সংগ্রহশালা মানুষের কাছে তথা সমাজে পরিচিত হয় তার প্রদর্শনের জন্য। তাই কেবলমাত্র বস্তু সামগ্রী সংরক্ষণ নয় বরং সংগ্রহশালার প্রদর্শন নীতি (Museum Exhibition Policy) বিশেষ তাৎপর্যপূর্ণ।
সংগ্রহশালার প্রদর্শন নীতি | Museum Exhibition Policy
সংগ্রহশালা কেবলমাত্র সংগৃহীত বস্তু সামগ্রী সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সংগ্রহশালার মধ্যে সংগৃহীত বস্তু সামগ্রী জনগণের কাছে প্রদর্শনের মাধ্যমে সংগ্রহশালার ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় থাকে। সাধারণত সপ্তদশ শতকের শেষ দিকে বিভিন্ন সংগ্রহশালা তাদের সংগৃহীত বস্তু সামগ্রী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে। এক্ষেত্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আসমোলিয়ান উজিয়াম ছিল অন্যতম।
সারা বিশ্বে অবস্থিত বিভিন্ন সংগ্রহশালা তাদের বস্তু সামগ্রী দর্শকদের কাছে আকর্ষণীয় করার জন্য যতটা সম্ভব সুন্দরভাবে ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে থাকে। অর্থাৎ সংগ্রহশালার মধ্যে অবস্থিত বা সংগৃহীত বস্তু সামগ্রিক প্রদর্শনের জন্য উপযুক্ত নীতি গ্রহণ করা হয়ে থাকে।
সাধারণত সংগ্রহশালায় সংগৃহীত বস্তু সামগ্রী দুই ভাবে প্রদর্শন করা হয়, যথা –
i) স্থায়ী প্রদর্শন – এক্ষেত্রে সংগ্রহশালার নির্দিষ্ট কক্ষে (গ্যালারি) সংগৃহীত বস্তুর বিষয়ে অনুযায়ী সাজানো থাকে। দর্শকদের কাছে স্থায়ীভাবে প্রদর্শিত হয়।
ii) অস্থায়ী প্রদর্শন – অনেক সময় সংগ্রহশালায় সংগৃহীত বস্তু সামগ্রী একটি নির্দিষ্ট সময়ে বা কয়েকদিনের জন্য দর্শকদের সামনে উন্মুক্ত করে দেয়া হয়। একে অস্থায়ী প্রদর্শন বলে। যেমন – ১৯ শে নভেম্বর থেকে ২৫ শে নভেম্বর পর্যন্ত প্রতিবছর হেরিটেজ সপ্তাহ পালন করার মাধ্যমে সংগ্রহশালার সংগৃহীত বস্তুসামগ্রি সমূহ দর্শক বা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে প্রদর্শন করা হয়।
সাধারণভাবে সংগ্রহশালায় সংগৃহীত সামগ্রী স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে প্রদর্শিত হোক না কেন তা বিভিন্ন নিয়ম কানুন মধ্য দিয়ে সম্পন্ন হয়। অর্থাৎ সংগ্রহশালার প্রদর্শন নীতি বিদ্যমান। এগুলি এখানে আলোচনা করা হল –
1. প্রদর্শন পরিকল্পনা
সংগ্রহশালা সংগৃহীত বস্তু সামগ্রিক প্রদর্শনের জন্য উপযুক্ত প্রদর্শন পরিকল্পনা ও রুপায়ন করা জরুরী। তা না হলে তা দর্শকদের কাছে দর্শনযোগ্য হয়ে উঠবে না। তাই উপযুক্ত পরিকল্পনা ও তার বাস্তব রূপায়ণের মাধ্যমে সংগ্রহশালার প্রদর্শন করা হয়ে থাকে। সংগ্রহশালার প্রদর্শন পরিকল্পনার জন্য যে সমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়, সেগুলি হল –
ক) প্রদর্শন দল নির্বাচন
সংগ্রহশালা স্থায়ী বা অস্থায়ী যেকোনো প্রদর্শনী করার পূর্বে প্রথমে সংগ্রহশালার পরিচালন সমিতি বিভিন্ন সদস্যদের নিয়ে একটি দল গঠন করবেন। এই দলে কিউরেটর, সংরক্ষক, শিক্ষা বিশেষজ্ঞ, নিরাপত্তা অফিসার, পরিকল্পনাকারী ইঞ্জিনিয়ার, জনসংযোগ আধিকারি প্রভৃতি ব্যক্তিগণ থাকবে। এই দলের সমস্ত ব্যক্তিগণ তাদের নিজে নিজে দায়িত্ব পালনের মাধ্যমে সংগ্রহশালার প্রদর্শনীকে আরও আকর্ষণীয়ভাবে দর্শকের সামনে তুলে ধরতে পারবে।
খ) বাজেট তৈরীর নীতি
সংগ্রহশালার প্রদর্শন নীতি (Museum Exhibition Policy)-র মধ্যে অন্যতম হল বাজেট তৈরি করা। অর্থাৎ যে কোনো .৩প্রদর্শন সে স্থায়ী বা অস্থায়ী হোক না কেন বা বৃহৎ বা ক্ষুদ্র হোক না কেন তা বাস্তবায়িত করার ক্ষেত্রে অর্থ বা বাজেটের প্রয়োজন হয়। সংগ্রহশালা প্রদর্শনীর ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে বাজেট বরাদ্দ করতে হয় তা হল –
i) অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক
ii) প্রদর্শনের জন্য আসবাবপত্র বানানো বা ভাড়া খরচ,
iii) প্রদর্শনের জন্য লেবেল, আলোর ব্যবস্থা, কক্ষ সাজানো, বস্তু সংরক্ষণের উপকরণ প্রভৃতির জন্য ব্যয়,
iv) প্রদর্শনের জন্য বিজ্ঞাপন খরচ ও অন্যান্য খরচ প্রভৃতি।
গ) প্রদর্শনের নকশা তৈরির নীতি
সংগ্রহশালার প্রদর্শন নীতি গুলির মধ্যে অন্যতম হল প্রদর্শনের নকশা তৈরীর নীতি। অর্থাৎ প্রদর্শনের বিষয়, প্রদর্শিত বস্তু, লেবেল, বাজেট প্রভৃতির উপর ভিত্তি করে প্রদর্শনের উপযুক্ত নকশা তৈরি করার প্রতি গুরুত্ব আরোপ করতে হয়। প্রদর্শনের নকশা অবশ্যই বিভিন্ন বিশেষজ্ঞদের দ্বারা প্রস্তুত করা প্রয়োজন। গ্যালারি বা প্রদর্শন কক্ষের নকশার জন্য যে সমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হয় সেগুলি হল –
i) প্রদর্শন কক্ষে দর্শনার্থীদের চলাফেরার উপযুক্ত জায়গা নির্বাচন,
ii) প্রদর্শন কক্ষে বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তিদের বসার উপযুক্ত জায়গা ব্যবস্থা করা,
iii) প্রদর্শন কক্ষে প্রবেশের এবং বাহির হওয়ার জন্য উপযুক্ত স্থানে দরজার ব্যবস্থা,
iv) প্রদর্শন কক্ষের সুরক্ষা ব্যবস্থা ও সেই সম্পর্কিত নকশা তৈরি এবং উপযুক্ত স্থানে প্রদর্শনের বস্তু সামগ্রী রাখা প্রভৃতি।
ঘ) দর্শক ও প্রদর্শনের বস্তু নির্বাচনের নীতি
সংগ্রহশালার প্রদর্শন নীতি গুলির মধ্যে আরেকটি অন্যতম নীতি হল দর্শক ও প্রদর্শনের বস্তু নির্বাচন। কারণ দর্শক অনুযায়ী প্রদর্শনের বস্তু নির্বাচন করা জরুরী। অর্থাৎ দর্শক যদি শিশু হয় তাহলে তাদের জন্য বিভিন্ন সৃজনশীল প্রদর্শনী বা শিশুর মনের বিকাশের জন্য যে সমস্ত বস্তু রয়েছে সেগুলো প্রদর্শনী করা জরুরী। আবার প্রাপ্তবয়স্ক বা বয়স্ক মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে।
2. সংগ্রহশালার প্রদর্শন রূপায়ণ
সংগ্রহশালায় সংগৃহীত বস্তুগুলির প্রদর্শনের উপযুক্ত পরিকল্পনা গ্রহণের পর উপযুক্ত নকশা অনুযায়ী প্রদর্শন রূপায়ণ বা বাস্তবায়ন করা হয়। এক্ষেত্রে বস্তু সামগ্রী গুলি দর্শকদের সামনে উপস্থাপনের জন্য পরিপাটি করে সাজানো হয়। অর্থাৎ ধাপে ধাপে আসবাবপত্র, বস্তুর উপস্থাপন, আলোর ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা প্রভৃতির প্রতি গুরুত্ব আরোপ করা হয়। সংগ্রহশালার প্রদর্শন নীতির অন্তর্গত প্রদর্শন রূপায়ণের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব আরোপিত হয়, সেগুলি হল –
ক) সংগৃহীত বস্তুর উপস্থাপন
সংগ্রহশালা প্রদর্শনীর ক্ষেত্রে সংগৃহীত বস্তুগুলি বিভিন্নভাবে উপস্থাপন করা হয়ে থাকে। অর্থাৎ দর্শকদের অধিক মনোযোগী করার জন্য সংগৃহীত বস্তুগুলির উপস্থাপন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে স্থির উপস্থাপন বা গতিশীল উপস্থাপন পদ্ধতির সাহায্য নেওয়া হয়ে থাকে। অর্থাৎ সংগৃহীত বস্তুগুলির ধরন অনুযায়ী উপস্থাপন ও ভিন্ন প্রকৃতির হয়ে থাকে।
খ) বস্তুর লেবেল করা
সংগ্রহশালার প্রদর্শন নীতিগুলির মধ্যে একটি অন্যতম দিক হল সংগৃহীত বস্তুগুলির উপযুক্ত লেবেল করা। অর্থাৎ সংগ্রহশালা বেশিরভাগ দর্শক বস্তুর লেবেল থেকে বস্তু সম্পর্কে পরিচিতি লাভ করতে পারে এবং বস্তু সম্বন্ধীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। এই লেবেল বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। যেমন – প্রারম্ভিক লেবেল, বিভাগীয় লেবেল এবং বস্তু লেবেল।
গ) প্রদর্শন কক্ষে যথাযথ আলোর ব্যবস্থা
সংগ্রহশালার প্রদর্শনীর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় বিষয় হল প্রদর্শন কক্ষে যথাযথ আলোর ব্যবস্থা করা। অর্থাৎ দর্শকদের সুবিধা অনুযায়ী প্রদর্শন কক্ষে কোথাও উজ্জ্বল আলো আবার কোথাও কম উজ্জ্বল আলোর ব্যবহার সংগ্রহশালা প্রদর্শনীকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তোলে। তাই প্রদর্শন কক্ষে আলো দুটি উদ্দেশ্যে ব্যবহার করা হয় –
i) প্রদর্শন কক্ষে দর্শকদের ঘোরাফেরার জন্য যথাযথ আলো এবং
ii) প্রদর্শিত বস্তুগুলিকে ভালোভাবে দর্শন করার জন্য উপযুক্ত আলো।
প্রদর্শন কক্ষে যে আলো ব্যবহার করা হয় সেটি প্রাকৃতিক ও কৃত্রিম আলো হতে পারে। তবে প্রাকৃতিক আলো প্রদর্শনের সঙ্গে বস্তুগুলিকে অনেক বেশি সুরক্ষিত রাখে এবং দর্শকরা দীর্ঘক্ষন দেখলে তাদের চোখে কোনো ক্লান্তি অনুভব হয় না। তাই যথাযথ প্রদর্শনীর জন্য আলো একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ঘ) প্রদর্শন কক্ষের সুরক্ষা
প্রতিটি সংগ্রহশালায় সুরক্ষা নীতিটি বিশেষ গুরুত্ব পায়। অর্থাৎ সংগ্রহশালায় বহুমূল্য ও দুষ্প্রাপ্য বিভিন্ন বস্তু সামগ্রী থাকে। তাই সংগ্রহশালার প্রদর্শন কক্ষে নিরাপত্তা রক্ষা করা জরুরী। কেবলমাত্র বস্তু সামগ্রী নষ্ট বা চুরি হওয়া নয় পাশাপাশি দর্শকদের ও সুরক্ষার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রদর্শন কক্ষের সুরক্ষার জন্য যে সমস্ত নীতি গৃহীত হয়, তার মধ্যে অন্যতম হল –
i) প্রতিটি কক্ষের জন্য নিরাপত্তা রক্ষী থাকা অবস্থায়
ii) সংগ্রহশালার মধ্যে অগ্নি নির্বাপক যন্ত্র ও ধোঁয়া নির্ণায়ক যন্ত্র বসানো।
iii) সমগ্র সংগ্রহশালাটিকে সিসিটিভির মধ্যে বা গোপন ক্যামেরার মধ্যে নজরবন্দি করে রাখা বিশেষ প্রয়োজন।
iv) প্রদর্শন কক্ষে দর্শকদের ধূমপান করা ও ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত।
v) প্রদর্শন কক্ষে বিভিন্ন বস্তু সামগ্রীতে যাতে দর্শকগণ হাত দিতে না পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা জরুরী।
উপসংহার
পরিশেষে বলা যায়, সংগ্রহশালা সংগৃহীত বস্তু সামগ্রী অমূল্য বা দুষ্প্রাপ্ত প্রকৃতির হয়ে থাকে। তাই দর্শকদের সামনে প্রদর্শনের জন্য অনেক নিয়ম-শৃঙ্খলা ও কঠোর নিয়ম নীতির এবং বিশেষ সুরক্ষার দিকটি গ্রহণ করতে হয়। কারণ এই সমস্ত বস্তু সামগ্রী চুরি হওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই জাতীয় সম্পদ হিসেবে সংগ্রহশালা সংগৃহীত বস্তু সামগ্রীগুলির প্রদর্শনের বা সংগ্রহশালার প্রদর্শন নীতি গুলি বিশেষভাবে গুরুত্বের সহিত বিবেচনা করা উচিত।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Museum Exhibition Policy
- Online Sources
প্রশ্ন – সংগ্রহশালার প্রদর্শন কয় প্রকার ও কি কি
উত্তর – সংগ্রহশালার প্রদর্শন দুই প্রকার। অর্থাৎ সংগ্রহশালায় সংগৃহীত বস্তু সামগ্রী দুই ভাবে প্রদর্শন করা হয়, যথা –
i) স্থায়ী প্রদর্শন – সংগ্রহশালার নির্দিষ্ট কক্ষে (গ্যালারি) সংগৃহীত বস্তুর বিষয়ে অনুযায়ী সাজানো থাকে। দর্শকদের কাছে স্থায়ীভাবে প্রদর্শিত হয়।
ii) অস্থায়ী প্রদর্শন – সংগ্রহশালায় সংগৃহীত বস্তু সামগ্রী একটি নির্দিষ্ট সময়ে বা কয়েকদিনের জন্য দর্শকদের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়। একে অস্থায়ী প্রদর্শন বলে। যেমন – ১৯ শে নভেম্বর থেকে ২৫ শে নভেম্বর পর্যন্ত প্রতিবছর হেরিটেজ সপ্তাহ পালন করার মাধ্যমে সংগ্রহশালার সংগৃহীত বস্তুসামগ্রিসমূহ দর্শক বা ছাত্র-ছাত্রীদের কাছে প্রদর্শন করা হয়।
আরোও পোস্ট পড়ুন
- লেখ্যাগারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 8 Main Types of Archives
- লেখ্যাগারের কার্যাবলী আলোচনা | Function of Archives in History
- লেখ্যাগার বা মহাফেজখানা কাকে বলে | Archives in History
- সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো | 10 Importance of Museum
- সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো | 10 Museum Exhibition Policy
- সংগ্রহশালার কার্যাবলী আলোচনা | 8 Main Function of Museum