স্বাধীন ভারতের উচ্চশিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে একটি অন্যতম সংস্থা হল ইউজিসি। অর্থাৎ ভারতে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলির মান উন্নয়নের ক্ষেত্রে UGC এর কার্যাবলী (Function of University Grants Commission) বিশেষ গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয় শিক্ষার গুনগত মানোন্নয়নের ক্ষেত্রে সার্জেন্ট কমিটির সুপারিশ অনুযায়ী 1945 সালে UGC গঠন করা হয়। কিন্তু স্বাধীন ভারতে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী ইউজিসি (UGC) -কে আরও শক্তিশালী করে গঠন করার সুপারিশ করা হয় এবং সেই অনুযায়ী উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়নে UGC গঠিত হয়।
UGC এর গঠন | University Grants Commission
স্বাধীনতার পর গঠিত উচ্চ শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী বৃটেনের ধাঁচে 28শে ডিসেম্বর, 1953 সালে UGC গঠন করা হয় এবং এটি 1956 সালে সংসদীয় আইন দ্বারা বিধিবদ্ধ সংস্থা হিসেবে পরিগণিত হয়।
UGC এর সদস্য কাঠামো
1956 সালের পার্লামেন্টের আইন অনুযায়ী UGC এর কমিশনের মধ্যে 9 জন সদস্য সংখ্যা অনুমোদন করা হয়। এই সদস্যদের মধ্যে –
i) মোট নয়জন সদস্যদের মধ্যে তিনজন সদস্য হবেন যেকোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,
ii) দুজন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং
iii) চারজন প্রখ্যাত শিক্ষাবিদ
তাছাড়া 1966 সালের UGC Act অনুযায়ী সদস্য সংখ্যা 9 জন থেকে বাড়িয়ে 12 জন করা হয়। এখানে একজন পূর্ণ সময়ের চেয়ারম্যান ছাড়াও একজন পূর্ণ সময়ে ভাইস চেয়ারম্যান রাখার ব্যবস্থা করা হয়।
UGC এর প্রধান কার্যালয় নতুন দিল্লিতে অবস্থিত। এটির ছয়টি আঞ্চলিক অফিস রয়েছে। সেগুলি হল – পুনে, ভূপাল, কলকাতা, হায়দ্রাবাদ, গুয়াহাটি এবং ব্যাঙ্গালোর
UGC এর পুরো নাম হল – University Grants Commission বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
একনজরে | UGC |
পুরো নাম | University Grants Commission বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
গঠনের সাল | 1953 সাল এবং 1956 সালে সংসদীয় আইন দ্বারা এটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে পরিগণিত হয়। |
আঞ্চলিক অফিস | ছয়টি। সেগুলি হল – পুনে, ভূপাল, কলকাতা, হায়দ্রাবাদ, গুয়াহাটি এবং ব্যাঙ্গালোর |
উদ্দেশ্য | i) উচ্চশিক্ষার মান উন্নয়ন, ii) গবেষণার মাধ্যমে শিক্ষার গুণগত মান বজায়, iii) কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে অনুমোদন দান। |
UGC এর কার্যাবলী | Function of University Grants Commission
উচ্চশিক্ষার গণগত মানোন্নয়নের ক্ষেত্রে UGC এর কার্যাবলী বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –
i) উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির অনুমোদন দান করা ও বাতিল করা UGC এর কার্যাবলীর মধ্যে অন্যতম।
ii) কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে আর্থিক সহায়তা দান করা। তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক প্রয়োজনীয়তা সম্পর্কে অনুসন্ধান করা।
iii) বিশ্ববিদ্যালয়গুলোকে অনুদান দেওয়া।
iv) বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিকাঠামগত উন্নতির জন্য পরামর্শ দেওয়া ও নজরদারি করা।
v) উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উন্নত মানের গ্রন্থাগারের জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য বা অনুদান দেওয়া।
vi) কোনো রাজ্যে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের জন্য অনুমোদন ও অনুদান দেওয়া।
vii) আর্থিক অনুদানের মাধ্যমে গবেষণার মানের উন্নতি করন। অর্থাৎ দেশে শিক্ষার্থীদের গবেষণার উৎসাহিত করনের জন্য বিভিন্ন বৃত্তির বা ফেলোশিপের ব্যবস্থা করা। যেমন – UGC NET পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) প্রদান।
viii) শিক্ষাক্ষেত্রে পরীক্ষাগার বা ল্যাবরেটরি, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ প্রভৃতির জন্য ইউজিসি বিশ্ববিদ্যালয় গুলিকে আর্থিক সহায়তা করে থাকে।
ix) শিক্ষকদের ফেলোশিপ এবং প্রজেক্ট দানের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগতমান বজায় রাখার ক্ষেত্রে UGC ভূমিকা অন্যতম।
x) বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান, পরীক্ষা এবং গবেষণার মান সমন্বয়, রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে UGC ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
xi) স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণার কাজে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা।
উপসংহার
পরিশেষে বলা যায়, ভারতবর্ষে উচ্চশিক্ষার গুণগত মান খুবই দরকার। সেই কারণে শিক্ষার গুণগত দিককে সঠিকভাবে বজায় রাখার ক্ষেত্রে UGC এর কার্যাবলী বিশেষ গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। অর্থাৎ উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমে দেশে মানবসম্পদের বিকাশের ক্ষেত্রে UGC ভূমিকা গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র (Sources)
- Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
- Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Internet sources
প্রশ্ন – UGC এর প্রথম চেয়ারম্যান কে?
উত্তর – UGC এর প্রথম চেয়ারম্যান হলেন শান্তি স্বরূপ ভাটনগর (Dr. Shanti Swarup Bhatnagar)।
প্রশ্ন – Ugc এর দুটি কাজ উল্লেখ করো
উত্তর – Ugc এর দুটি কাজ হল – ভারতবর্ষে উচ্চশিক্ষার গুণগতমান বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দান করা।
প্রশ্ন – Ugc এর পূর্ণরূপ কি?
উত্তর – Ugc এর পূর্ণরূপ University Grants Commission বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
প্রশ্ন – ইউজিসি এর পূর্ণরূপ কি?
উত্তর – ইউজিসি এর পূর্ণরূপ হল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
প্রশ্ন – ভারতে ইউজিসি এর আঞ্চলিক কেন্দ্র কয়টি?
উত্তর – ভারতে ইউজিসি এর আঞ্চলিক কেন্দ্র হল ছয়টি। সেগুলি হল – পুনে, ভূপাল, কলকাতা, হায়দ্রাবাদ, গুয়াহাটি এবং ব্যাঙ্গালোর।
প্রশ্ন – ইউজিসি কত সালে প্রতিষ্ঠিত হয়
উত্তর – রাধাকৃষ্ণন কমিশনের সুপারহিট অনুযায়ী ইউজিসি 1953 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1956 সালের সংসদীয় আইন দ্বারা এটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে পরিগণিত হয়।।
আরোও পোস্ট পড়ুন
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন | UGC এর গঠন ও কার্যাবলী | University Grants Commission
- NCTE এর কার্যাবলী আলোচনা করো | 10 Functions of NCTE
- DIET এর কার্যাবলী আলোচনা করো | 10 Functions of DIET
- SCERT এর কার্যাবলী আলোচনা করো | 10 Functions of SCERT
- NCERT গঠন ও কার্যাবলী আলোচনা | Structure and Functions of NCERT
- শিক্ষার সংজ্ঞা দাও | শিক্ষা কাকে বলে | 16 Definition of Education