বিশ্বের ইতিহাসে বিভিন্ন সভ্যতার মধ্যে হরপ্পা সভ্যতার আবিষ্কার ইতিহাসে নতুন ধ্যান ধারণার জন্ম দেয়। এই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা (Town Planning of Harappan Civilization) মানব সভ্যতার ইতিহাস অনেকখানি দিক আলোকপাত করে।
১৯২১ সালে বিশিষ্ট ঐতিহাসিক দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন। সিন্ধু নদীর তীরে এই সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় বলে বিভিন্ন ঐতিহাসিকগণ মনে করতেন যে কেবলমাত্র সিন্ধু নদীর তীরে এই সভ্যতার সীমা। কিন্তু পরবর্তীকালে এই সভ্যতার পরিধি সেন্ধু নদ অতিক্রম করে পাকিস্তান এবং ভারতের বাইরে ইনার পর্যন্ত বিস্তৃত হয়েছে।
হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা | Town Planning of Harappan Civilization
হরপ্পা সভ্যতা বর্তমানে লাহোর থেকে প্রায় 100 মাইল দক্ষিণ-পশ্চিমে , হরপ্পা সভ্যতার সন্ধান পাওয়া যায়। মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতার মধ্যে দূরত্ব ছিল প্রায় 400 মাইল। তবে হরপ্পা সভ্যতার ইতিহাস ও সময়কাল সম্পর্কে এখনো পর্যন্ত অনেক প্রশ্নচিহ্ন থেকে গেছে।
হরপ্পা সভ্যতার অনেক ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়। যেগুলি বিশ্লেষণ করে ঐতিহাসিকগণ হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন মতামত পোষণ করে থাকেন।
হরপ্পা সভ্যতা ছিল একটি উন্নত সভ্যতা এই সভ্যতার নগর পরিকল্পনা যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হল –
1. প্রধান নগর
হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতার নগর পরিকল্পনার দুটি দিক বর্তমান। যেমন- প্রত্যেকটি নগর দুর্গ দ্বারা বেষ্টিত ছিল। শাসক শ্রেণীর লোকের দুর্গের অভ্যন্তরে বসবাস করতেন, আর দুর্গের নিচে অবস্থিত উপনগরীতে সাধারণ মানুষ বসবাস করত।
2. রাস্তাঘাট
হরপ্পা সভ্যতার শহরের চারিদিকে প্রশস্ত রাজপথ দ্বারা বেষ্টিত ছিল এবং এটি বিভিন্ন অংশে বিভক্ত ছিল। রাজপথ গুলি পূর্ব পশ্চিম ৩ মিটার থেকে ১০ মিটার চওড়া এবং সমান্তরালভাবে বিস্তৃত ছিল।
3. বসতবাড়ি
হরপ্পা সভ্যতার বসতবাড়ির ব্যবস্থা ছিল। বাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি হতো এবং পাথর চিহ্ন পাওয়া যায়নি। সাধারণত বাড়িগুলি প্রাচীর দিয়ে ঘেরা থাকতো এবং খোলা উঠোন, স্নান ঘর, কুয়ো, নর্দমা, সিড়ির ব্যবস্থা ছিল। গলি গুলির দুপাশে বসতবাড়ি থাকতো।
4. জল নিকাশি ব্যবস্থা
হরপ্পা সভ্যতার উন্নত জলনিকাশই ব্যবস্থা ছিল এবং নগর গুলো জল নিকাশের জন্য নর্দমার ব্যবস্থা থাকত। এই সভ্যতায় জল নিকাশি ব্যবস্থা ছিল উন্নত এবং আধুনিকমানের। হরপ্পা সভ্যতার শহরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন এবং ম্যানহোলের ব্যবস্থা ছিল।
5. স্নানাগার
হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মধ্যে অন্যতম হল স্নানাগার। এই সভ্যতায় বিশালাকার জলাশয়ের বা স্নানাগারের নিদর্শন পাওয়া যায়। তাই ঐতিহাসিকগণ বলেন হরপ্পা সভ্যতার স্নানাগার ছিল হরপ্পা নগরীর প্রধান বিশেষ দিক
6. শস্যাগার
খাদ্যশস্য মজুত করার জন্য হরপ্পা সভ্যতার শস্যাগারের নিদর্শন পাওয়া যায়। তাই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মধ্যে অন্যতম দিক হলো শস্যাগার।
হরপ্পা সভ্যতায় বিশাল আয়তনের শস্যাগার এর নিদর্শন পাওয়া যায়। তাই ঐতিহাসিক ও বিশিষ্ট অধ্যাপক ব্যাসাম হরপ্পা সভ্যতার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন।
আবার বিশিষ্ট অধ্যাপক ও ঐতিহাসিক হুইলার বলেছেন – খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর আগে পৃথিবীর আর কোথাও এই হরপ্পা সভ্যতার মতো শসাগারে নিদর্শন পাওয়া যায় না।
7. শাসকগোষ্ঠীর অস্তিত্ব
হরপ্পা সভ্যতার জনগোষ্ঠীকে শাসন করার জন্য শাসকগোষ্ঠীর অস্তিত্ব পরিলক্ষিত হয়। অর্থাৎ হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনার মধ্যে বা হরপ্পা নগরী গুলিতে শাসক গোষ্ঠীর অস্তিত্ব পাওয়া যায়।
বিভিন্ন ঐতিহাসিকগণ শাসক গোষ্ঠী অস্তিত্ব নিয়ে বিভিন্ন মতবাদ পোষণ করে থাকেন। তবে বেশিরভাগ ঐতিহাসিক বলেন হরপ্পা সভ্যতায় কেন্দ্রীয় স্বৈরতান্ত্রিক শাসনের অস্তিত্ব ছিল।
আবার কোনো কোনো ঐতিহাসিকগণ মনে করেন হরপ্পা সভ্যতার শাসনব্যবস্থা গণতান্ত্রিক প্রকৃতির ছিল বা রাজতান্ত্রিক প্রকৃতির ছিল। তবে এ বিষয়ে ঐতিহাসিক বিদগণের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়।
উপসংহার
হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল উন্নত প্রকৃতির। সেখানে মানুষের জীবনযাত্রার মধ্যে বিভিন্ন আধুনিকতার ছাপ লক্ষ্য করা যায়। তাই ঐতিহাসিকগণ বলেন আর পাঁচটা সভ্যতার মতো হরপ্পা সভ্যতা অনেকটা উন্নত প্রকৃতির বা আধুনিক প্রকৃতির ছিল।
তাই হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মধ্যে আধুনিকতার ছাপ লক্ষ্য করা যায়। এখানে যেমন শস্যাগার নানাগার পায় প্রণালী বা আরো অন্যান্য বিভিন্ন দিক হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা অন্যান্য সভ্যতা থেকে স্বতন্ত্রতা দান করে
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Online Sources
প্রশ্ন – হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কি ছিল
উত্তর – হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল অন্যান্য সভ্যতার থেকে একটু উন্নত প্রকৃতির। এখানে ঘরবাড়ি, রাস্তাঘাট, শস্যাগার, স্নানাগার, পয়ঃপ্রণালী প্রভৃতি ছিল আধুনিক মানের ও উন্নত প্রকৃতির।
আরোও পোস্ট পড়ুন
- মানব বিবর্তনের ইতিহাস বা পর্যায় সমূহ | History of Human Evolution
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর | Fort William College Quiz Question and Answers
- বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের অবদান | Contribution of Serampore Mission to Bengali Prose
- বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান | Contribution of Fort William College Bengali Prose
- বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা | Vidyasagar Contribution to Bengali Literature
- বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান | Raja Ram Mohan Roy in Prose Literature
It’s great
I like it ☺️