বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো | What are the Eightfold Path of Buddha

বৌদ্ধ দর্শনের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ মানুষকে দুঃখ থেকে নিভিত্তিক লাভের উপায় সন্ধান হিসাবে অষ্টাঙ্গিক মার্গের (Eightfold Path of Buddha) অনুসরণের কথা বলেছেন।

বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হল নির্বাণ লাভ করা বা মুক্তি লাভ করা। দীর্ঘ সাধনার পর গৌতম বুদ্ধ (গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত জীবনী) দিব্য জ্ঞান লাভ করেন এবং মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য বৌদ্ধ ধর্ম প্রচারের মাধ্যমে শান্তির বাণী প্রচার করেন। তাই বৌদ্ধ ধর্ম তৎকালীন সময়ে ভারত বর্ষ ছাড়াও ভারতের বাইরে মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশে বিস্তার লাভ করে।

বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ | Eightfold Path of Buddha

বৌদ্ধ ধর্মের মতে জন্মই দুঃখের কারণ। পার্থিব ভোগ ও তৃষ্ণার প্রতি মানুষের আসক্তি থেকেই দুঃখের জন্ম এবং তৃষ্ণার মুক্তির পরিবর্তে মানুষের জন্মান্তর ঘটে থাকে। তাই বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ চারটি মহান সত্যের কথা বলেন যেগুলি আর্য সত্য নামে পরিচিত।

বৌদ্ধ ধর্মে চারটি আর্য সত্য হল –

i) দুঃখ আছে,

ii) দুঃখের কারণ আছে

iii) দুঃখ নিবারনের উপায় আছে এবং

iv) দুঃখের নিবৃত্তি সম্ভব

বৌদ্ধ ধর্মের চারটি আর্য সত্যের মধ্যে গৌতম বুদ্ধ শেষ আর্য সত্য বা চতুর্থ আর্য সত্য দুঃখ নিবারনের উপায় হিসেবে অষ্টাঙ্গিক মার্গ বা আটটি পথের সন্ধান দিয়েছেন। বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ গুলি হল নিম্নলিখিত –

1. সম্যক্‌ দৃষ্টি

অষ্টাঙ্গিক মার্গ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মার্গ হল সম্যক্‌ দৃষ্টি। এর অর্থ হল চারটি আর্য সত্য সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা এবং বাস্তব অবস্থাকে বুঝতে পারা। এই বিষয়ে জ্ঞান লাভ করলে তবেই জীবন পরিকল্পনা করার ও পরিচালনা করার সংকল্প জন্মাবে।

2. সম্যক্‌ সংকল্প

সম্যক্‌ দৃষ্টি লাভের পর সম্যক সংকল্প হল একটি গুরুত্বপূর্ণ অষ্টাঙ্গিক মার্গ। তাই যথাযথভাবে জীবন পরিচালনা করা এবং সত্য অনুসন্ধান করা হল সম্যক্‌ সংকল্প।

অর্থাৎ বুদ্ধদেবের মতে জীবনে যাবতীয় দুঃখ দুর্দশা দূর করার জন্য ভোগ বাসনাকে পরিত্যাগ করার জন্য সম্যক্‌ সংকল্প একটি অন্যতম মার্গ।

3. সম্যক্‌ বাক্য

বাক্যই শক্তি। কারণ বাক্যের মাধ্যমে একে অন্যকে আঘাত করা যায়। তাই সম্যক্‌ বাক্য হল বাক্‌ বা বাক্য সংযম। যেমন – কটু কথা বলা, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা প্রভৃতি থেকে বিরত থাকা হল সম্যক্‌ বাক্য।

4. সম্যক্‌ কর্মান্ত

কর্ম ব্যক্তিকে জগতে পরিচিতি লাভ করতে সহায়তা করে। তাই গৌতম বুদ্ধ বলেন – নিষ্কাম কর্ম করা উচিত। অর্থাৎ কর্ম করে যাও ফলের আশা করোনা। তাই অহিংসা, ব্রহ্মচর্য পালন, সত্য ভাষণ, মাদকদ্রব্য বর্জন, আস্তেয় এই পাঁচটি হল বৌদ্ধ ধর্মে সম্যক্‌ কর্মান্ত।

5. সম্যক্‌ আজীব

সম্যক্‌ আজীব হল গুরুত্বপূর্ণ বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ গুলির মধ্যে অন্যতম। এটির অর্থ হল সৎ ভাবে বা সঠিক উপায়ে জীবিকা নির্বাহ করা। তাই মিথ্যা আশ্রয় না গ্রহণ করে সৎ পথে জীবিকা অর্জনের মাধ্যমে সুস্থ জীবন যাপন পালন করাই হল সম্যক্‌ আজীব।

6. সম্যক্‌ ব্যায়াম

বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ গুলির মধ্যে সম্যক্‌ ব্যায়াম হলো গুরুত্বপূর্ণ। এটি ব্যক্তির মনকে সৎ চিন্তা, সৎ প্রবৃত্তিতে নিয়োজিত রাখার জন্য প্রতিনিয়ত অনুশীলন। গৌতম বুদ্ধ বলেন – কু চিন্তা বা খারাপ চিন্তা জীবনকে অপবিত্র করে তোলে। তাই মনকে কু চিন্তা থেকে বিরত রাখাই হল সম্যক্‌ ব্যায়াম।

7. সম্যক্‌ স্মৃতি

বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ হিসেবে সম্যক্‌ স্মৃতি মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুদ্ধদেব বলেন – এই বিশ্বজগতে সবকিছু অনিত্য।

অর্থাৎ জগত জীবন মিথ্যা, কোনো কিছু স্থায়ী নয়। তাই দেহ ও মনকে কামনা-বাসনা থেকে মুক্ত করতে পারলে জীবনের দুঃখ মোচন হবে। এই সমস্ত বিষয়গুলিকে স্মৃতির প্রভাবে অনিত্য বলে মনে করবে। ফলে বৈরাগ্য সাধন হবে।

8. সম্যক্‌ সমাধি

বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ হিসেবে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ হল সম্যক্‌ সমাধি। কারণ এর মাধ্যমে ব্যক্তির মুক্তি লাভ সম্ভব হয়।

বুদ্ধদেবের মতে – এটি মুক্তি লাভের বা নির্বাণ লাভের সর্বশেষ মার্গ। ব্যক্তি আগে সাতটি মার্গ যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে এই মার্গে উপনীত হয়। এই স্তরের মধ্য দিয়ে ব্যক্তি তার জীবনের যাবতীয় দুঃখ-মুক্তি থেকে মুক্তি লাভ বা নির্বাণ লাভ করতে পারে।

উপসংহার

পরিশেষে বলা যায়, বুদ্ধদেবের দ্বারা প্রচারিত ও প্রবর্তিত অষ্টাঙ্গিক মার্গ (Eightfold Path of Buddha) অনুসরণ করলে মানুষের মুক্তি লাভ নির্বাণ লাভ সম্ভব হবে। অর্থাৎ মানুষ যাবতীয় দুঃখ দুর্দশা থেকে মুক্তির পথ পাবে।

বৌদ্ধ ধর্মে নির্বাণ লাভ হলো মানুষের একমাত্র লক্ষ্য। নির্মাণ বা মোক্ষ লাভ হল যাবতীয় সুখ দুঃখ ও কামনা বাসনার ঊর্ধ্বে উঠে এমন এক অবস্থা, যেখানে পৌঁছালে মানুষ শান্তি লাভ করতে পারবে। তাই বৌদ্ধ দর্শনে চরম ভোগবিলাসকে নির্বাণ লাভের বাধা হিসাবে গণ্য করা হয়। সুতরাং অষ্টাঙ্গিক মার্গগুলি যথাযথ পালনের মাধ্যমে মানুষ জীবনে যাবতীয় দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারবে এটাই বৌদ্ধ দর্শনের মূল বিষয়।

তথ্যসূত্র (Sources)

  • Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
  • Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
  • Astangik Marg of Buddha
  • Eightfold Path of Buddha
  • Online Sources

প্রশ্ন – অষ্টাঙ্গিক মার্গ কি

উত্তর – দুঃখময় জীবন থেকে মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন এবং দীর্ঘ সাধনার পর তিনি নির্বাণ লাভ করেন। তিনি মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য মানুষকে সু পরামর্শ দিতেন। গৌতম বুদ্ধ মানুষের জীবনের চারটি আর্য সত্যের কথা বলেছেন এবং চতুর্থ আর্য সত্যটি হল দুঃখ নিবারণের উপায় বা পথ আছে। অর্থাৎ দুঃখময় জীবন থেকে থেকে মুক্তি লাভের জন্য তিনি দুঃখ নিবারনের উপায় হিসেবে আটটি পথের সন্ধান দেন। যাকে অষ্টাঙ্গিক মার্গ বলে।

প্রশ্ন – অষ্টাঙ্গিক মার্গ গুলো কি কি

উত্তর – বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ গুলো হল – সম্যক্‌ দৃষ্টি, সম্যক্‌ সংকল্প, সম্যক্‌ বাক্‌, সম্যক্‌ কর্মান্ত, সম্যক্‌ আজীব, সম্যক্‌ ব্যায়াম, সম্যক্‌ স্মৃতি ও সম্যক্‌ সমাধি।

প্রশ্ন – অষ্টাঙ্গিক মার্গ এর প্রবক্তা কে

উত্তর – অষ্টাঙ্গিক মার্গ এর প্রবক্তা হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাজ্ঞানী ও গৌতম বুদ্ধ।

প্রশ্ন – অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের

উত্তর – অষ্টাঙ্গিক মার্গ হল বৌদ্ধ ধর্মের। মানুষের দুঃখ দুর্দশা বা দুঃখময় জীবন থেকে মুক্তি লাভ বা নির্বাণ লাভের জন্য গৌতম বুদ্ধ ৮ টি পথের সন্ধান দিয়েছিলেন। যেগুলি অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত।

আরোও পোস্ট পড়ুন

Leave a Comment