকালে এটি নতুন ভবনে স্থানান্তরিত হয় এবং এর নামকরণ হয় ইম্পেরিয়াল মিউজিয়াম।

প্রশ্ন – ভারতের প্রথম জাদুঘর কোথায় স্থাপিত হয়?

উত্তর – ভারতের প্রথম জাদুঘর পশ্চিমবঙ্গের কলকাতায় স্থাপিত হয়।

প্রশ্ন – কলকাতা জাদুঘর কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর – কলকাতা জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন ডাঃ নাথানিয়াল ওয়ালিচ। তিনি ১৮১৪ সালে ২রা ফেব্রুয়ারি বিনা পারিশ্রমিকের সংগ্রহশালা দেখাশোনার দায়িত্ব নেয়ার প্রস্তাব দেন। অর্থাৎ ১৮১৪ সালে ১লা জুন মাসে ডাঃ ওয়ালিচ তাঁর সংগ্রহের প্রতিলিপি এশিয়াটিক সোসাইটিকে দান করেন। ভারতীয় সংগ্রহশালা সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হয় এবং তিনি পরিচালকের বা কিউরেটরের দায়িত্ব গ্রহণ করেন। ফলে প্রত্নতাত্ত্বিক, কারিগরি, ভূতাত্ত্বিক ও প্রাণী তত্ত্ব নিয়ে বিভিন্ন বিভাগ ভারতের প্রথম সংগ্রহশালা কলকাতায় স্থাপিত হয়।

প্রশ্ন – পশ্চিমবঙ্গের বৃহত্তম মিউজিয়াম কোনটি?

উত্তর – ১৮১৪ সালে ২রা ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটির দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় মিউজিয়াম বা সংগ্রহশালা ভারত তথা এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম সংগ্রহশালা বা জাদুঘর।

প্রশ্ন – ভারতের প্রথম জাতীয় জাদুঘর কোথায় স্থাপিত হয়?

উত্তর – ভারতের প্রথম জাতীয় জাদুঘর ১৯৪৯ সালে ১৫ আগস্ট নতুন দিল্লিতে স্থাপিত হয়।

ভারতের প্রথম জাতীয় চলচ্চিত্র জাদুঘরটি খোলা হচ্ছে 
(A) দিল্লিতে (B) মুম্বাইতে (C) বেঙ্গালুরুতে (D) কলকাতায়

উত্তর – (B) মুম্বাইতে। ২০১৯ সালে উদ্বোধন করা হয়। এটি National Museum of Indian Cinema (NMIC) নামে পরিচিত।

আরোও পোস্ট পড়ুন

ভারতের সংগ্রহশালার ইতিহাস | History of Indian Museum সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment