ভারত তথা বিশ্বের ইতিহাসে হরপ্পা সভ্যতার আবিষ্কার এক নতুন দিগন্তে সূচনা করে। কারণ হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য (Characteristics of Harappan Civilization) গুলি ছিল একটি আধুনিক সভ্যতার মত সমতুল্য।
বিশিষ্ট ঐতিহাসিক দয়ারাম সাহানির প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে ১৯২১ সালে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। সিন্ধু নদের তীরে এই সভ্যতার বিস্তার করে উঠেছিল। তাই এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়ে থাকে। আধুনিক মতবাদ অনুসারে হরপ্পা সভ্যতা উত্তরের হিমালয় থেকে পশ্চিমের ইরান ও পাকিস্তান, দক্ষিণ উপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল।
হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য | Characteristics of Harappan Civilization
সুবিশাল হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। হরপ্পা সভ্যতা আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দো থেকে খ্রিস্টপূর্ব দেড় হাজার অব্দ পর্যন্ত সময়সীমাকে বিভিন্ন ঐতিহাসিকগণ মেনে নেন।
এই সভ্যতা ভারতের পূর্ব পশ্চিমে ১১০০ কিলোমিটারের বেশি এবং উত্তর দক্ষিণের ১৬০০ কিলোমিটারের বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক বিভিন্ন উপাদান বিশ্লেষণ করলে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –
1. নগরকেন্দ্রিক সভ্যতা
হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য হল এটি ছিল এক অতি উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা। মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবানগান, লোথাল প্রভৃতি নগরগুলি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং উন্নত প্রকৃতির।
হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান দিক হল প্রত্যেকটি নগর উঁচু দুর্গ দ্বারা বেষ্টিত ছিল। সাধারণত উঁচু ঢিবির উপর দুর্গ বানানো হতো। শাসক শ্রেণীর লোকেরা দুর্গের উপরে বসবাস করতেন আর নগর দুর্গের নিচে সাধারণ মানুষ বসবাস করতেন।
2. সারিবদ্ধ বাড়িঘর
হরপ্পা সভ্যতাতে নগর গুলিতে বাড়ি ছিল পোড়া ইটের তৈরি। অর্থাৎ রাস্তার উপর সারিবদ্ধ ভাবে বাড়িঘর নির্মিত হতো। সাধারণ মানুষের জন্য একতলা বা দোতালা টাইপের ছোট ছোট বাড়ি ছিল। আর উঁচু শ্রেণীর মানুষের জন্য বাড়িগুলি বৃহৎ প্রাসাদ প্রকৃতির হয়ে থাকে।
তাছাড়া প্রতিটি বাড়িতে কয়েকটি কক্ষ, স্নানাগার, কূপ, শস্যাগার, আঙিনা বা খোলা উঠান, সিঁড়ি, নর্দমার ব্যবস্থা প্রভৃতি ছিল। সাধারণত এই সমস্ত বাড়িগুলি প্রাচীর দিয়ে ঘেরা থাকতো।
3. রাস্তাঘাট
হরপ্পা সভ্যতা রাস্তাঘাট ছিল অনেকটা উন্নত প্রকৃতির। অর্থাৎ দুর্গের নিচে প্রায় দেড় কিলোমিটার অন্তর জুড়ে প্রকৃত শহর বিস্তৃত ছিল এবং রাস্তাঘাট ছিল সোজা ও চওড়া প্রকৃতির।
প্রতিটি শহরের চারিদিকে চওড়া রাজপথ দ্বারা কয়েকটি অংশে বিভক্ত ছিল। সাধারণত তিন মিটার থেকে ১০ মিটার চওড়া এই রাজপথ গুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এর সমান্তরাল হবে বিস্তৃত ছিল। এছাড়া যাতায়াতের জন্য ছোট ছোট গলি পথগুলিও বড় মূল রাস্তার সঙ্গে সংযুক্ত ছিল।
4. শস্যাগার
হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য হল বৃহৎ শস্যাগার। অর্থাৎ হরপ্পা সভ্যতার মানুষেরা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করত। হরপ্পা একটি বিশাল আবিষ্কৃত হয়েছে। যার আয়তন হল ২০০x১৫০ ফুট।
ঐতিহাসিক ব্যাসামের মতে – হরপ্পা সভ্যতার শসাগারটি আধুনিক রাষ্ট্রীয় ব্যাংকের অনুরূপ ছিল। শস্যাগারের কাছে প্রাপ্ত উঁচু মঞ্চ থেকে বোঝা যায় দিয়ে সেখানে শস্য ঝাড়াই মারাই করা হতো।
5. উন্নত পয়ঃপ্রণালী
হরপ্পা সভ্যতার উন্নত পয়ঃপ্রণালী এই সভ্যতার বৈশিষ্ট্য গুলিকে তুলে ধরে। অর্থাৎ এই সভ্যতার নগরগুলিতে জল নিষ্কাশন ব্যবস্থা ছিল উন্নত ধরনের। প্রতিটি বাড়ি থেকে জমানো জল বের করার জন্য মূলত পয়ঃপ্রণালী ব্যবহার করা হতো।
তাছাড়া রাস্তার পাশে তৈরি করা নর্দমা গুলি নোংরা জল ও আবর্জনা আটকানোর জন্য ব্যবহার করা হতো। তাই ঐতিহাসিক কোশাম্বি বলেছেন – আধুনিক কালের পূর্বে এই ধরনের পয়ঃপ্রণালী হরপ্পা সভ্যতা ছাড়া আর কোথাও ছিল না।
উপসংহার
সরাসরি বলা যায়, হরপ্পা সভ্যতার আধিবাসীদের সামগ্রিক জীবনযাত্রা ছিল বেশ উন্নত প্রকৃতির। রাস্তাঘাট, ঘরবাড়ি, উন্নত পয়ঃপ্রণালী, স্নানাগার, শস্যাগার প্রভৃতি বৈশিষ্ট্য গুলি হরপ্পা সভ্যতাকে অন্যান্য সভ্যতার থেকে অনন্য করে তুলেছে। তাই পরিকল্পনা যুক্ত জীবনধারণের রীতিনীতি হরপ্পা সভ্যতাকে আধুনিক সভ্যতার সমতুল্য হিসেবে বিবেচনা করা যায়।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Online Sources
প্রশ্ন – হরপ্পা সভ্যতার বিশেষত্ব কি ছিল?
উত্তর – হরপ্পা সভ্যতার বিশেষত্ব ছিল এটি নগরকেন্দ্রিক সভ্যতা। অর্থাৎ এই সভ্যতায় বসবাসকারী মানুষের জীবনযাত্রা ছিল অনেকটা উন্নত প্রকৃতির। এই সভ্যতা রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর সবই আধুনিক জীবনযাত্রার পরিচয় বহন করে।
প্রশ্ন – হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য কি?
উত্তর – হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য হল – নগর কেন্দ্রিকতা, উন্নত পইয়ঃপ্রণালী, উন্নত রাস্তাঘাট, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা-বাণিজ্য ।
Which of the following were characteristics of the Harappan civilization? Choose the three correct
A. Producers of wool clothing
B. houses used indoor plumbing
C. created the first system of writing in India
D. influenced by Egyptian religious practices
E. cities established along the Ganges River
F. created a system of weights and measures
Ans. – B, C and F
আরোও পোস্ট পড়ুন
- লেখ্যাগারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 8 Main Types of Archives
- লেখ্যাগারের কার্যাবলী আলোচনা | Function of Archives in History
- লেখ্যাগার বা মহাফেজখানা কাকে বলে | Archives in History
- সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো | 10 Importance of Museum
- সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো | 10 Museum Exhibition Policy
- সংগ্রহশালার কার্যাবলী আলোচনা | 8 Main Function of Museum