গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ | Decline of the Gupta Empire

সম্রাট শ্রীগুপ্তের দ্বারা গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। দীর্ঘদিন বিভিন্ন শাসকেরা সুশাসন করার ফলে পঞ্চম শতকের শেষ ভাগে গুপ্ত সাম্রাজ্যের (Gupta Empire) পতন অনিবার্য হয়ে ওঠে।

মৌর্য সাম্রাজ্যের পতনের পর প্রায় পাঁচশত পর খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে কুষাণ ও সাতবাহন রাজ্যের ধ্বংসস্তূপ এর ওপর গুপ্ত রাজাদের নেতৃত্বে এক শক্তিশালী সাম্রাজ্যের সূচনা হয়। যেটি গুপ্ত সাম্রাজ্য হিসেবে ঐতিহাসিকবিদ্গণ মনে করেন। বিভিন্ন সমসাময়িক লিপি ও চীনা পরিবারক ইৎ-সিং -এর বিবরণী থেকে জানা যায় যে, নালন্দার পূর্বদিকে শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রথম দিকে রাজত্ব করতেন।

গুপ্ত বংশের তালিকা

শ্রীগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের বিস্তারে যে সমস্ত সম্রাটের ভূমিকা অনস্বীকার্য তাদের একটি তালিকা বা গুপ্ত বংশের তালিকা দেওয়া হল –

গুপ্ত সম্রাট রাজত্বকাল
ঘটোৎকচ আনুমানিক ২৮০-৩১৯ খ্রিস্টাব্দ
প্রথম চন্দ্রগুপ্তআনুমানিক ৩২০-৩৩৫ খ্রিস্টাব্দ
সমুদ্র গুপ্তআনুমানিক ৩৩৫-৩৭৫ খ্রিস্টাব্দ
দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যআনুমানিক ৩৭৫-৪১৫ খ্রিস্টাব্দ
কুমার গুপ্তআনুমানিক ৪১৫-৪৫৫ খ্রিস্টাব্দ
স্কন্দগুপ্তআনুমানিক ৪৫৫-৪৬৭ খ্রিস্টাব্দ

গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ | Decline of the Gupta Empire

সমুদ্র গুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে শুরু করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য প্রভৃতি গুপ্ত সাম্রাজ্যের রাজাদের অক্লান্ত পরিশ্রমে ও দক্ষতায় গুপ্ত সাম্রাজ্যে (Gupta Empire)-র যে বিশাল পরিধি গড়ে উঠেছিল তা পঞ্চম শতাব্দীর শেষ দিক থেকে অবক্ষয় হতে শুরু করে। সাধারণত বিভিন্ন কারণ গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে দায়ী করা হয়, সেগুলি হল –

1. রাজ পরিবারের অর্ন্তদ্বন্দ্ব ও দুর্বলতা

গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ গুলির মধ্যে অন্যতম হল রাজ পরিবারের অর্ন্তদ্বন্দ্ব বা কোলাহল এবং দুর্বলতা। স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্ত রাজ পরিবারের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব বা কোলাহল তীব্র আকার ধারণ করে।

ফলে স্কন্দগুপ্তের পরবর্তী সম্রাটগন সাম্রাজ্যের ঐক্য বজায় রাখতে ব্যর্থ হয় এবং তাদের অযোগ্যতা ও পরস্পর প্রতিদ্বন্দ্বিতা গুপ্ত সাম্রাজ্যের পতনকে সুনিশ্চিত করেছিল।

2. সেনাবাহিনীর অভাব

সুদক্ষ সেনাবাহিনীর অভাবে গুপ্ত সাম্রাজ্যের রাজারা বহির শত্রুর আক্রমণ থেকে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করতে অনেক সময় ব্যর্থ হয়েছিল। তাই সুদক্ষ সেনাবাহিনীর অভাব ও যুদ্ধ রীতি নীতির কৌশলের অভাব গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ গুলির মধ্যে অন্যতম।

3. বিদেশি আক্রমণ

বারবার বিদেশি আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। গুপ্ত সম্রাট কুমার গুপ্তের আমলে পুষ্যমিত্র এবং স্কন্দগুপ্তের আমলে হূণদের আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের ভিত্তি দুর্বল করে দেয়। অনেক ঐতিহাসিকবিদ মনে করেন – হূণ আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ।

তবে কেবলমাত্র হূণ আক্রমণ নয় বারবার বিদেশি শত্রুর ক্ষমতা তো আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক অবক্ষয় তৈরি হয়।

4. অর্থ সংকট বা অর্থনৈতিক অবক্ষয়

বারবার বিদেশি আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক সংকট বা অর্থনৈতিক অবক্ষয় দেখা দেয়। তাছাড়া বাণিজ্যের সংকোচন অর্থনৈতিক অবক্ষয় তৈরি করেছিল।

চতুর্থ এবং পঞ্চ শতকে বর্বর রোমদের আক্রমণের ফলে ভারত ও রোম বাণিজ্য অবনতি ঘটে এবং রোমে ভারতীয় পণ্যের আমদানি যথেষ্ট কমে যায়।

তাছাড়া সমুদ্র বাণিজ্য গুপ্ত সাম্রাজ্যের অন্যতম অর্থনৈতিক উৎস ছিল। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে এই উৎস বন্ধ হয়ে আসে। ফলে সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে ওঠে।

5. আমলাতন্ত্রের অবক্ষয়

আমলাতন্ত্রের অবক্ষয় গুপ্ত সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। মৌর্য সাম্রাজ্যের মতো গুপ্ত সাম্রাজ্যের আমলাতন্ত্র সুসংগঠিত বা সুদক্ষ ছিল না। ফলে আমলাতন্ত্রের অদক্ষতা এবং বংশানুক্রমিক পদের জন্য ধীরে ধীরে গুপ্ত সাম্রাজ্যের পতন সুনিশ্চিত করেছিল।

উপসংহার

সর্বোপরি বলা যায়, শেষ গুপ্ত রাজাদের যুদ্ধবিমুখতা ও অদক্ষ রাজ্য পরিচালনার নীতি গুপ্ত সাম্রাজ্য (Gupta Empire) -কে ধ্বংসের দিকে নিয়ে যায়। অর্থাৎ স্কন্দগুপ্তের পরবর্তী বিভিন্ন গুপ্ত রাজা যেমন – বুদ্ধগুপ্ত, তথাগত গুপ্ত, বালাদিত্য প্রমূখ বৌদ্ধ ধর্ম গ্রহণ করার ফলে রাজ্য পরিচালনার দিকে নজর দিতে পারেননি। ফলে বহিঃশত্রুর আক্রমণ থেকে গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করতে ব্যর্থ হয়। যার ফলে ধীরে ধীরে এই বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।

তথ্যসূত্র (Sources)

  • Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
  • Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
  • Online Sources

প্রশ্ন – গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন

উত্তর – গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত।

প্রশ্ন – গুপ্ত বংশের শেষ সম্রাট কে

উত্তর – গুপ্ত বংশের শেষ সম্রাট ছিলেন বিষ্ণু গুপ্ত।

প্রশ্ন – গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান তিনটি কারণ

উত্তর – গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান তিনটি কারণ হল – i) শেষ গুপ্ত রাজাদের যুদ্ধবিমূখতা, ii) অর্থনৈতিক অবক্ষয় বা সংকট এবং iii) আমলাতন্ত্রের অবক্ষয়।

প্রশ্ন – গুপ্ত রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন

উত্তর – গুপ্ত রাজারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন

প্রশ্ন – গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন

উত্তর – গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

আরোও পোস্ট পড়ুন

Leave a Comment