অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল (Cause of French Revolution) ছিল সুদূরপ্রসারী।
ফ্রান্সের শাসক শ্রেণীর স্বৈরাচারিতা, রাজতন্ত্র, সামাজিক অসাম্য প্রভৃতির বিরুদ্ধে ফরাসি জনগণ ক্ষুদ্ধ হয়েছিলেন এবং বিপ্লবের পথে অগ্রসর হয়েছিলেন. ফরাসি বিপ্লব তাই দেশ কালের সীমানা অতিক্রম করে সমগ্র ইউরোপ তথা বিশ্বে গভীরতম বিস্তার করেছিল।
ফরাসি বিপ্লবের কারণ | Cause of French Revolution
অষ্টাদশ শতাব্দীতে ১৭৮৯ খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লব কোন একটি সুনির্দিষ্ট কারণে ঘটেনি। তৎকালীন সময়ে বিভিন্ন কারণে ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল।
ফরাসি বিপ্লবের কারণ গুলি সম্পর্কে বিভিন্ন মতভেদ পাওয়া যায়। তবে ফরাসি বিপ্লবের সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারণগুলি বর্তমান সেগুলি হল নিম্নলিখিত।
1. সামাজিক কারণ
অষ্টাদশ শতকে ফ্রান্সের সমাজে মধ্যযুগীয় ও সামন্ততান্ত্রিক প্রথা ছিল। ফলে সমাজের মধ্যে শ্রেণী বৈষম্য বা শ্রেণিবিভেদ প্রকট আকারে পরিলক্ষিত হতো। ফরাসি সমাজ ব্যবস্থা তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল। যথা – প্রথম সম্প্রদায় হল যাজক শ্রেণী, দ্বিতীয় সম্প্রদায় হল অভিজাত শ্রেণি এবং তৃতীয় সম্প্রদায় হল মধ্যবিত্ত, বুদ্ধিজীবী, বণিক, শ্রমিক, কৃষিজীবী এবং দেশের অবশিষ্ট অন্যান্য সাধারণ মানুষ।
ফ্রান্সের বিপুল জনসংখ্যার মানুষকে বঞ্চিত করে অভিজাত শ্রেণি এবং যাজক শ্রেণী যাবতীয় সুখ সুবিধা ভোগ করতেন। সমাজব্যবস্থার এই সীমাহীন বঞ্চনার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হয়। ফলে ১৭৮৯ সালে এই সামাজিক অচলাবস্থার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
তাই 1789 সালেরফরাসি বিপ্লব যতটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছিল, তার থেকে বেশি ছিল সামাজিক অসাম্যের বিরুদ্ধে।
2. অর্থনৈতিক কারণ
ফরাসি বিপ্লবের একটি অন্যতম কারণ হল অর্থনৈতিক কারণ। অর্থাৎ ফ্রান্সের আর্থিক দুরবস্থা এবং অভিজাত ও যাজক শ্রেণীদের শাসন ও শোষণ ফরাসি বিপ্লবকে দ্রুত সংঘটিত করেছিল।
বিভিন্ন কারণে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা নানা কারণে ভেঙে পড়ে। বিশেষ করে ব্যয়বহুল যুদ্ধনীতি, রাজপরিবারের বিলাসিতা, ত্রুটিপূর্ণ রাজস্ব নীতি প্রভৃতির জন্য ফ্রান্সের রাজকোষ প্রায় শূন্য হয়ে ওঠে।
তাছাড়া ফ্রান্সের চতুর্দশ লুই (১৬৪৩ থেকে ১৭১৫) একাধিক ব্যয়বহুল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, যা ফ্রান্সের অর্থনৈতিক ভিতকে দুর্বল করে দেয়। আবার ষোড়শ লুই (১৭৭৪ থেকে ১৭৯৩) যুক্তিহীনভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে রাজকোষকে একেবারে শূন্য করে ফেলে। ফলে ফরাসি বিপ্লব দ্রুত সংঘটিত হয়।
তাই বিশিষ্ট ঐতিহাসিক অ্যাডাম স্মিথ বলেছেন ‘ ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থ ব্যবস্থার এক প্রকাণ্ড জাদুঘর’।
3. বৈষম্যমূলক কর ব্যবস্থা
ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার ফলে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। অর্থাৎ ফ্রান্সের কর ব্যবস্থা ছিল চূড়ান্ত বৈষম্যমূলক এবং অযৌক্তিক। তাছাড়া ফ্রান্সের ভূমি সম্পত্তি অন্যান্য সম্পত্তির অধিকাংশর মালিক ছিল যাজক ও অভিজাতক শ্রেণী। এই যাজক ও অভিজাত শ্রেণীর মানুষেরা কোনো কর রাষ্ট্রকে দিত না।
দেশের মোট রাজস্বের প্রায় ৯৬ শতাংশ কর আদায় করা হত তৃতীয় শ্রেণীর মানুষ বা সম্প্রদায়ের কাছ থেকে। তাই সাধারন মানুষ যারা তৃতীয় শ্রেণি ভুক্ত তাদের জীবন দুঃখ দুর্দশার মধ্য দিয়ে অতিবাহিত হতো। বিশিষ্ট ঐতিহাসিক লাব্রুজ বলেছেন – “অষ্টাদশ শতকে ফরাসি কৃষকেরা ছিল সর্বাপেক্ষা শোষিত”।
4. প্রাকৃতিক বিপর্যয়
ফ্রান্সের সমাজ জীবন ও অর্থনৈতিক অবস্থার অবনতির সাথে সাথে প্রাকৃতিক বিপর্যয় ফরাসি বিপ্লবের কারণ হিসেবে বিভিন্ন ঐতিহাসিকগণ মনে করে। তাই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কৃষক শ্রেণী প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অর্থাৎ ১৭৮৮ খ্রিস্টাব্দে অবাঞ্ছিত ঝড় ও শিলাবৃষ্টির ফলে বিপুল পরিমাণ শস্যহানি ঘটে। ফলে খাদ্যশস্যের দাম ৬০ থেকে ৭০ শতাংশ বৃদ্ধি পায়। কিন্তু সেই তুলনায় শ্রমিক বা কৃষকদের মজুরি বৃদ্ধি পায়নি। তাছাড়া সেই সময় বহু কলকারখানা বন্ধ হয়ে যায়। এই সমস্ত কারণে মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে এবং বিপ্লব সংঘটিত হয়।
ফরাসি বিপ্লবের ফলাফল
ফ্রান্সে ফরাসি বিপ্লবের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। ফরাসি বিপ্লবের ফলাফল গুলি হল –
i) ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে অভিজাত শ্রেণীর বিলুপ্তি সাধন ঘটেছিল।
ii) ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে নতুন করে সমাজ ব্যবস্থা সৃষ্টি হয়।
iii) ফরাসি বিপ্লবের ফলে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়।
iv) ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের রাজা ষোড়শ লুই এবং তার পত্নী মারি আন্টোইনেটের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
v) ফরাসি বিপ্লবের ফলশ্রুতি হিসেবে ফ্রান্সে বিপ্লবের পর প্রথম প্রজাতন্ত্র (1792-1799) প্রতিষ্ঠা হয়।
vi) ফরাসি বিপ্লবের ফলে অন্যান্য দেশগুলিকে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করেছিল।
vii) ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্টের উত্থান ঘটে।
উপসংহার
সর্বোপরি বলা যায়, ফরাসি বিপ্লব কোন একটি সুনির্দিষ্ট কারণে সংগঠিত হয়নি। এই বিপ্লবের কারণ হিসেবে সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক, কর ব্যবস্থা প্রভৃতি কারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত ছিল। তাই বিশিষ্ট ঐতিহাসিক লেফেভর বলেছেন – “ফরাসি বিপ্লবের উৎসব ফ্রান্সের ইতিহাসের গভীরে নিহিত আছে।”
আবার বিশিষ্ট ঐতিহাসিক মর্স স্টিফেন্স বলেছেন – “ফরাসি বিপ্লবের কারণ ছিল প্রধানত অর্থনৈতিক ও রাজনৈতিক – দার্শনিক বা সামাজিক নয়”।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- What were the reasons of French Revolution class 9
- Online Sources
প্রশ্ন – ফরাসি বিপ্লব কত সালে হয়
উত্তর – ফরাসি বিপ্লব ১৭৮৯ সালে ফ্রান্সে সংঘটিত হয়।
প্রশ্ন – ফরাসি বিপ্লব কবে হয়েছিল
উত্তর – ফরাসি বিপ্লব ১৭৮৯ সালে হয়েছিল।
প্রশ্ন – কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে
উত্তর – রাজা ষোড়শ লুই (Louis XVI)-এর আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে।
প্রশ্ন – ফরাসি বিপ্লবের জনক কে
উত্তর – ফরাসি বিপ্লবের জনক ছিলেন বিখ্যাত শিক্ষাবিদ ও দার্শনিক জ্যাঁ-জ্যাক রুশো।
আরোও পোস্ট পড়ুন
- লেখ্যাগারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 8 Main Types of Archives
- লেখ্যাগারের কার্যাবলী আলোচনা | Function of Archives in History
- লেখ্যাগার বা মহাফেজখানা কাকে বলে | Archives in History
- সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো | 10 Importance of Museum
- সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো | 10 Museum Exhibition Policy
- সংগ্রহশালার কার্যাবলী আলোচনা | 8 Main Function of Museum
১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল | Immediate Cause of French Revolution সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।