প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের গুরুত্ব | Foreign Literary Sources of Ancient Indian History

প্রাচীন ভারতে বহু বিদেশি ভারতবর্ষে পদার্পণ করেছিল। বিদেশিদের লিখিত গ্রন্থগুলি থেকে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের গুরুত্ব (Foreign Literary Sources of Ancient Indian History) পরিলক্ষিত হয়।

প্রাচীন যুগে ভারতবর্ষে জ্ঞান-বিজ্ঞান চর্চা, দর্শন, ধর্ম প্রভৃতির ক্ষেত্রে আকৃষ্ট হয়ে বহু বিদেশি পর্যটক ভারতবর্ষে পদার্পণ করেছিলেন। ভারত ভ্রমণের সময় তাদের অভিজ্ঞতার বিবরণ বিভিন্ন গ্রন্থে লিখে গেছেন। বিদেশি পর্যটকদের লিখিত গ্রন্থ গুলি ভারতের প্রাচীন ইতিহাস রচনায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিগণিত হয়।

প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের গুরুত্ব | Foreign Literary Sources of Ancient Indian History

প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের গুরুত্ব অনস্বীকার্য। কারণ ভারতবর্ষে বিদেশিদের আগমনের ফলে প্রাচীন ভারতের ইতিহাসের অনেক তথ্য জানা যায়। অর্থাৎ বিদেশীদের ভারত আগমন ও তাদের লিখিত বিভিন্ন গ্রন্থ থেকে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে সহজে উপলব্ধি করা যায়।

প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি পর্যটকদের বিবরণকে কতকগুলি ভাগে ভাগ করা যায়। যেমন – গ্রিক বিবরণ, রোমান বিবরণ, চীনা পরিব্রাজকদের বিবরণ, আরবি পর্যটকদের বিবরণ প্রভৃতি।

গ্রিক পর্যটকদের বিবরণ

হেরোডোটাসের ভারতবর্ষে না এলেও তার রচনা থেকে উত্তর-পশ্চিম ভারতে পারসিক আক্রমণের কথা জানা যায়। পারসিক দরবারে টেসিয়াস দীর্ঘদিন থাকার পর ভারত বর্ষ সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থ থেকে ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস জানা যায়।

আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় তার সঙ্গে ভারতে এসেছিলেন নিয়ারকাস, এরিস্টোবুলাস প্রমূখ। তাদের বিবরণী থেকে সমকালীন ভারতবর্ষের অবস্থা জানা যায়। তাছাড়া প্লুটার্ক ও জাস্টিনের রচনা থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে তথ্য জানা যায়।

তাছাড়া গ্রীক দার্শনিক টলেমির লেখা ভূগোল গ্রন্থটি থেকে প্রাচীন ভারতবর্ষের বন্দর, নগর ও রোম ভারত বাণিজ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

আবার গ্রীক দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন তার লেখা ইন্ডিকা গ্রন্থ থেকে সমকালীন ভারতবর্ষের সমাজ জীবন, ধর্ম এবং মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের বিভিন্ন অজানা তথ্য জানা যায়।

রোমান লেখকদের বিবরণ

বিভিন্ন রোমান লেখকদের বিবরণ থেকে ভারতবর্ষের বিভিন্ন অজানা তথ্য জানা যায়। তাই গ্রিকদের রচনার পাশাপাশি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় রোমান লেখকদের বর্ণনাও গুরুত্বপূর্ণ।

কার্টিয়াসের বর্ণনা থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের ঘটনা জানা যায়। তাছাড়া প্লিনির লিখিত প্রাকৃতিক ইতিহাস গ্রন্থ থেকে তৎকালীন ভারতবর্ষের রোম-ভারত বাণিজ্য, সমকালীন বন্দর ও বাণিজ্য পথ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

চিনা পর্যটকদের বিবরণ

প্রাচীন ভারতে বহু চিনা পর্যটকদের ভারতে আগমন ঘটে। ফলে চিনা পর্যটকদের বিভিন্ন বিবরণী থেকে প্রাচীন ভারতবর্ষের সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। যেমন – চীনা পর্যটক ফা হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতবর্ষে এসেছিলেন। তাঁর লেখা ফো-কুয়ো-কি গ্রন্থ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের বিভিন্ন ঐতিহাসিক তথ্য জানা যায়।

আবার হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতবর্ষে আসেন। তাঁর লেখা গ্রন্থ সি-ইউ-কি থেকে হর্ষবর্ধনের প্রশাসনিক কার্যকলাপ, ধর্ম, বাণিজ্য এবং উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার কথা জানা যায়।

তাছাড়া তিব্বতের ঐতিহাসিক লামা তারানাথের বিবরণ থেকে ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের বিস্তার ও তার অনেক অজানা কাহিনী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়।

উপসংহার

পরিশেষে বলা যায়, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের গুরুত্ব (Foreign Literary Sources of Ancient Indian History) অপরসীম। কারণ ভারতবর্ষে বিদেশীদের আগমন না ঘটলে ভারতবর্ষের তৎকালীন ইতিহাস অনেকখানি অন্ধকারে থেকে যেত। তাই অনেক ঐতিহাসিক বৈদেশিক রচনাকে সম্পূর্ণভাবে গ্রহণ না করলেও প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি লেখকদের বিবরণ বিশেষ গুরুত্বপূর্ণ। এইজন্য প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্তিক উপাদানের সঙ্গে সঙ্গে বৈদেশিক সাহিত্য ও রচনা প্রাধান্য পেয়েছে।

তথ্যসূত্র (Sources)

  • Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
  • Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
  • Online Sources

প্রশ্ন – মেগাস্থিনিস কে ছিলেন

উত্তর – মেগাস্থিনিস ছিলেন গ্রীক দূত। তিনি সেলুকাসের নির্দেশে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন এবং ভারত ভ্রমণ করে বিখ্যাত ইন্ডিকা নামক গ্রন্থ রচনা করেন।

প্রশ্ন – ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন

উত্তর – গ্রীক দূত মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন।

প্রশ্ন – ফা-হিয়েন কে ছিলেন

উত্তর – ফা-হিয়েন ছিলেন একজন চীনা পর্যটক। তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়ে ভারতে আসেন। তাঁর রচিত গ্রন্থের নাম হল ফো-কুয়ো-কি।

প্রশ্ন – সি-ইউ-কি গ্রন্থটি কে রচনা করেন

উত্তর – সি-ইউ-কি রচনা করেন হিউয়েন সাং।

প্রশ্ন – আল বিরুনীর লেখা গ্রন্থের নাম কি

উত্তর – আল বিরুনীর লেখা গ্রন্থের নাম হল তহকিক-ই-হিন্দ।

আরোও পোস্ট পড়ুন

Leave a Comment