সংগ্রহশালাতে কেবলমাত্র বিভিন্ন বস্তু সংগৃহীত থাকে না, বরং সংগ্রহশালার কার্যাবলী ব্যাপক ও বৃহৎ। সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির সাথে সাথে বর্তমানে সংগ্রহশালার কার্যাবলী (Function of Museum) বৃদ্ধি পেয়েছে।
সংগ্রহশালার কার্যাবলী | Function of Museum
বর্তমানে সারা বিশ্বজুড়ে সংগ্রহশালা বা জাদুঘরের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে বৃদ্ধি পেয়েছে সামাজিক দায়-দায়িত্ব। সংগ্রহশালা কেবলমাত্র প্রাচীনকালে বস্তু সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সংগ্রহশালার কার্যাবলী বর্তমানে বৃদ্ধি পেয়েছে। সংগ্রহশালা একদিকে যেমন বিভিন্ন বস্তু সামগ্রিক সংরক্ষণ করে অপরদিকে সামাজিক উন্নয়নে সংগ্রহশালা বিশেষ ভূমিকা পালন করে।
Function of Museum in Points
সংগ্রহশালার কার্যাবলী আলোচনা করলে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
1. সংগ্রহ
যেকোনো সংগ্রহশালা গড়ে তোলার প্রথম ধাপ হল বিভিন্ন বস্তু সংগ্রহ এবং সেগুলি লিপিবদ্ধকরণ। তাই বস্তু ছাড়া সংগ্রহ ছাড়া একক কোন অস্তিত্ব নেই। অতীত কাল থেকে মূল্যবান ও ঐতিহ্যশালী বস্তু সংগ্রহ করে সেগুলিকে লিপিবদ্ধকরণ করাই হলো সংগ্রহশালা অন্যতম কার্যাবলী। সংগ্রহশালায় অবস্থিত বিভিন্ন বস্তু সংগ্রহের বিভিন্ন উপায় রয়েছে। সেগুলি হল –
i) দানের মাধ্যমে সংগ্রহ
ii) ক্রয়ের মাধ্যমে সংগ্রহ
iii) কোনো স্থান থেকে সংগ্রহের মাধ্যমে সংগ্রহ
iv) বিনিময়ের মাধ্যমে সংগ্রহ ও
v) উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত বস্তু সামগ্রী সংগ্রহ
2. লিপিবদ্ধকরণ
লিপিবদ্ধকরণ হল সংগ্রহকৃত বস্তু বা সামগ্রী নথি বা রেকর্ড রাখা। তাই প্রদর্শন যদি কোন সংগ্রহশালা মুখমন্ডল হয় তবে লিপিবদ্ধকরণ হলো সংগ্রহশালা মস্তিষ্ক। লিপিবদ্ধকরণের মাধ্যমে শুধুমাত্র বস্তুর নথি থাকেনা। বরং সংগ্রহশালা থেকে সংগৃহীত বস্তু ও বস্তু তথ্যের আদান-প্রদান সম্পর্কে সমস্ত তথ্য নিয়ন্ত্রণ করে। সংগ্রহশালায় বস্তু সামগ্রী লিপিবদ্ধকরনের গুরুত্ব হল –
i) বস্তুর পরিচিতি সম্পর্কে ধারণা প্রদান,
ii) মালিকানার প্রমাণ
iii) প্রস্তুতির অবস্থান জানা,
iv) তথ্যের সংযোজন বা উন্নয়ন ঘটানো প্রভৃতি।
3. সংরক্ষণ
কোনো বস্তু বা নমুনার সংরক্ষণ বা পুনরুদ্ধারের জন্য সংগ্রহশালা নজর রাখে। অর্থাৎ সংগ্রহশালা প্রধান লক্ষ্য বা কার্যাবলী হল সংগৃহীত বস্তুটিকে সংরক্ষিত রাখা। তাছাড়া সংরক্ষণ পদ্ধতি লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণের সময় আসল বস্তুর মধ্যে যে পরিবর্তন ঘটে, সেদিকে সংগ্রহশালা গুরুত্ব আরোপ করে।
এছাড়া সংগ্রহশালায় সংগৃহীত বস্তুর যথাযথ যত্ন সংক্রান্ত পেশাগত দায়িত্ব এমন ব্যক্তিকে প্রদান করা হয়, যার ওই বিষয়ে জ্ঞান, দক্ষতা এবং পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে।
4. গবেষণা
সংগ্রহশালায় সংগৃহীত বস্তু তা সামগ্রী কোন সময়ের বা কতটা প্রাচীন তার গুরুত্ব কতখানি সেগুলি সম্পর্কে জানার জন্য ধারাবাহিকভাবে গবেষণা কার্য সম্পাদিত হয়। তাছাড়া সংগ্রহশালা বিভিন্ন বস্তু নিয়ে ইতিহাস, প্রত্নতত্ত্ব, সংগ্রহশালাবিদ্যা, নৃতত্ত্ব প্রভৃতি বিষয়ের ছাত্রছাত্রীরা নিরন্তর গবেষণা করেন। গবেষণার ফলে সংগ্রহশালায় সংগৃহীতবস্তুটি সম্পর্কে বিশদ জানা যায় যা বর্তমান সমাজে বিশেষ প্রভাব ফেলতে পারে।
5. প্রদর্শন
সংগ্রহশালা সংগৃহীত বস্তুগুলি কেবলমাত্র সংরক্ষিত থাকে না, এটি বিভিন্ন প্রদর্শনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হয়। যাতে সাধারণ জনগণ থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ বিশেষ জ্ঞান লাভ করতে পারেন। সংগ্রহশালায় বিভিন্ন ধরনের প্রদর্শনীর ব্যবস্থা থাকে। যেমন – সাময়িক প্রদর্শন এবং স্থায়ী প্রদর্শন।
6. প্রকাশনা
সংগ্রহশালার একটি অন্যতম কার্যাবলী হল বিভিন্ন সংগৃহীত বস্তু সম্পর্কিত বিষয় নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশনা করা। এক্ষেত্রে বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন প্রভৃতিতে সংগৃহীত বস্তু সামগ্রী নিয়ে বিশদে প্রকাশনা করা হয়ে থাকে।
7. জীবন্ত প্রাণীকে সুরক্ষিত রাখা
সংগ্রহশালা সংগৃহীত জীবন্ত প্রাণীগুলিকে সুরক্ষিত রাখা সংগ্রহশালা অন্যতম কাজ। অর্থাৎ যে সমস্ত সংগ্রহশালায় জীবন্ত প্রাণীদের রাখা হয় সেখানে তাদের স্বাস্থ্য এবং দেখাশোনার উপর নজর রাখা হয় এবং সেখানকার নিয়ম কানুন পশু বিশেষজ্ঞ দ্বারা তৈরি হয়. তাছাড়া প্রাণী, সংগ্রহশালার কর্মী এবং দর্শকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা সংগ্রহশালার গুরুত্বপূর্ণ কার্যাবলী।
8. বিপর্যয় থেকে রক্ষা
সংগ্রহশালায় কেবলমাত্র বস্তুগুলি সংরক্ষণ করে রাখা হয় তা নয় বরং সেগুলি বিভিন্ন বিপর্যয় থেকে যাতে রক্ষা পায় তার যথাযথ ব্যবস্থা করে সংগ্রহশালা। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, চুরি, আগুন লাগা, পরিকাঠামগত দিক থেকে সুরক্ষা প্রভৃতি থেকে সংগৃহীত বস্তুগুলি রক্ষা করা সংগ্রহশালার অন্যতম কাজ। তাই সংগ্রহশালার মধ্যে কঠোর নিয়ম-শৃঙ্খলা রক্ষা করা আবশ্যিক।
উপসংহার
সর্বোপরি বলা যায়, সংগ্রহশালার মাধ্যমে যেমন কোন বস্তুকে বা বস্তু সামগ্রিকের সংরক্ষণ করে রাখা যায়, তেমনি সংগ্রহশালা থেকে মানবজাতির সহ সমস্ত প্রাণী ও উদ্ভিদ কুলের অতীত ইতিহাস জানা, বোঝা ও গবেষণা ও সর্বসমক্ষে বা জনগণের সামনে প্রদর্শন করা যায়। আবার সামাজিক দায়-দায়িত্ব পালনেও সংগ্রহশালা বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সংগ্রহশালার কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংগ্রহশালার কার্যাবলী ব্যাপক প্রকৃতির।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Function of Museum in India
- Online Sources
প্রশ্ন – জাদুঘরের পাঁচটি উদ্দেশ্য কি কি?
উত্তর – সংগ্রহশালা বা জাদুঘরের পাঁচটি উদ্দেশ্য হল – সংরক্ষণ, প্রদর্শন, যোগাযোগ স্থাপন, গবেষণা এবং সামাজিক উন্নয়ন।
প্রশ্ন – সংগ্রহশালার দুটি কার্যাবলী লেখো
উত্তর – সংগ্রহশালা দুটি অন্যতম কার্যাবলী হল সংরক্ষণ এবং প্রদর্শন।
আরোও পোস্ট পড়ুন
- লেখ্যাগারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 8 Main Types of Archives
- লেখ্যাগারের কার্যাবলী আলোচনা | Function of Archives in History
- লেখ্যাগার বা মহাফেজখানা কাকে বলে | Archives in History
- সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো | 10 Importance of Museum
- সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো | 10 Museum Exhibition Policy
- সংগ্রহশালার কার্যাবলী আলোচনা | 8 Main Function of Museum