নেপোলিয়নের সংস্কার গুলি লেখ | Napoleon Bonaparte Reforms

ফরাসি বিপ্লবের সময় একজন সাধারণ সেনাবাহিনী হিসেবে নেপোলিয়ন ফরাসি বিপ্লবকে স্বাগত জানান এবং পরবর্তীকালে ফরাসি সাম্রাজ্যের অধিনায়ক হন। তাঁর রাজত্বকালে বিভিন্ন সংস্কার (Napoleon Bonaparte Reforms) বিশেষভাবে পরিলক্ষিত হয়।

১৭৬৯ খ্রিস্টাব্দের ১৫ ই আগস্ট ইতালির অন্তর্গত ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপে ফরাসি জাতির নায়ক নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন কার্লো বোনাপার্ট এবং মাতা হলেন লেটিজিয়া। প্রথম জীবনে তিনি ফরাসি সাম্রাজ্যের অধীনতা থেকে কর্সিকার মুক্তির স্বপ্ন দেখতেন। পরবর্তীকালে ফ্রান্সের সম্রাট হন এবং বিভিন্ন সংস্কার মূলক কাজে মননিবেশ করেন।

নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার | Napoleon Bonaparte Reforms

নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন ফরাসি রাজনীতিতে জেকোবিন দলের সমর্থক। তিনি প্রথম জীবনে একজন সাধারণ সৈন্য হিসাবে সেনাবাহিনীতে যোগদান করেন এবং তৎকালীন সময়ে ফরাসি বিপ্লবকে সমর্থন করেন।

পরবর্তীকালে ফরাসি বিপ্লব তাকে বৃহত্তর কর্ম ক্ষেত্রে সন্ধান দেন। ১৭৯৫ খ্রিস্টাব্দের ৫ই অক্টোবর রাজতন্ত্রের সমর্থক উশৃংখল জনতা ফরাসি জাতীয় সভা আক্রমণ করলে নেপোলিয়ান স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে এই জন তাকে ছত্রভঙ্গ করেন।

এর পুরস্কার স্বরূপ তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল পদে পদোন্নতি ঘটে এবং ফ্রান্সের আভ্যন্তরীণ সেনাবাহিনীর কর্তৃত্ব লাভ করেন।

ফ্রান্সের ডিরেক্টরি শাসনের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে নেপোলিয়ন সেনাবাহিনীর সাহায্যে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে 1799 সালের ৯ই নভেম্বর কনসুলেট (Consulate) নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। নেপোলিয়ান সহ আরো দুজন কনসালের উপর ফ্রান্সের শাসনভার অর্পিত হয়।

এইভাবে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে ১৭৯৯ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন ক্ষমতা দখল করেন এই সময়কে নেপোলিয়নের যুগ হিসাবে আখ্যায়িত করা হয়।

নেপোলিয়ান তার রাজত্বকালে রাজত্ব বিস্তারের পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন সংস্কারের দিকে মনোনিবেশ করেন। নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার বা নেপোলিয়নের সংস্কারগুলি হল নিম্নলিখিত

1. প্রশাসনিক সংস্কার

নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার গুলির মধ্যে অন্যতম হল প্রশাসনিক সংস্কার। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন উচ্ছেদ করে কনসুলেট নামে এক নতুন শাসনব্যবস্থার প্রবর্তন করেন।

নতুন এই সংবিধানের রচয়িতা হলেন সংবিধান বিশেষজ্ঞ অ্যাবে সিয়েস। ফ্রান্স সাম্রাজ্যের ১৯৯৯ সালে প্রবর্তিত এই সংবিধান হল ফরাসি বিপ্লবের চতুর্থ সংবিধান।

2. আইন ব্যবস্থার সংস্কার

নেপোলিয়ন ফ্রান্সের শাসনভার গ্রহণ করার পর নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার গুলির মধ্যে অন্যতম সংস্কার হলো আইন ব্যবস্থার সংস্কার করা। অর্থাৎ নেপোলিয়নের উল্লেখযোগ্য ও সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হল তাঁর ‘আইন সংহিতা’ বা ‘কোড নেপোলিয়ন’ (‘Code Napoleon’)।

নেপোলিয়নের রাজত্বকালের আগে ফ্রান্স ও বিভিন্ন প্রদেশে কোনও সাধারণ আইনবিধি প্রচলিত ছিল না। অর্থাৎ সমগ্র ফ্রান্সে কোনও আইনগত ঐক্য ছিল না।

তাই নেপোলিয়নের উদ্যোগে ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে গঠিত এক কমিশন চার বছরের (১৮০০-১৮০৪ খ্রিঃ) অক্লান্ত পরিশ্রমের ফলে ১৮০৪ খ্রিস্টাব্দে একটি আইনবিধি সংকলন করে। আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য মোট ৮৪টি অধিবেশন বসে।

3. অর্থনৈতিক সংস্কার

ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক বিশৃঙ্খলা। নেপোলিয়নের ক্ষমতা দখলের সময়ে ফ্রান্সের আর্থিক সংকট চড়মে উঠেছিল। ফলে এই অবস্থায় নেপোলিয়ন অর্থনৈতিক সংস্কারে মন দেন। অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার গুলির মধ্যে অন্যতম হল অর্থনৈতিক সংস্কার।

নেপোলিয়ান সরকারি দপ্তর গুলিতে ব্যয় সংকোচের নির্দেশ দেন এবং নেপোলিয়ন নিজেই সরকারি বাজেট পরীক্ষা করতে শুরু করেন। অর্থ দপ্তরকে তিনি বিভক্ত করেন এবং রাজস্ব দপ্তর ও অডিট দপ্তর তৈরি করেন।

নেপোলিয়ন নিজেই সর্বসম্মুখে অডিট রিপোর্ট পাঠ করে তার যথার্থতা যাচাই করতেন। তিনি ফরাসি জনগণকে বোঝাতে সক্ষম হন যে সরকারকে কর দেওয়া জনগণের বা প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য। ফলে তিনি সবাইকে আয়কর দিতে বাধ্য করেন।

নেপোলিয়ন প্রত্যক্ষ কর অপেক্ষা, পরোক্ষ কর আদায় এর উপর গুরুত্ব দেন এবং লবণ ও সুরার উপর পরোক্ষ কর আরোপ করেন।

ফ্রান্সের আর্থিক পুনর্গঠনের উদ্দেশ্যে তিনি ১৮০০ খ্রিস্টাব্দে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। ঋণদান ও মুদ্রা ব্যবস্থা সব দায়িত্ব এই ব্যাংকের উপর অর্পিত হয়। তাছাড়া নেপোলিয়ন পুনরায় সোনা ও রুপার মুদ্রা বাজারে চালু করেন।

পরবর্তীকালে ব্যবসা বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে নেপোলিয়ন কৃষি ও শিল্পের উন্নতির দিকে নজর দেন ও শিল্প সংরক্ষণ নীতি গ্রহণ করেন

4. ধর্মীয় সংস্কার

ধর্মের আধ্যাত্মিকতার বিষয়ে নেপোলিয়ন কোন গুরুত্ব না দিলেও রাজনৈতিক স্বার্থে তিনি ধর্মগুরু পোপের সঙ্গে ধর্মীয় বিরোধী মিটিয়ে নেয়ার পক্ষপাতি ছিলেন।

এই জন্য ১৮০৮ খ্রিস্টাব্দে তিনি পোপ নবম পায়াস এর সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন। এই চুক্তির মূল বিষয় গুলি হল –

i) পোপ বিপ্লবী আমলে ফরাসি গির্জা ও গির্জা সম্পত্তির জাতীয়করণ মেনে নেবে।

ii) ভবিষ্যৎ যাজকগণ সরকার কর্তৃক মনোনীত হবেন এবং পোপ তাঁদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন।

iii) রাষ্ট্র যাজকদের বেতন দেবে।

এই চুক্তির ফলে রাষ্ট্র ও পোপ উভয়েই লাভবান হন। পোপের সঙ্গে নেপোলিয়নের বিরোধ মেটানোর ফলে ফ্রান্সের ধর্মীয় ঐক্য আসে এবং নেপোলিয়নের শক্তি আরো বৃদ্ধি পায়। তাছাড়া তিনি সংখ্যাগরিষ্ঠ ক্যাথলিকদের সমর্থন লাভ করেন এবং যাজকদের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

তাই বিশিষ্ট ঐতিহাসিক কোবান বলেছিলেন – নানা ত্রুটি সত্ত্বেও এই ধর্মীয় চুক্তি ছিল নেপোলিয়নের এক বিরাট সাফল্য।

5. শিক্ষা সংস্কার

নেপোলিয়ন ক্ষমতায় আসার পর থেকে ফ্রান্সের শিক্ষা সংস্কারের দিকে মনোনিবেশ করেন। নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার গুলির মধ্যে শিক্ষা সংস্কারের মূল লক্ষ্য ছিল সম্রাট ও রাষ্ট্রের অনুগত নাগরিক গড়ে তোলা।

তাই নেপোলিয়ানের উদ্যোগে বহু সংখ্যক মাধ্যমিক, ফলিত বিজ্ঞান, কারিগরি, আইন, চিকিৎসা ও সামরিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

তিনি ফ্রান্সের বিভিন্ন শহরে ২৯ টি লাইসি বা আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে সামরিক শিক্ষাও প্রদান করা হতো।

সমগ্র দেশে যাতে একই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয় সেই উদ্দেশ্যে ১৮০৮ খ্রিস্টাব্দে নেপোলিয়ান প্রতিষ্ঠিত করেন ইউনিভার্সিটি অফ ফ্রান্স। এখানে সর্বস্তরের শিক্ষার পাঠ্যসূচি তৈরি হতো। নেপোলিয়ানের শিক্ষার লক্ষ্য ছিল ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রসার করা।

তাছাড়া ছাত্ররা যাতে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করে সেজন্য নেপোলিয়ান ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যসূচী সংশোধন করেন।

উপসংহার

সর্বপরি বলা যায়, , একজন সাধারণ সৈনিক হিসেবে নেপোলিয়ন কর্মজীবন শুরু করলেও তার প্রতিভা ও দক্ষতার ফলে তিনি কয়েক বছরের মধ্যে ফ্রান্সের সম্রাট পদে অধিষ্ঠিত হন। তাছাড়া ফ্রান্সে রক্তপাত ও বিপ্লবের মাধ্যমে যে রাজতন্ত্র কায়েম হয়েছিল নেপোলিয়ন তার অবসান ঘটিয়ে গণভোটের সূচনা করেন।

নেপোলিয়নের রাজত্বকালে বিভিন্ন অসন্তোষ সৃষ্টি হলেও নেপোলিয়নের সংস্কার (Napoleon Bonaparte Reforms) মূলক বিভিন্ন কাজ তার প্রতিভা, কর্মশক্তি, উচ্চাকাঙ্ক্ষা, দক্ষতা, রাজনৈতিক কলা কৌশল এবং সাংগঠনিক ক্ষমতাকে তুলে ধরে এ কথা নিঃসন্দেহে বলা যায়।

তথ্যসূত্র (Sources)

  • Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
  • Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
  • Napoleon Bonaparte Reforms
  • Online Sources

প্রশ্ন – নেপোলিয়নের সংস্কার কি কি?

উত্তর – নেপোলিয়নের সংস্কার গুলির মধ্যে অন্যতম সংস্কার গুলি হল প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, আইনগত সংস্কার, শিক্ষা কত সংস্কার, ধর্মীয় সংস্কার প্রভৃতি।

প্রশ্ন – নেপোলিয়নের আত্মজীবনীর নাম কি

উত্তর – An Autobiography of the Emperor” হলনেপোলিয়ন বোনাপার্ট-এর আত্মজীবনী।

প্রশ্ন – নেপোলিয়নের নির্বাসন

উত্তর – ১৮১৫ সালে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন এবং সেন্ট হেলেনা দ্বীপে নিবাসিত হন। নেপোলিয়নের সেন্ট হেলেনায় নির্বাসিত জীবনের সময় লাস কাসের সঙ্গে করা কথোপকথনের ভিত্তিতে এমানুয়েল দ্য লাস কাস একটি বই লিখেছিলেন, যেটি “The Memorial of Saint Helena” নামে পরিচিত।

আরোও পোস্ট পড়ুন

নেপোলিয়নের সংস্কার গুলি লেখ | Napoleon Bonaparte Reforms সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment