ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও ফলাফল | Reasons for Quit India Movement

দীর্ঘদিন ইংরেজ শাসনের দমননীতির ও আগ্রাসী মনোভাবের হাত থেকে রক্ষা পেতে গান্ধীজীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়। তাই ভারত ছাড়ো আন্দোলনের কারণ (Reasons for Quit India Movement) হিসেবে বিভিন্ন কারণ পরিলক্ষিত হয়।

ভারতীয়দের প্রতি ব্রিটিশদের অনমনীয় মনোভাব এবং নীতির বিরুদ্ধে গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলনের পর ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়। এই আন্দোলন ছিল মূলত স্বাধীনতা অর্জনেরজন্য আন্দোলন।

ভারত ছাড়ো আন্দোলনের কারণ | Reasons for Quit India Movement

১৯৪২ সালে গান্ধীজি হরিজন পত্রিকা ব্রিটিশ সরকারকে ভারত থেকে চলে যাওয়ার প্রস্তাব দেন। এরপর ১৯৪২ সালের ১৪ই জুলাই কংগ্রেসের কমিটি ঐতিহাসিকভাবে ইংরেজদের ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করেন।

ভারত ছাড়ো প্রস্তাবে বলা হয় ইংরেজরা যেন অবিলম্বে ভারত ছেড়ে চলে যায়। কিন্তু ব্রিটিশ সরকার এই প্রস্তাবের বিরুদ্ধে অনমনীয় ও দমনমূলক নীতি গ্রহণ করেন। ফলে গান্ধীজি, ১৯৪২ সালের ৮ই আগস্ট ছাড়ো প্রস্তাব গ্রহণ করেন এবং ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন।

গান্ধীজীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের পশ্চাতে ভারতীয়দের ব্রিটিশ শাসন থেকে অবসান ও স্বাধীনতা অর্জনের একমাত্র লক্ষ্য ছিল। সাধারণভাবে ভারত ছাড়ো আন্দোলনের কারণ গুলি হল নিম্নলিখিত –

1. দমনমূলক নীতি

ইংরেজদের দমন মূলক নীতি ভারতীয় জনগণকে ভারত ছাড়া আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। অর্থাৎ দীর্ঘদিন ধরে ভারত শাসনের ফলে ভারতবাসী ইংরেজদের পরাজয় শৃংখল থেকে মুক্তি পেতে ও স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন।

ভারত ছাড়ো আন্দোলন প্রসঙ্গে গান্ধীজী স্পষ্ট বলেছিলেন – ” পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুতেই আমি সন্তুষ্ট হব না, হয় লক্ষ্য অর্জন, না হয় মৃত্যুবরণ।

2. ক্রিপস মিশনের ব্যর্থতা

ক্রিপস মিশনের ব্যর্থতা ভারত ছাড়ো আন্দোলনে ভারতবাসীকে সামিল করেছিল। কারন ক্রিপস মিশন অনুযায়ী ভারতকে স্বাধীনতা দেওয়ার কোন কথা ছিল না। তাছাড়া প্রস্তাবিত জাতীয় সরকারকে ব্রিটিশ মন্ত্রিসভার সমমর্যাদা ও ক্ষমতা দেয়ার কোন প্রতিশ্রুতি ছিল না এবং ভারতের প্রতিরক্ষার পূর্ণ দায়িত্ব ভারতীয়দের হাতে ছেড়ে দেয়ার কোন ইচ্ছা ব্রিটিশ সরকারের ছিল না।

এই সমস্ত কারণে কংগ্রেস ক্রিপস মিশন প্রস্তাব না করে। ১৯৪২ সালের ১০ এপ্রিল কংগ্রেস সভাপতি মাওলানা আজাদ জানিয়ে দেন যে – মন্ত্রিসভার দায়িত্বভার সম্পন্ন জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে কংগ্রেসের পক্ষে কিছু করা সম্ভব নয়।

3. জাপানি অগ্রগতি

জাপানিদের অগ্রগতি ও উত্তর-পূর্ব ভারত দখল করার ফলে ইংরেজরা ওই অঞ্চল পরিত্যাগ করে। ফলে ভারতীয়দের মধ্যে বিভিন্ন ক্ষোভ দানা বাঁধে। তাই ইংরেজদের ভারত থেকে চলে যাওয়ার জন্য ভারতীয়রা আরো বেশি করে সক্রিয় হয়ে ওঠে।

4. যুদ্ধকালীন অসুবিধা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয়দের ব্যবহার করা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে ব্রিটিশ সরকার ভারতীয়দের বঞ্চিত করেছিল। ফলের যুদ্ধকালীন সময়ে ভারতীয়রা খাদ্যাভাব, অর্থের অভাবসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল। যা ভারতীয়দের মনে ক্ষোভ দানা বেঁধেছিল ও আন্দোলনের উদ্বুদ্ধ করেছিল।

ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল

ব্রিটিশ সরকারের লাগামহীন অত্যাচার এবং দমনের ফলে ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হলেও একেবারে নিষ্ফল হয়নি। এই আন্দোলনের ফলাফল ছিল সুদূরপ্রসারী।

ভারতছাড়ো আন্দোলনের ফলে ভারতীয়দের মধ্যে যে অসন্তোষ দানা বেধেছিল তার বহিঃপ্রকাশ ঘটে। ফলে ব্রিটিশ সরকার অনেকটা চাপের সম্মুখীন হয়েছিলেন।

ভারত ছাড়ো আন্দোলনের ফলে ভারতীয়দের স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করেছিল। অর্থাৎ ভারতীয়দের স্বাধীনতা অর্জনের জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে উদ্বুদ্ধ করেছিল।

১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। তাই এই আন্দোলনকে ভারতের জাতীয় সংগ্রামের চরম পর্যায়ে বলে অভিহিত করা হয়। তাই এই আন্দোলনের ফলে ভারতের স্বাধীনতা অর্জন ছিল কেবলমাত্র সময়ের অপেক্ষা।

উপসংহার

সর্বোপরি বলা যায়, ভারত ছাড়ো আন্দোলন ইংরেজ সরকারের শাসন নীতিকে অস্থির করে তুলেছিল। ভারতীয়রা ইংরেজ সরকারকে বুঝিয়ে দিয়েছিল যে স্বাধীনতার জন্য তারা যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি। ইংরেজিদের দমন পীড়নের কাছে এই আন্দোলন ব্যর্থ হলেও এই আন্দোলনের প্রভাব ছিল সুদূরপ্রসারী, যা ভারতের স্বাধীনতা অর্জন করতে সহায়তা করেছিল একথা নিঃসন্দেহে বলা যায়।

তথ্যসূত্র (Sources)

  • Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
  • Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
  • Online Sources
  • Reasons for Quit India Movement

প্রশ্ন – ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল?

উত্তর – ভারত ছাড়া আন্দোলনের ব্যর্থতার কারণ হল – ইংরেজদের দমনপীড়ন নীতি, আন্দোলনকালীদের গ্রেফতার করা (এমনকি গুলি চালানো যার ফলে অনেক আন্দোলনকারী আহত ও নিহত হয়েছিলেন), সংহতির অভাব বা উপযুক্ত নেতৃত্বের অভাব প্রভৃতি।

প্রশ্ন – ভারত ছাড়ো আন্দোলনের কারণ কি ছিল?

উত্তর – ভারত ছাড়া আন্দোলনের কারণ ছিল – ক্রিপস মিশনের ব্যর্থতা, ইংরেজদের আগ্রাসী মনোভাব ও দমনমূলক নীতি, যুদ্ধকালীন ভারতীয়দের অসুবিধা প্রভৃতি।

প্রশ্ন – ভারত ছাড়ো আন্দোলনের দুজন নেতার নাম কি?

উত্তর – ভারত ছাড়ো আন্দোলনের দুজন নেতার নাম হল মহাত্মা গান্ধী ও সরদার বল্লভ ভাই প্যাটেল।

প্রশ্ন – ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল?

উত্তর – ভারত ছাড়ো আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা ছিল অনবদ্য। এই আন্দোলনে বাংলা, বিহার সহ বিভিন্ন প্রদেশের মহিলারা দলে দলে অংশগ্রহণ করেছিলেন। এমনকি মেদিনীপুর জেলায় এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। এই আন্দোলনে মাতঙ্গিনী হাজরা ইংরেজদের গুলিতে হাতে জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে মৃত্যুবরণ করেন।

Q. Causes of Quit India Movement in points

Ans. – Causes of Quit India Movement in points are i) Failure of the Cripps Mission, ii) Japanese advances, iii) British government’s repressive policies, iv) War-time difficulties etc.

আরোও পোস্ট পড়ুন

** ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও ফলাফল | Reasons for Quit India Movement – এই পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment