মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন | Cabinet Mission Plan 1946

ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তরের জন্য ওয়াভেল পরিকল্পনার ঘোষণা করেছিলেন। কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হলে পরবর্তীকালে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন (Cabinet Mission) তৈরি হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতের হাতে ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তরের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। যেমন – ক্রিপস মিশন, ওয়াভেল পরিকল্পনাসিমলা বৈঠক। কিন্তু এই প্রস্তাবগুলি একের পর এক ব্যর্থ হয়। তাই পরবর্তীকালে ভারতের স্বাধীনতার দেয়ার জন্য গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাটলি মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা করেন।

মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন | Cabinet Mission

১৯৪৫ খ্রিস্টাব্দে ব্রিটেনের সাধারণ নির্বাচনের লেবার পার্টির প্রধানমন্ত্রী পদের প্রার্থী ক্লিমেন্ট অ্যাটলি ভারতের স্বাধীনতার প্রতি ইচ্ছা প্রকাশ করেছিলেন ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং নির্বাচনে প্রচারকালে তিনি ভারতকে স্বাধীনতা দেওয়ার কথা উল্লেখ করেছিলেন।

নির্বাচনে জয়লাভ করে অ্যাটলি গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। তখন পেথিক লরেন্স ভারত সচিব নিযুক্ত হন। ভারতের প্রতি সহানুভূতিশীল শ্রমিক দলের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ভারতের রাজনৈতিক অচল অবস্থার অবসানের জন্য উদ্যোগী হন।

১৯৪৬ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি একটি ঘোষণায় বলেন শীঘ্রই ভারতে একটি ব্রিটিশ মন্ত্রীসভা কর্তৃক নিযুক্ত মিশন ভারতে এসে তদন্ত করে দেখবেন। এই মিশনই ‘মন্ত্রী মিশন’ বা ‘ক্যাবিনেট মিশন’ নামে খ্যাত।

এই সিদ্ধান্ত অনুযায়ী ব্রিটিশ মন্ত্রিসভার তিনজন বিশিষ্ট সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এ. ভি. আলেকজান্ডার এবং ভারত সচিব স্যার পেথিক লরেন্স ১৯৪৬ সালের মার্চ মাসে ভারতে আসেন। এবং ভারতের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে বিভিন্ন সুপারিশ করেন। প্রসঙ্গত ১৯৪৬ সালের ২৪শে মার্চ ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন প্রতিষ্ঠিত হয়।

ব্রিটিশ মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের সুপারিশ

ভারতের রাজনৈতিক অচলাবস্থা মোকাবেলা করার জন্য মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রধান সুপারিশ গুলি হল –

i) ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে। দেশীয় রাজ্যগুলি পরে এই যুক্তরাষ্ট্রে যোগ দিতে পারবে।

ii) কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকার গুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হবে।

iii) ভারতের অঙ্গরাজ্যগুলিকে মোট তিনটি শ্রেণীতে চিহ্নিত করা হবে। যেমন –

ক) হিন্দু প্রধান রাজ্যসমূহ।

খ) মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ এবং

গ) বাংলা ও অসম।

এই তিনটি শ্রেণীতে গোষ্ঠীবদ্ধ প্রদেশ গুলির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হবে।

iv) যতদিন না নতুন সংবিধান রচিত হচ্ছে ততদিন একটি অন্তর্ভুক্তি জাতীয় সরকার গঠিত হবে।

v) নতুন সংবিধান অনুসারে অনুষ্ঠিত নির্বাচনের পর ইচ্ছা করলে কোন প্রদেশ ভারতীয় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবে।

উপসংহার

সর্বপরি বলা যায়, ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী জহরলাল নেহেরু অন্তর্বর্তী সরকার গঠনের সম্মতি জানায়। কিন্তু এই ঘটনায় উত্তেজিত হয়ে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম করার সিদ্ধান্ত নেয়। কারণ তারা চেয়েছিল ভারত বিভক্ত করার।

১৯৪৬ সালের ১৬ই আগস্ট সমগ্র ভারতে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করেন। কিছুদিনের মধ্যে মুসলিম লীগ বড়লাটের অনুরোধে অন্তরবর্তী সরকারে যোগদান করলেও কংগ্রেস এবং মুসলিম লীগের সদস্যগণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হয় না। ফলে সরকারি প্রশাসনে অচলাবস্থা সৃষ্টি হয়। এই অবস্থায় ব্রিটিশ সরকার ১৯৪৭ সালে মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেন।

তথ্যসূত্র (Sources)

  • Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
  • Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
  • Online Sources

প্রশ্ন – মন্ত্রী মিশন কবে ভারতে আসে

উত্তর – মন্ত্রী মিশন ১৯৪৬ সালের মার্চ মাসে ভারতে আসেন।

প্রশ্ন – ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন

উত্তর – ক্যাবিনেট মিশনের প্রধান হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস।

প্রশ্ন – ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য

উত্তর – ক্যাবিনেট মিশনের তিনজন বিশিষ্ট সদস্য হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এ. ভি. আলেকজান্ডার এবং ভারত সচিব স্যার পেথিক লরেন্স।

প্রশ্ন – মন্ত্রী মিশন পরিকল্পনা নেতৃত্ব দেন কে

উত্তর – মন্ত্রী মিশন পরিকল্পনা নেতৃত্ব দেন ভারত সচিব স্যার পেথিক লরেন্স।

প্রশ্ন – ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন

উত্তর – ক্যাবিনেট মিশনের সদস্য হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এ. ভি. আলেকজান্ডার এবং ভারত সচিব স্যার পেথিক লরেন্স।

Q. Cabinet Mission came to India in

Ans. – The Cabinet Mission came to India in 1946.

Q. Cabinet Mission date

Ans. – Cabinet Mission date on 24 March 1946.

Q. Cabinet Mission chairman

Ans. – The Cabinet Mission chairman was Sir Pethick Lawrence.

Q. Members of Cabinet Mission

Ans. – Members of Cabinet Mission were Sir Stafford Cripps, A.V. Alexander and Lord Pethick-Lawrence.

প্রশ্ন – ১৯৪৬ সালের মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয় কেন

উত্তর – ১৯৪৬ সালের মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয় কারণ নেহেরু নেতৃত্বে কংগ্রেস অন্তবর্তী সরকার মেনে নিলেও মুসলিম লীগের আলী জিন্নাহ আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি করেন এবং ভারতকে বিভক্ত করার জন্য ১৯৪৬ সালের ১৬ই আগস্ট সমগ্র ভারতে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করেন।

আরোও পোস্ট পড়ুন

Leave a Comment