দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও বিস্তার সাধনের জন্য ভারত সরকার এন সি ই আর টি বা NCERT গঠন করেন। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে NCERT গঠন ও কার্যাবলী (Structure and Functions of NCERT) বিশেষ গুরুত্বপূর্ণ।
দেশের বিদ্যালয়ের স্তরের শিক্ষার মান উন্নয়ন বিশেষ করে শিক্ষক শিক্ষার মান উন্নতির ক্ষেত্রে NCERT একটি অন্যতম সংস্থা। এই সংস্থার গঠন এবং কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হলো।
NCERT গঠন ও কার্যাবলী আলোচনা | Structure and Functions of NCERT
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে গঠিত NCERT গঠন ও কার্যাবলী নিম্নে আলোচনা করা হল –
NCERT গঠন
এন সি ই আর টি বা NCERT হল ভারত সরকার কর্তৃক গঠিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষার পথপ্রদর্শককারী সংস্থা। NCERT এর পুরো নাম হল – National Council of Educational Research and Training. অর্থাৎ জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ।
NCERT ভারতের শিক্ষা মন্ত্রকের অধীনে শিক্ষার উন্নতি ও পথনির্দেশের জন্য 1961 সালে গঠিত হয়। ভারত সরকার এর আর্থিক দায় দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করে। এটি একটি স্বয়ংশাসিত সংস্থা হিসেবে পরিগণিত হয়।
একনজরে | NCERT |
পুরো নাম | National Council of Educational Research and Training. অর্থাৎ জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ। |
গঠনের সাল | ১৯৬১ সাল ভারত সরকার কর্তৃক গঠিত। |
সংস্থার ধরন | স্বয়ংশাসিত |
সদর দপ্তর | নতুন দিল্লি |
আঞ্চলিক অফিস | চারটি। এগুলি হল – ভূপাল, আজমির, ভুবনেশ্বর এবং মহীশূর |
উদ্দেশ্য | i) শিক্ষার সমস্ত শাখার উন্নয়ন, ii) গবেষণার সংগঠনের উন্নতি বিধান, iii) শিক্ষণ শিখন ব্যবস্থা উন্নতি সাধন প্রভৃতি। |
NCERT কার্যাবলী
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য NCERT গঠিত হলেও আরোও যে সমস্ত দিকে NCERT কার্যাবলী পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
i) এই সংস্থা শিক্ষা সংক্রান্ত গবেষণা কার্য পরিচালনা করে। ফলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হয়।
ii) NCERT এর প্রধান কাজ হল সমগ্র দেশের বিদ্যালয় স্তরে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপযোগী পাঠক্রম প্রণয়ন এবং পাঠ্যপুস্তক রচনা করা।
iii) NCERT চাকুরী পূর্ব এবং চাকুরীরত অবস্থায় শিক্ষকদের পেশাগত উন্নতির জন্য যথাযথ প্রশিক্ষণ দান করে থাকেন বা প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
iv) NCERT কার্যাবলীর হল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আর্থিক সহায়তার মাধ্যমে গবেষণা কার্যসহ শিক্ষণ শিখন কার্যে উৎসাহিত করেন।
v) NCERT কার্যাবলী হল শিক্ষার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন করে। অর্থাৎ উপযুক্ত শিক্ষক শিক্ষণের পাঠক্রম নির্ধারণ, শিক্ষা সহায়ক উপকরণ প্রস্তুতি প্রভৃতির মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নতি সাধন করে থাকে।
vi) NCERT প্রধান কাজ হল বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন এর মাধ্যমে শিক্ষকদের মধ্যে জ্ঞানের বিস্তার সাধন করা বা শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নতি সাধনে সহায়তা করা। যেমন – সেমিনার, ওয়াকসপ, সামার স্কুল, কনফারেন্স প্রভৃতি।
তাছাড়া প্রাক প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকরা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে নিজেদের জ্ঞান ভান্ডার এবং দক্ষতার উন্নতি সাধন করে থাকে।
vii) এই সংস্থা বিভিন্ন রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিদ্যালয় শিক্ষাকে সঠিকভাবে পরিচালিত করে থাকে।
viii) NCERT এর চারটি আঞ্চলিক শিক্ষক শিক্ষণ কলেজ পরিচালনা করে। অর্থাৎ এই সংস্থার সদর দপ্তর দিল্লিতে হলেও সারা ভারতে চারটি আঞ্চলিক অফিস রয়েছে। সেগুলি হল – ভূপাল, আজমির, ভুবনেশ্বর এবং মহীশূর।
ix) এই সংস্থা বিদ্যালয়ের পাঠক্রমের উপযোগী সমস্ত বিষয়ে জন্য উপযুক্ত পাঠক্রম প্রকাশনা করে থাকে। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পাঠক্রমের জন্য উপযুক্ত ও মানসম্মত পাঠ্য পুস্তক NCERT দ্বারা রচিত ও প্রকাশিত হয়।
x) NCERT কার্যাবলী হল বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন গুলির সংস্থাগুলির সঙ্গে নিয়মিত সমন্বয় সাধন করা ও এই সংগঠনগুলির বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম পরিচালনা করে থাকে। এই আন্তর্জাতিক সংগঠন গুলি হল – UNESCO, UNICEF প্রভৃতি।
উপসংহার
পরিশেষে বলা যায়, এই সংস্থাটি শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রধানত শিক্ষক শিক্ষার মানোন্নয়নের উপর অধিক গুরুত্ব আরোপ করে থাকে। অর্থাৎ দেশের চাকুরী পূর্ব এবং চাকুরীরত শিক্ষকের পেশাগত মানোন্নয়নের দিকে গুরুত্ব আরোপ করে থাকে। ফলে শিক্ষণ শিখন ব্যবস্থা পরিবর্তন সাধিত হয়।
তথ্যসূত্র (Sources)
- Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
- Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Internet sources
প্রশ্ন – NCERT এর পুরো নাম কি?
উত্তর – NCERT এর পুরো নাম হল – National Council of Educational Research and Training. অর্থাৎ জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ।
প্রশ্ন – Ncert কোথায় অবস্থিত?
উত্তর – NCERT নতুন দিল্লিতে অরবিন্দ মার্গ তে অবস্থিত।
প্রশ্ন – NCERT কত সালে প্রতিষ্ঠিত হয়
উত্তর – NCERT ১৯৬১ সালে ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি একটি স্বয়ংশাসিত সংস্থা।
Q. NCERT full form in education
Ans. – NCERT full form in education is National Council of Educational Research and Training.
আরোও পোস্ট পড়ুন
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন | UGC এর গঠন ও কার্যাবলী | University Grants Commission
- NCTE এর কার্যাবলী আলোচনা করো | 10 Functions of NCTE
- DIET এর কার্যাবলী আলোচনা করো | 10 Functions of DIET
- SCERT এর কার্যাবলী আলোচনা করো | 10 Functions of SCERT
- NCERT গঠন ও কার্যাবলী আলোচনা | Structure and Functions of NCERT
- শিক্ষার সংজ্ঞা দাও | শিক্ষা কাকে বলে | 16 Definition of Education
1 thought on “NCERT গঠন ও কার্যাবলী আলোচনা | Structure and Functions of NCERT”