ভারতের ইতিহাসে সম্রাট শশাঙ্ক ছিলেন অন্যতম ব্যক্তিত্ব। কেবলমাত্র সাম্রাজ্য বিস্তার নয়, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা (Achievement of Sasanka in Bengal) করলে বহু দিক পরিস্ফুটিত হয়।
Explore the major achievements of Shashanka, the first independent ruler of Bengal, and his role in shaping early medieval Indian history.
শশাঙ্কের কৃতিত্ব আলোচনা | Achievement of Sasanka – The First King of Bengal
শশাঙ্ক আর্যাবর্ত বা উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারের কল্পনা এবং সার্বভৌম বাংলা সাম্রাজ্যের প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল তার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন।
শশাঙ্ক (600 থেকে 636 AD) ছিলেন বাংলাদেশের তথা গৌড়ের প্রথম সার্বভৌম নরপতি (First king of Bengal)। শশাঙ্কের প্রথম জীবনের তথ্য সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও শশাঙ্ক বিহারের সাহাবাদ জেলার অন্তর্গত রোটসগর গিরি দুর্গ থেকে প্রাপ্ত একটি শিলালেখতে শ্রী মহাসামন্ত শশাঙ্ক দেব শব্দটির উল্লেখ পাওয়া যায়।
সম্রাট শশাঙ্কের কৃতিত্ব (Achievement of Shashanka of Bengal) আলোচনা করলে বহু দিক উন্মোচিত হয়। সম্রাট শশাঙ্কের বিভিন্ন কৃতিত্ব গুলি এখানে আলোচনা করা হল –
1. সাম্রাজ্য বিস্তার | Territorial Expansion and Administrative Integration of Shashanka
শশাঙ্ক ছিলেন বাংলার সর্ব প্রথম শক্তিশালী স্বাধীন রাজা (First king of Bengal)। শশাঙ্ক গুপ্ত রাজাদের অধিকৃত রাজ্যগুলির মধ্য থেকে তিনি গৌড় রাজ্যকে স্বাধীন করে এক সার্বভৌম বাঙালি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। সমগ্র বঙ্গ দেশে আধিপত্য বিস্তার করেন।
পরবর্তীতে শশাঙ্ক দন্ডভুক্তি (মেদিনীপুর), উৎকল ও কঙ্গোদ (উত্তর ও দক্ষিণ উড়িষা), মগধ, বারানসি প্রভৃতি অঞ্চল নিজের রাজ্যের অন্তর্ভুক্তি করেন। অর্থাৎ শশাঙ্ক কেবলমাত্র গৌড়কে স্বাধীন রাজ্যে রূপান্তরিত করেছিল তা নয়। বরং তিনি উত্তর ভারতের সাম্রাজ্য স্থাপনে ও সচেষ্ট হয়েছিলেন।
তাছাড়া শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে কনৌজ ও থানেশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছিলেন।
2. হর্ষবর্ধনকে প্রতিরোধ | Political Rivalry Between Shashanka and Harshavardhana
শশাঙ্কর রাজত্বকালে সম্রাট হর্ষবর্ধন বাংলার কোনো অনিষ্ঠ সাধন করতে পারেননি। কারণ কূটনীতির দিক থেকে শশাঙ্ক ছিলেন অদ্বিতীয়। শশাঙ্কের বিরুদ্ধে হর্ষবর্ধন যে বিশেষ সাফল্য লাভ করতে সমর্থ হননি, তা শশাঙ্কের তিনটি শিলালিপি থেকে প্রমাণ হয়।
বিশিষ্ট ঐতিহাসিক মজুমদার বলেছেন – শশাঙ্ক তার মৃত্যুকাল অবধি গৌড়, দন্ডভুক্তি, মগধ, উৎকল ও কঙ্গোদের অধিপতি ছিলেন।
মালবরাজ দেবগুপ্তের সঙ্গে শশাঙ্কের বন্ধুত্ব তাঁর কূটনীতির দিকের বিশেষ পরিচয় দেয়। তাছাড়া রাজ্যবর্ধনের সঙ্গে শশাঙ্কের যুদ্ধের ফলে রাজ্যবর্ধনের মৃত্যু হয় এতে শশাঙ্কের সামরিক দক্ষতার পরিচয় পাওয়া যায়।
3. মুদ্রার প্রচলন | Introduction of Coinage and Economic Reforms by Shashanka
চীনা পর্যটক হিউয়েন-সাঙের বিবরণী থেকে শশাঙ্কের রাজত্বকালে মুদ্রার প্রচলন এর কথা জানা যায়। অর্থাৎ সম্রাট শশাঙ্কের রাজত্বকালে প্রচুর পরিমাণ স্বর্ণমুদ্রা চালু করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে শশাঙ্কের পর গৌড় রাজ্যে আর স্বর্ণমুদ্রার প্রচলন শুরু হয়নি।
4. প্রশাসনিক দক্ষতা | Administrative Skills and Governance
গৌড়রাজ শশাঙ্কের রাজত্বকালে প্রশাসন সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য খুব বেশি পাওয়া যায় না। তবে চীনা পর্যটক হিউয়েন-সাঙের বিবরণে শশাঙ্কের সাম্রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার যে ধারণা পাওয়া যায় তা থেকে প্রশাসনিক দক্ষতার প্রমাণ পাওয়া যায়।
শশাঙ্ক -এর এক দক্ষ সেনাপতি ছিলেন, যিনি বাংলার সীমান্ত রক্ষা ও সম্প্রসারণে সক্ষম হন। তিনি অশ্বারোহী ও পদাতিক বাহিনীকে শক্তিশালী করে শত্রুপক্ষের ওপর একাধিক অভিযান চালান। পুণ্ড্র, বঙ্গ, মগধ ও দক্ষিণ বিহার তাঁর সামরিক অভিযান দ্বারা বিজিত হয়। তাঁর সেনাবাহিনীর কৌশল ও দৃঢ়তা মধ্যযুগীয় বাংলায় স্বতন্ত্র প্রভাব ফেলে। এই সামরিক সাফল্য তাকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে।
5. প্রাকৃতিক সীমান্ত স্থাপন | Establishment of Natural Boundaries for Political Stability
শশাঙ্কের রাজ্য বিস্তার নীতির প্রথম গুরুত্বপূর্ণ দিক ছিল এক প্রাকৃতিক সীমা লাভের চেষ্টা। এক্ষেত্রে প্রাকৃতিক সীমা হলো পূর্বে ব্রহ্মপুত্র নদ, পশ্চিমে শোনগণ্ডক উপত্যকা, উত্তরের হিমালয় এবং দক্ষিণের চিলকা হদ। এইরকম প্রাকৃতিক সীমানা থাকলে রাজ্যগুলির আক্রমণে বাংলার স্বাধীনতা নষ্ট হতো।
সমকালীন তাম্রফলক থেকে জানা যায়, গৌড়ের রাজা শশাঙ্ক কামরূপের ভাস্কর বর্মাকে পরাজিত করেন। তাছাড়া ওড়িশার রাজবংশ শশাঙ্কের বশ্যতা স্বীকার করেন।
6. ধর্মীয় অবদান | Religious Contributions and Patronage
শশাঙ্ক একজন শৈব ধর্মানুরাগী ছিলেন এবং শৈব ধর্ম প্রচারে ভূমিকা রাখেন। তিনি বিভিন্ন মন্দির নির্মাণ ও সংস্কারে পৃষ্ঠপোষকতা করেন, যা তার ধর্মীয় নীতিকে নির্দেশ করে।
তাঁর শাসনকালে ব্রাহ্মণদের ভূমি দান করেছিলেন, যা ধর্মীয় কর্তৃত্ব ও শ্রেণিবিন্যাসের প্রতিফলন পরিলক্ষিত হয়। তাঁর ধর্মনীতি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল।
7. শশাঙ্কের রাজনৈতিক সাফল্য | Political Achievements of Shashanka
শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা (First king of Bengal) হিসেবে ইতিহাসে পরিচিত। তিনি গৌড়রাজ্যকে একত্রিত করে এক বিস্তৃত সাম্রাজ্য গড়ে তোলেন। তার শাসনকালে প্রশাসনিক কাঠামো সুসংগঠিত ছিল এবং ন্যায়বিচারের ব্যবস্থা গড়ে ওঠে। তিনি “মহারাজাধিরাজ” উপাধি গ্রহণ করে নিজের মর্যাদা বৃদ্ধি করেন
শশাঙ্ক মগধ ও বিহারের কিছু অঞ্চলও জয় করেন, যা তাঁর রাজনৈতিক ক্ষমতাকে শক্তিশালী করে।
হর্ষবর্ধনের মতো শক্তিশালী শাসকের সঙ্গে সংঘর্ষ (Ancient India power struggle) করে রাজনৈতিক কৌশলের প্রমাণ দেন। এইসব কার্যকলাপ তাঁকে বাংলার ইতিহাসে এক অনন্য স্থানে প্রতিষ্ঠিত করেন।
উত্তরসূরি ও রাজনৈতিক প্রভাব | Legacy of Shashanka in Early Medieval Bengal
পরিশেষে বলা যায়, শশাঙ্ক বাংলার ইতিহাসে একজন পথিকৃত শাসক হিসেবে স্মরণীয়। তিনি একটি স্বাধীন ও শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করে ভবিষ্যৎ রাজ্যগুলোর জন্য ভিত্তি স্থাপন করেন। শশাঙ্কের কৃতিত্ব (Achievement of Sasanka) বা রাজ্য বিস্তার সম্পর্কে খুব বেশি গ্রহণযোগ্য বা প্রামাণ্য তথ্য পাওয়া যায় না। তবে শশাঙ্ক ছিলেন বাংলার সর্বপ্রথম শক্তিশালী রাজা (First king of Bengal)। তিনি গৌড় রাজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ বিহার ও উড়িষ্যার উপর নিজের আধিপত্য বিস্তারে সমর্থ হয়েছিলেন। তাঁর অবদান বাংলার জাতীয় চেতনার ইতিহাসে অন্যতম মাইলফলক।
শশাঙ্কের সাম্রাজ্য বিস্তার নীতি (Ancient Indian rulers) অনুসরণ করে পরবর্তীকালে পাল ও সেন রাজারা তাঁদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি প্রমাণ করেন যে বাংলাও সমৃদ্ধ রাজ্য গঠনে সক্ষম। তাঁর মৃত্যুর পর সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লেও তার রাজনৈতিক কৌশল যুগান্তকারী ছিল।
বিশিষ্ট ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন – বানভট্ট বা হিউয়েন-সাঙ যদি শশাঙ্ক বিরোধী না হয়ে নিরপেক্ষ বিচারক হতেন তাহলে শশাঙ্ক হয়তো হর্ষবর্ধনের সমকক্ষ হিসেবে ইতিহাসের স্থান পেতেন।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Achievement of Sasanka in Bengal
- Online Sources
প্রশ্ন – শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন
উত্তর – শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা।
প্রশ্ন – শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন
উত্তর – শশাঙ্ক ছিলেন গুপ্ত সাম্রাজ্যের অধীনে এক সামন্ত রাজা। শশাঙ্ক গৌড় রাজ্যের অধিপতি ছিলেন।
প্রশ্ন – কর্ণসুবর্ণ কোন রাজার রাজধানী ছিল
উত্তর – গৌড় সম্রাট শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
প্রশ্ন – কর্ণসুবর্ণ বর্তমান নাম কি
উত্তর – কর্ণসুবর্ণ একটি প্রাচীন শহর। এটি বর্তমানে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকে অবস্থিত।
প্রশ্ন – গৌড়ের রাজা কে ছিলেন
উত্তর – গৌড়ের রাজা ছিলেন সম্রাট শশাঙ্ক।
প্রশ্ন – বাংলার প্রথম রাজা কে ছিলেন
উত্তর – বাংলার প্রথম রাজা ছিলেন গৌড় রাজ্যের অধিপতি শশাঙ্ক।
Q. Who was Shashanka in Indian history?
Ans. – Shashanka was the first independent ruler of Bengal in the early 7th century CE. He played a key role in resisting Harshavardhana’s expansion.
Q. What are the key achievements of Shashanka?
Ans. – Shashanka achievements include establishing an independent kingdom in Bengal, strong military leadership, administrative reforms, and support for Shaivism.
আরোও পোস্ট পড়ুন
- রোমান সাম্রাজ্যের পতনের কারণ | 10 Reasons for the Fall of the Roman Empire
- প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা | Slavery in Ancient Rome
- মানব বিবর্তনের ইতিহাস বা পর্যায় সমূহ | History of Human Evolution
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর | Fort William College Quiz Question and Answers
- বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের অবদান | Contribution of Serampore Mission to Bengali Prose
- বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান | Contribution of Fort William College Bengali Prose