ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে ফোর্ট উইলিয়াম কলেজ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ফোর্ট উইলিয়াম কলেজ (Fort William College Quiz) প্রতিষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড থেকে আগত ব্রিটিশ কর্মচারীদের স্থানীয় ভাষায় শিক্ষা দানের জন্য।
ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর | Fort William College Quiz
ব্রিটিশ শাসনকালে ১৮০০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ ছিল বাংলা গদ্য সাহিত্যের বিকাশের অন্যতম কেন্দ্র। ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর (Fort William College Quiz) সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করা হল –
Q. কে কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
A. লর্ড কর্নওয়ালিস, 1809 সালে।
B. ওয়ারেন হেস্টিংস, 1803 সালে।
C. লর্ড ডালহৌসি 1802 সালে।
D. লর্ড ওয়েলেসলি 1800 সালে।
Q. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কোন শহরে?
A. মাদ্রাজ
B. দিল্লি
C. কলকাতা
D. বোম্বে
Q. ফোর্ট উইলিয়াম কলেজে কে উইলিয়াম কেরীকে বাংলা শিক্ষাদান করতেন
A. দীনবন্ধু মিত্র
B. মুনশি লালু লাল
C. রামরাম বসু
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Q. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন কোন বাঙালি?
a) চণ্ডীচরণ মুন্সি
b) রামরাম বসু
c) উইলিয়াম কেরী
d) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
Q. ফোর্ট উইলিয়াম কলেজের দুজন লেখকের নাম কি?
a) রামরাম বসু ও উইলিয়াম কেরী
b) রামমোহন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
c) রবীন্দ্রনাথ ও দীনবন্ধু মিত্র
d) উপরের কোনোটিই নয়।
Q. ফোর্ট উইলিয়ামের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
a) স্যার চার্লস আয়ার
b) লর্ড ওয়েলেসলি
c) জন গিলক্রাইস্ট
d) রামরাম বসু
Q. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক?
a) রাজা রামমোহন রায়
b) রামরাম বসু
c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
d) রবীন্দ্রনাথ ঠাকুর
Q. উইলিয়াম কেরি রচিত গ্রন্থের নাম কি?
a) হিতোপদেশ
b) কথোপকথন
c) রাজা প্রতাপাদিত্য চরিত্র
d) পঞ্চতন্ত্র
Q. ইতিহাসমালা কে রচনা করেছিলেন?
a) স্যার চার্লস আয়ার
b) লর্ড ওয়েলেসলি
c) জন গিলক্রাইস্ট
d) উইলিয়াম কেরী
Q. ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান উদ্দেশ্য কী ছিল?
a) স্থানীয় ভাষায় ব্রিটিশ অফিসারদের শিক্ষাদান
b) ব্রিটিশ সেনাবাহিনীর প্রশিক্ষণ
c) শিল্পকলা প্রচার
d) ভারতীয় সংস্কৃতি রক্ষা
Q. ফোর্ট উইলিয়াম কলেজে হিন্দুস্তানি ভাষার শিক্ষক কে ছিলেন?
A. জন গিলক্রাইস্ট
B. রামমোহন রায়
C. টমাস বেবিংটন
D. ডেভিড হেয়ার
Q. ফোর্ট উইলিয়াম কলেজের গ্রন্থ সংকলনে কে নেতৃত্ব দেন?
A. জন গিলক্রাইস্ট
B. জেমস মিল
C. উইলিয়াম হান্টার
D. হেনরি ডারাজ
Q. বাংলা গদ্য সাহিত্যের উত্থান শুরু হয় কোন প্রতিষ্ঠান থেকে?
A. প্রেসিডেন্সি কলেজ
B. কলকাতা বিশ্ববিদ্যালয়
C. ফোর্ট উইলিয়াম কলেজ
D. শান্তিনিকেতন
Q. নিচের কোনটি ফোর্ট উইলিয়াম কলেজের অবদান?
A. সাপ্তাহিক সংবাদপত্র
B. বাংলা ছাপাখানার আবিষ্কার
C. বাংলা গদ্যের মান উন্নয়ন
D. ইংরেজি সাহিত্য রচনা
Q. ফোর্ট উইলিয়াম কলেজ কোন ভাষায় অনুবাদমূলক কাজ শুরু করে?
A. ইংরেজি
B. বাংলা
C. সংস্কৃত
D. আরবি
Q. কোন কলেজ থেকে ‘সীতার বনবাস’ অনূদিত হয়েছিল?
A. কলকাতা বিশ্ববিদ্যালয়
B. শান্তিনিকেতন
C. ফোর্ট উইলিয়াম কলেজ
D. প্রেসিডেন্সি কলেজ
Q. ফোর্ট উইলিয়াম কলেজে মুদ্রণ ও অনুবাদের কাজ তদারকি করতেন কে?
A. উইলিয়াম কেরি
B. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
C. ডেভিড হেয়ার
D. উইলিয়াম হান্টার
তথ্যসূত্র | Sources
- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস (৩-৫ খন্ড)- সুকুমার সেন
- বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস- সজনীকান্ত দাস
- বাংলা সাহিত্যে গদ্য- সুকুমার সেন
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (৬-৯)- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
- বাংলা সাহিত্যের ইতিকথা (৩-৪)- ভূদেব চৌধুরী
- আধুনিক বাংলা কাব্য- তারাপদ মুখোপাধ্যায়
- উনিশ শতকের গীতিকাব্য- অরুণকুমার মুখোপাধ্যায়
- বাংলা সাময়িক পত্র- ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- রবীন্দ্রানুসারী কবিসমাজ- অরুণকুমার মুখোপাধ্যায়
- আমার কালের কয়েকজন কবি- জগদীশ ভট্টাচার্য
- রবীন্দ্রনাট্য পরিক্রমা- উপেন্দ্রনাথ ভট্টাচার্য
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর
- Fort William College Quiz and Answers
- Internet sources
প্রশ্ন – ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল
উত্তর – ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের স্থানীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা। যাতে তারা ব্রিটিশ সরকারের প্রশাসনিক কাজ দক্ষতার সাথে পরিচালনা করতে পারে।
আরোও পোস্ট পড়ুন
- ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর | Fort William College Quiz Question and Answers
- বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা | Vidyasagar Contribution to Bengali Literature
- বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের অবদান | Contribution of Serampore Mission to Bengali Prose
- বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান | Contribution of Fort William College Bengali Prose
- বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান | Raja Ram Mohan Roy in Prose Literature
ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন উত্তর | Fort William College Quiz and Answers সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।