সারা ভারতবর্ষব্যাপী অসন্তোষের পরিপেক্ষিতে ভারতে জাতীয় অন্তবর্তী সরকার গঠনের প্রস্তাবে কংগ্রেস সম্মতি জানায়। কিন্তু তা সত্বেও ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাধে। এই সমস্যার সমাধানে মাউন্টব্যাটেন (Mountbatten Plan) পরিকল্পনা ঘোষিত হয়।
মাউন্টব্যাটেন পরিকল্পনার পটভূমি | Mountbatten Plan of 1947
১৯৪৫ সালের এপ্রিল মাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ভারতীয় রাজনীতিতে অস্থিরতা অচলাবস্থা দেখা দিলে ব্রিটিশ সরকার ধীরে ধীরে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে। এই পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ভারতের একটি মন্ত্রী মিশন পাঠানোর সিদ্ধান্ত নেন।
এই সিদ্ধান্ত অনুযায়ী ব্রিটিশ মন্ত্রিসভার তিনজন সদস্য ১৯৪৬ সালের মার্চ মাসে ভারতে আসেন এবং বিভিন্ন সুপারিশ করেন। তার মধ্যে অন্যতম সুপারিশ হল যতদিন না নতুন সংবিধান রচিত হচ্ছে ততদিন পর্যন্ত একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠিত হবে।
এই সুপারিশ অনুযায়ী লর্ড ওয়াভেল কংগ্রেস সভাপতি জওহরলাল নেহেরুকে সরকার গঠনের জন্য অনুরোধ করলে কংগ্রেস সম্মতি জানায়। কিন্তু এই ঘটনায় মুসলিম লীগ ক্ষুদ্ধ হয়ে প্রত্যক্ষ সংগ্রাম শুরু করার সিদ্ধান্ত নেন।
ফলে ১৯৪৬ সালের ১৬ই আগস্ট সমগ্র ভারতে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয় এবং ওইদিন কলকাতায় ভয়াবহ দাঙ্গা হাঙ্গামা বাদে। এরপর থেকে সাম্প্রদায়িকতা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ও সরকারি প্রশাসনে অচলাবস্থা সৃষ্টি হয়।
১৯৪৭ সালের ২০ই ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ঘোষণা করেন যে ১৯৪৮ খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে ইংরেজ ভারত ত্যাগ করবে এবং ওই সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের সমস্ত ব্যবস্থা করা হবে। এই ঘোষণার পর ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে ১৯৪৭ সালের মার্চ মাসে লর্ড মাউন্টব্যাটেন ভারতের বড়লাট হিসেবে নিযুক্ত হন। তিনি ভারতের অগ্নিগর্ভ পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি পরিকল্পনা করেন যেটি মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত।
মাউন্টব্যাটেন পরিকল্পনা কি
অন্তর্বর্তী সরকার গঠনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সঙ্গে আলাপ আলোচনার পর মাউন্টব্যাটেন তার ভারত বিভাগ সংক্রান্ত পরিকল্পনা প্রস্তাবিত করেন। ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়।
মাউন্টব্যাটেন পরিকল্পনার যে সমস্ত উল্লেখযোগ্য দিক বর্তমান সেগুলি হল –
i) ভারতের মুসলিম প্রধান অঞ্চলগুলির জনগণ একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে পারবে। এর জন্য পৃথক গণপরিষদ গঠিত হবে।
ii) দেশ বিভক্ত হলে বাংলা ও পাঞ্জাব প্রদেশ দুটি ধর্মের ভিত্তিতে বিভক্ত হবে।
iii) উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের ভবিষ্যৎ গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে।
iv) বিভক্ত করা বাংলা ও পাঞ্জাবের সীমানা নির্ধারণের জন্য একটি কমিশন গঠিত হবে।
মাউন্টব্যাটেন পরিকল্পনার বাস্তবায়ন
১৯৪৭ খ্রিস্টাব্দের জুন মাসের অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটি মাউন্টব্যাটেন পরিকল্পনা সমর্থন করেন। কংগ্রেস ভারতীয় জনগণের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে ভারত বিভাগের সিদ্ধান্ত মেনে নেন।
কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে সরদার বল্লভ ভাই প্যাটেল ও নেহেরু ভারত বিভাগের সিদ্ধান্ত গ্রহণ মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। এই সিদ্ধান্ত গ্রহনের পশ্চাতে ১৯৪৬ সালের শেষ দিকে অন্তর্ভুক্তি সরকারের কার্যকলাপের অচলাবস্থা সৃষ্টি এবং মুসলিম লীগের সঙ্গে একসঙ্গে সরকার পরিচালনা করা সম্ভব নয়, এই কারণ দুটিকে দায়ী করা হয়।
উপসংহার
পরিশেষে বলা যায়, নানা প্রতিকূল পরিবেশের মধ্যে 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলেও অখন্ড ভারতের স্বাধীনতার প্রত্যাশা পূরণ হয়নি। ফলে মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারতের দুটি অংশ আলাদা হয়ে যায়।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Online Sources
প্রশ্ন – মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়
উত্তর – ১৯৪৭ সালের ৩রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়।
প্রশ্ন – লর্ড মাউন্টব্যাটেনকে কেন ভারতে পাঠানো হয়েছিল?
উত্তর – ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতি বিভিন্ন কারণে অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই পরিস্থিতিকে থামানোর জন্য লর্ড মাউন্টব্যাটেনকে ভারতে পাঠানো হয়েছিল।
প্রশ্ন – লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন এবং তাঁর পরিকল্পনা কি ছিল?
উত্তর – মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ বড়লাট বা ভাইসরয়। তিনি ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য তার পরিকল্পনা ঘোষিত করেন। এই পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে বাংলা ও পাঞ্জাব প্রদেশ দুটি ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে আলাদা রাষ্ট্রে পরিণত হয়।
প্রশ্ন – ভারত বিভক্তির জন্য কে দায়ী ছিলেন?
উত্তর – ভারত বিভক্তির জন্য অনেকে মাউন্টব্যাটেন পরিকল্পনাকে দায়ী করে থাকেন। কিন্তু মাউন্টব্যাটেন পরিকল্পনা ভারতের রাজনৈতিক অশান্তির পরিবেশ থেকে মুক্ত করতে ঘোষিত হয়েছিল। তাছাড়া মুসলিম লীগ ধর্মের ভিত্তিতে আলাদা রাষ্ট্রের দাবি করার মাধ্যমে ১৯৪৬ সালে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত করেছিল। ফলে ভারতের রাজনৈতিক অশান্তির পরিবেশ পর্যালোচনা করে মাউন্টব্যাটেন ভারত বিভক্তির পক্ষে তার পরিকল্পনা উপস্থাপিত করেন। এবং এই পরিকল্পনা অনুযায়ী 1947 সালের জুন মাসে নিখিল ভারত কংগ্রেস কমিটি মাউন্টব্যাটেন পরিকল্পনা সমর্থন করেন। অর্থাৎ কংগ্রেস জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত বিভাগের সিদ্ধান্ত মেনে নেয়। আর এদের মধ্যে সরদার বল্লভ ভাই প্যাটেল ও নেহেরু ভারত বিভাগের সিদ্ধান্তে মুখ্য ভূমিকা পালন করেছিল।
প্রশ্ন – ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর – ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন হলেন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল।
Q. When was the lord Mountbatten plan presented
Ans. – The lord Mountbatten plan presented was 3 June, 1947.
Q. Mountbatten Plan is also known as
Ans. – Mountbatten Plan is also known as 3 June Plan.
আরোও পোস্ট পড়ুন
- লেখ্যাগারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 8 Main Types of Archives
- লেখ্যাগারের কার্যাবলী আলোচনা | Function of Archives in History
- লেখ্যাগার বা মহাফেজখানা কাকে বলে | Archives in History
- সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো | 10 Importance of Museum
- সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো | 10 Museum Exhibition Policy
- সংগ্রহশালার কার্যাবলী আলোচনা | 8 Main Function of Museum