দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারতবর্ষের ইংরেজদের বিরুদ্ধে সারাদেশে বিদ্রোহের সূচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় নৌ সেনারা যুদ্ধ ঘোষণা করে যেটি নৌ বিদ্রোহ (Indian Naval Mutiny) নামে পরিচিত।
ভারতের ব্রিটিশদের শাসন নীতির বিরুদ্ধে গান্ধীজীর নেতৃত্বে একদিকে যেমন অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন সংঘটিত হয় আর অপরদিকে ভারতীয় নৌ সেনাদের দ্বারা নৌ বিদ্রোহ সংগঠিত হয়।
নৌ বিদ্রোহ টীকা | Indian Naval Mutiny
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ইংরেজ রাজত্বকালে ভারতের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ধৃত সৈনিকদের বিচার এবং অন্যদিকে সিমলা বৈঠক, সাধারণ নির্বাচন ও ওয়াভেল পরিকল্পনার ব্যর্থতা সারাদেশে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি করে।
ভারতীয় রাজনৈতিক এবং ব্রিটিশ দমন নীতির সংকটময় পরিস্থিতিতে ১৯৪৬ সালে ভারতীয় নৌ সেনারা যে বিদ্রোহ ঘোষণা করে সেটি নৌ বিদ্রোহ নামে পরিচিত।
১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজের নামিকেরা প্রকাশ্যে বিদ্রোহ শুরু করে। তারা জাহাজের মাস্তুল থেকে ব্রিটিশদের পতাকা নামিয়ে এনে সেখানে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ ও কমিউনিস্ট দলের লাল পতাকা উড়িয়ে দেয়।
নৌ বিদ্রোহের খবর চারিদিকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ফলে পরের দিন মুম্বাই বন্দরের বারোটি জাহাজে বিদ্রোহ শুরু হয় এবং প্রায় কুড়ি হাজার নৌসেনা এই বিদ্রোহে যোগ দেয়।
তাছাড়া এই বিদ্রোহ পরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। এরপর করাচি, কলকাতা ও কোচিন বন্দরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
এই নৌ বিদ্রোহ কেবলমাত্র নৌ বাহিনীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং এই বিদ্রোহে মুম্বাইয়ের শ্রমিক ও সাধারণ মানুষ ধর্মঘটি নৌ বাহিনীদের সঙ্গে যোগদান করে ও বিদ্রোহ এগিয়ে নিয়ে যায়। ফলে সারাদেশে বিভিন্ন স্থানে হরতাল, বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যায়।
নৌ বিদ্রোহের কারণ
নৌ বিদ্রোহ সংঘটিত হওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ ছিল। নৌ বিদ্রোহের কারণগুলির মধ্যে যে সমস্ত কারণগুলি অন্যতম সেগুলি হল –
i) ব্রিটিশ সরকারের জাতিগত বিদ্বেষ এবং দমন দমন নীতি, বৈষম্যমূলক আচরণ ও ভারতীয়দের প্রতি অত্যাচার ভারতীয় নাবিকদের ক্রমশ ক্ষুদ্ধ করে তোলে।
ii) ভারতীয় নৌ সেনাবাহিনীদের অনিচ্ছা সত্ত্বেও ব্রিটিশ সরকার নৌ সেনাদের দূর দেশে পাঠিয়ে দিতেন। এর ফলে নৌ বাহিনীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
iii) ব্রিটিশ সরকার নৌ সেনাদের প্রতি খারাপ মনোভাব পোষণ করতেন তা নয়, বরং তাদেরকে নিকৃষ্ট মানের খাবার দেওয়া হতো। ভারতীয় নৌ সেনাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
iv) ব্রিটিশ নৌ সেনাদের থেকে ভারতীয় নৌবাহিনী সেনাদের অনেক কম সুযোগ সুবিধা দেওয়া হতো। ভারতীয় সেনাদের যোগ্যতা ও দক্ষতা থাকা সত্ত্বেও ভাতা ও বেতনের ক্ষেত্রে বা পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হতো।
তাছাড়া ভারতীয় নৌ সেনাদের বেতন বৃদ্ধি ও পদোন্নতি ঘটতো না। এর ফলে ভারতীয় নৌ বাহিনীর সেনাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং তারা বিদ্রোহে ফেটে পড়ে।
নৌ বিদ্রোহের ফলাফল
ভারতীয় নৌ সেনাদের দ্বারা যে নৌ বিদ্রোহ সংঘটিত হয়েছিল তা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। তাছাড়া এই নৌ বিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী।
এই নৌ বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ সরকার সেনাবাহিনী সাহায্য নিয়ে ভারতীয় নৌ সেনা ও আন্দোলনকারীদের দমন করার জন্য গুলি চালিয়েছিলেন এবং এর ফলে প্রায় পাঁচ শতাধিক মানুষ আহত এবং অনেকে নিহত হয়েছিলেন।
এই নৌ বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার অনেকটা চাপের সম্মুখীন হয়েছিলেন। তাছাড়া ভারতীয় নৌ সেনাবাহিনী এবং সাধারণ জনগণ এই আন্দোলনের শামিল হয়েছিল। ফলে এই আন্দোলন গণআন্দোলনের পরিণত হয়েছিল।
তাই জহরলাল নেহেরু নৌ বিদ্রোহ সম্পর্কে বলেছিলেন – ‘নৌ বিদ্রোহ ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সংযোজন করেছে’।
উপসংহার
সর্বোপরি বলা যায়, নৌ বিদ্রোহ (Indian Naval Mutiny) ঐতিহাসিকভাবে ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই বিদ্রোহের ফলে ইংরেজ সরকার অনেকটা চাপের সম্মুখীন হয়েছিল। তাছাড়া ভারতীয় সেনাবাহিনারা এই প্রথম এই বিদ্রোহের মাধ্যমে নিজেরা এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়েছিলেন।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Online Sources
প্রশ্ন – নৌ বিদ্রোহ কোন জাহাজে হয়েছিল
উত্তর – ১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ হয়েছিল।
প্রশ্ন – নৌ বিদ্রোহ কবে কোথায় শুরু হয়
উত্তর – ১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজের নাবিকেরা নৌ বিদ্রোহ শুরু করেন।
Q. The Royal Indian Navy mutiny started in
Ans. – The Royal Indian Navy mutiny started in 1946.
Q. Indian Naval Mutiny started
Ans.- Indian Naval Mutiny started was February 18, 1946.
আরোও পোস্ট পড়ুন
- লেখ্যাগারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 8 Main Types of Archives
- লেখ্যাগারের কার্যাবলী আলোচনা | Function of Archives in History
- লেখ্যাগার বা মহাফেজখানা কাকে বলে | Archives in History
- সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো | 10 Importance of Museum
- সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো | 10 Museum Exhibition Policy
- সংগ্রহশালার কার্যাবলী আলোচনা | 8 Main Function of Museum