মানব সভ্যতার সূচনাকাল বা ইতিহাস সব থেকে বেশি সময়কালের হল প্রাচীন প্রস্তর যুগের ইতিহাস। তাই প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য (Characteristics of the Paleolithic Era) অনেক বেশি বৈচিত্র্যময় ও রহস্যজনক।
ঐতিহাসিকবিদগণ প্রাচীন প্রস্তর যুগকে বা প্যালিওলিথিক যুগকে প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্যায় হিসাবেও গণ্য করে থাকেন। পৃথিবীতে মানব সভ্যতার সূচনা কাল থেকে ইতিহাসের লিখিত প্রামাণ্য গ্রন্থের পূর্বকাল বা আগে পর্যন্ত যুগকে প্রধানত প্রাচীন প্রস্তর যুগ বলা হয়ে থাকে।
প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য | Characteristics of the Paleolithic Era
মানব সভ্যতার ইতিহাস তিনটি যুগের পরিপেক্ষিতে গঠিত হয়েছে। এগুলি হল –
i) প্রাচীন প্রস্তর যুগ,
ii) মধ্য প্রস্তর যুগ এবং
iii) নব্য প্রস্তর যুগ।
পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল সব থেকে বেশি। আনুমানিক প্রায় ৩০ লক্ষ বছর পূর্বে এই যুগের সূচনা হয় এবং যিশুখ্রিস্টের জন্মের প্রায় দশ হাজার থেকে আট হাজার বছর পূর্বে প্রাচীন প্রস্তর যুগের অবসান ঘটে।
প্রাচীন প্রস্তর যুগকে ঐতিহাসিকবিদগণ আবার তিনটি ভাগে ভাগ করে থাকেন। সেগুলি হল –
- নিম্ন পুরা প্রস্তর যুগ,
- মধ্য পুরা প্রস্তর যুগ ও
- উচ্চ পুরা প্রস্তর যুগ
Paleolithic Era
প্রাচীন প্রস্তর যুগের ইতিহাস বিশ্লেষণ করলে বিভিন্ন বিষয় পরিলক্ষিত হয়। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য বা প্যালিওলিথিক যুগের বৈশিষ্ট্য যে সমস্ত দিক থেকে বিদ্যমান সেগুলি হল, নিম্নলিখিত –
1. মানবজাতির উদ্ভব
প্রাচীন প্রস্তর যুগে মানুষের মধ্যে মানবজাতিগত বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন এই যুগে পিঙ্কিং মানব, জাভা মানব প্রভৃতি মানবজাতির অস্তিত্ব পরিলক্ষিত হয়। বিভিন্ন ঐতিহাসিক এই ধরনের মানুষের পর্যায়কে ‘বন্যদশা’ হিসাবে গণ্য করেন। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা বনে জঙ্গলে জীবিকা নির্বাহ করত। তাই তাদের জীবনযাত্রা ছিল বন্য প্রকৃতির।
2. খাদ্যাভ্যাস
প্রাচীন প্রস্তর যুগের মানুষের খাদ্যাভ্যাস ছিল প্রকৃতি কেন্দ্র করে। এ যুগের মানুষেরা বিভিন্ন পশু পাখির মাংস, নদীর মাছ, জঙ্গলের ফলমূল প্রভৃতি খেয়ে জীবনধারণ করতো।
প্রাচীন প্রস্তর যুগে আগুনের ব্যবহার ছিল না বা মানুষ জানতো না। তাই তারা কাঁচা মাংস খেত। কখনো কখনো কোনো এলাকায় খাদ্য ঘাটতি দেখা দিলে তখন তারা সেই এলাকা ছেড়ে দিয়ে খাদ্য অন্বেষণের জন্য অন্যত্র ঘুরে বেড়াতো।
3. হাতিয়ার এর ব্যবহার
প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ারের ব্যবহারের বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এই যুগের হাতিয়ার ছিল মূলত পাথর দিয়ে তৈরি বিভিন্ন যন্ত্রপাতি। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা যে পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত তা অধিকাংশ ছিল বৃহৎ আকৃতির। যেগুলিকে তারা মূলত শিকারের এবং আত্মরক্ষার কাজে ব্যবহার করত।
পরবর্তীকালে পাথর ঘষে ঘষে পাথরের ছুরি, বল্লম, হারপুন প্রভৃতি তৈরি করেছিল এবং তারা ব্যবহার করত। এমনকি অনেক ক্ষেত্রে তীর ধনুকের ব্যবহার লক্ষ্য করা যায়।
4. বাসস্থান
প্রাচীন প্রস্তর যুগের মানুষের বাসস্থান ছিল প্রথম দিকে গাছের ডালে এবং পরবর্তীকালে পাহাড়ের গুহার মধ্যে। এছাড়া বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের মানুষের বাসস্থান গড়ে উঠেছিল। পরবর্তীকালে গাছের ডালপালা দিয়ে মানুষ পর্ণ কুটির বানাতে শিখলে সেখানে তাদের বাসস্থান গড়ে ওঠে।
5. জীবনযাত্রা
প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রাগত বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। অর্থাৎ মানুষের জীবনযাত্রা ছিল বন্য এবং বর্বর প্রকৃতির।
6. দলবদ্ধ প্রকৃতির
আত্মরক্ষা, শিকার বা খাদ্য সংগ্রহের জন্য প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা দলবদ্ধভাবে বসবাস করত। তাই প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার দলবদ্ধ ভাবে বেঁচে থাকার প্রবণতা পরিলক্ষিত হয়। এটি প্রাচীন প্রস্তর যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য।
উপসংহার
প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য (Characteristics of the Paleolithic Era) ছিল বৈচিত্র ধর্মী। এই যুগের লিখিত দলিল বা দস্তা পেজ পাওয়া যায় না বলে মানুষের জীবনযাত্রার গতি প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকবিদগণের মধ্যে বিভিন্ন মতামত পরিলক্ষিত হয়। তবে মানুষের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ প্রকৃতি কেন্দ্র করে এবং পরবর্তীকালে সেটি ধীরে ধীরে পরিবর্তিত হয়।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Online Sources
প্রশ্ন – প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার গুলি কি ছিল
উত্তর – প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি ছিল শক্ত কাঠের তৈরি বা পাথরের তৈরি। তবে বেশিরভাগ পাথরের তৈরি হাতিয়ারের অস্তিত্ব পাওয়া যায়। যেমন – পাথরের ছুরি, বল্লম, হারপুন প্রভৃতি।
প্রশ্ন – প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত
উত্তর – ঐতিহাসিকবিদগণ মনে করেন আনুমানিক প্রায় ৩০ লক্ষ বছর পূর্বে এই যুগের সূচনা হয় এবং যিশুখ্রিস্টের জন্মের প্রায় দশ হাজার থেকে আট হাজার বছর পূর্বে প্রাচীন প্রস্তর যুগের অবসান ঘটে।
2 thoughts on “প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য | 6 Characteristics of the Paleolithic Era”