ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মৌলিক অধিকার। মৌলিক অধিকার সাধারণত নাগরিকদের অধিকারকে বোঝায়। তাই ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার (Fundamental Rights) একটি গুরুত্বপূর্ণ দিক।
মৌলিক অধিকার
মৌলিক অধিকার হল এমন সকল প্রকার অধিকার গুলিকে বোঝায় যার মাধ্যমে জনগণের প্রাথমিক অধিকার গুলি বাস্তবায়িত হয়। এই মৌলিক অধিকার গুলি ভারতীয় সংবিধান কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত।
তাই মৌলিক অধিকার হল সংবিধান কর্তৃক সংরক্ষিত এবং লিপিবদ্ধ কতকগুলি মানব অধিকারকে বোঝায়। এই মৌলিক অধিকার গুলি নির্দিষ্ট দেশকেন্দ্রিক হয়ে থাকে। প্রতিটা গণতান্ত্রিক দেশের মৌলিক অধিকার পরিলক্ষিত হয়। এই মৌলিক অধিকারের প্রাথমিক উৎস হল সেই দেশের সংবিধান।
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | Fundamental Rights of the Indian Constitution
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণার উৎস হল আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান। ভারতীয় সংবিধানের পার্ট – III -র অন্তর্গত 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত মৌলিক অধিকারের বিষয় উল্লেখ করা হয়েছে।
১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধান যখন গৃহীত ও কার্যকরী হয় তখন ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7টি। কিন্তু পরবর্তীকালে ১৯৭৮ সালের ৪৪ তম সংবিধান সংশোধনের মাধ্যমে ‘সম্পত্তির অধিকার’ -কে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার থেকে বাদ দেয়া হয়েছে। তাই বর্তমানে ভারতের সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা হল 6টি।
আবার ২০০২ সালের ৮৬ তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21A নম্বর ধারায় ‘শিক্ষার অধিকার’ -কে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভারতের সংবিধানের মৌলিক অধিকার একটি ছকের মাধ্যমে দেখানো হল –
পার্ট বা অংশ – III, অনুচ্ছেদ বা ধারা 12-35 (Part – III, Article 12-35) | |
মৌলিক অধিকারসমূহ (Fundamental Rights) | ধারা বা অনুচ্ছেদ (Article) |
সাম্যের অধিকার (Right to Equality) | 14-18 নং ধারা (Articles 14-18) |
স্বাধীনতার অধিকার (Right to Freedom) | 19-22 নং ধারা (Articles 19-22) |
শোষণের বিরুদ্ধে অধিকার (Right Against Exploitation) | 23-24 নং ধারা (Articles 23-24) |
ধর্মীয় স্বাধীনতার অধিকার (Right to Freedom of Religion) | 25-28 নং ধারা (Articles 25-28) |
সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (Cultural & Educational Rights) | 29-30 নং ধারা (Articles 29-30) |
সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (Right to Constitutional Remedies) | 32ও 256 নং ধারা (Articles 32 and 256) |
1. সাম্যের অধিকার (14-18 নং ধারা)
সাম্যের অধিকার ভারতীয় গণতন্ত্রের একটি অপরিহার্য ভিত্তি। এটি দেশের সকল নাগরিকের জন্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করে এবং তাদের সমাজে সমানভাবে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে। এই অধিকার ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য।
ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারায় সাম্যের অধিকারগুলি স্বীকৃত হয়েছে।
2. স্বাধীনতার অধিকার (19-22 নং ধারা)
স্বাধীনতার অধিকার একটি গুরুত্বপূর্ণ অধিকার। স্বাধীনতার অধিকার গণতন্ত্রকে সার্থক করে তোলে। স্বাধীনতার অধিকার একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি। এই অধিকারগুলি ব্যক্তির মুক্তি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য।
ভারতীয় সংবিধানের 19 থেকে 22 নং ধারায় স্বাধীনতার অধিকারগুলি স্বীকৃত হয়েছে।
3. শোষণের বিরুদ্ধে অধিকার (23-24 নং ধারা)
শোষণের বিরুদ্ধে অধিকার হল ভারতের সংবিধানের একটি মৌলিক অধিকার, যা ব্যক্তিদের শোষণ থেকে রক্ষা করে। এটি ব্যক্তিদের মানসিক ও শারীরিক শোষণ থেকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত।
সংবিধানের রচয়িতাগণ ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে 23 থেকে 24 নং ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।
4. ধর্মীয় স্বাধীনতার অধিকার (25-28 নং ধারা)
ধর্মীয় স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার যা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত। ধর্মীয় স্বাধীনতার অধিকার হল ব্যক্তিগত বিশ্বাস, ধর্মীয় অনুশীলন এবং ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা।
ভারতীয় সংবিধানের 25 থেকে 28 নং ধারায় বর্ণিত হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার।
5. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (29-30 নং ধারা)
সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার হল মৌলিক মানবাধিকার যা প্রত্যেক ব্যক্তিকে তাদের নিজস্ব সংস্কৃতিতে অংশগ্রহণ করার এবং শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করে দেয়।
ভারতীয় সংবিধানের 29 থেকে 30 নং ধারায় বর্ণিত হয়েছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার।
6. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (32 ও 256 নং ধারা)
ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকারগুলি রক্ষার জন্য সাংবিধানিক প্রতিবিধানের অধিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার। ডঃ বি. আর. আম্বেদকর সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটিকে সাংবিধানের হৃদয় ও আত্মারুপে বর্ণনা করেছেন।
ভারতীয় সংবিধানের 32 থেকে 35 নং ধারায় বর্ণিত হয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।
উপসংহার
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গুলি ভারতের বসবাসকারী প্রতিটি ব্যক্তির বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী। তবে এগুলি অনেক সময় অবাধ বা অনিয়ন্ত্রিত নয়। তাই সাংবিধানের মধ্যে নাগরিকদের মৌলিক অধিকার সমূহকে লিপিবদ্ধ করা ও অধিকার গুলিকে রক্ষা করার জন্য আদালত এগিয়ে আসে।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Online Sources
প্রশ্ন – ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কয়টি
উত্তর – ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংবিধান যখন কার্যকরী হয় তখন সংখ্যা ছিল ৭টি। ১৯৭৮ সালের ৪৪ তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেয়া হয়। ফলে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হলো ৬টি। এছাড়া 2002 সালের ৮৬ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 21A ধারাটি মৌলিক অধিকারের তালিকায় অন্তর্ভুক্ত হয়।