মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ | Reasons for Failure of 1857 Revolt

ব্রিটিশ শাসনের বিভিন্ন নিয়ম নীতির বিরুদ্ধে ভারতীয় সিপাহী সহ সাধারণ জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে মহাবিদ্রোহ শুরু করে। কিন্তু বিভিন্ন কারণে ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত মহাবিদ্রোহের ব্যর্থতা (Failure of 1857 Revolt) ঘটে।

মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ | Reasons for Failure of 1857 Revolt

ব্রিটিশ শাসনের অত্যাচারের ফলে ১৮৫৭ সালে মহাবিদ্রোহের বা সিপাহী বিদ্রোহের সূচনা হয়। এই বিদ্রোহে ভারতীয় সিপাহীদের সাথে সাথে জনগণের সক্রিয় সমর্থন ও সহানুভূতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত মহাবিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়। ঐতিহাসিকগণ মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ হিসেবে যে সমস্ত দিকের কথা উল্লেখ করেছেন, সেগুলি হল নিম্নলিখিত –

1. সঠিক পরিকল্পনার অভাব

উপযুক্ত পরিকল্পনা অভাবে 1857 সালের সংঘটিত মহাবিদ্রোহ ব্যর্থতায় পর্যবচিত হয়। অর্থাৎ এই বিদ্রোহের কোন গঠিত পরিকল্পনা না থাকায় প্রথম থেকে ইংরেজরা বিদ্রোহীদের দমন পিড়ন করেছিল। তাই বিচ্ছিন্নভাবে বিভিন্ন দিকে সিপাহী ও সাধারণ জনগণ বিদ্রোহ সংঘটিত করেছেন। ফলে ব্রিটিশ সরকার এই বিদ্রোহ সহজে দমন করেছিল।

2. অযোগ্য নেতৃত্ব

অযোগ্য নেতৃত্বের ফলে অর্থাৎ দক্ষ নেতৃত্বের অভাবে মহাবিদ্রোহ ধীরে ধীরে ব্যর্থ হয়। কারণ যে কোনো বড় আন্দোলন সফল করে তুলতে হলে যোগ্য নেতৃত্বের দরকার হয়।

বৃদ্ধ, দুর্বল ও অযোগ্য সম্রাট বাহাদুর শাহ ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতা। ফলে সাধারণ মানুষ ও সিপাহীদের মধ্যে নেতৃত্বের অভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই এই আন্দোলন ব্যর্থ হয়।

3. বিদ্রোহের সীমাবদ্ধতা

মহাবিদ্রোহের সীমাবদ্ধতা বা একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে সংঘটিত হওয়ার ফলে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন এলাকার বা ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে মহাবিদ্রোহ সূচনা হয়নি। তাই ভারতের সমস্ত অঞ্চলে বিদ্রোহ না হওয়ার ফলে ব্রিটিশ সরকার শান্তিপূর্ণ এলাকা থেকে সেনাবাহিনী নিয়ে এসে এই বিদ্রোহ সহজে দমন করেছিল।

4. বিভিন্ন জাতী ও দেশীয় রাজাদের বিরোধিতা

ভারতবর্ষের বিভিন্ন জাতি ও দেশীয় রাজাদের বিরোধিতা বা ভিন্ন মতামত মহাবিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ। ভারতবর্ষের বিভিন্ন জাতি ও ধর্মের সমন্বয়ে গঠিত। ফলে এই বিদ্রোহ সংঘটিত করার ক্ষেত্রে সকলের সমান মতাদর্শ বা সকল শ্রেণীর মানুষেরা একত্র হতে পারেনি।

বিশেষ করে দেশীয় রাজারা এই বিদ্রোহের বিরোধিতা করে ইংরেজ সরকারকে সমর্থন করেছিল। যেমন – হায়দ্রাবাদের নিজাম, কাশ্মীরের মহারাজা, জঙ্গ বাহাদুর প্রভৃতি দেশীয় রাজা ও অসংখ্য ছোট বড় জমিদার এই বিদ্রোহের বিরোধিতা করে ও এই বিদ্রোহ দমন করতে ব্রিটিশ সরকারকে সরাসরি সাহায্য করেছিল।

5. অস্ত্রশস্ত্রের অভাব

মহাবিদ্রোহের জন্য ইংরেজদের সমতুল আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব এই বিদ্রোহ সহজে ব্যর্থ হয়েছিল। কারণ সঠিক সময়ে বিদ্রোহীরা খাদ্য ও নিরাপত্তার জন্য অস্ত্রশস্ত্র পায়নি। ফলে ভারতীয় সিপাহীরা পুরনো যুদ্ধ পদ্ধতি অনুসরণ করার এই বিদ্রোহ ব্যর্থ হয়।

6. যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা

তৎকালীন সময়ে রেলওয়ে এবং টেলিফোন ব্যবস্থা ব্রিটিশদের হাতে থাকা সাধারণ জনগণ ও বিদ্রোহী সিপাহীরা অন্যান্য বিদ্রোহীদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়নি। ফলে ব্রিটিশ সরকার বিদ্রোহীদের গতিবিধির উপর সহজে নজরদারি করতে পারত। তাই যোগাযোগ ব্যবস্থা দুর্বলতা মহাবিদ্রোহকে ধীরে ধীরে ব্যর্থতায় পর্যবসিত করেছিল।

7. পদ্ধতির অভাব

মহাবিদ্রোহের সাফল্যের জন্য যে যুদ্ধ পদ্ধতি বা আধুনিক কৌশল ব্যবহার করার প্রয়োজন ছিল তা নেত্রীবর্গের অজানা ছিল। তাছাড়া ইংরেজিতে আধুনিক যুদ্ধ কৌশলের কাছে প্রায় নিরস্ত্র বিদ্রোহী জনগণ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি।

8. শিক্ষিত সম্প্রদায়ের উপেক্ষা

মহাবিদ্রোহে সাধারণ মানুষ অংশগ্রহণ করলেও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গ এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। অর্থাৎ শিক্ষিত সম্প্রদায় মহাবিদ্রোহ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিলেন। তাই সমাজের সকল মানুষের একতার অভাব মহাবিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ।

উপসংহার

সর্বোপরি বলা যায়, বিভিন্ন কারণে মহাবিদ্রোহ ব্যর্থ (Failure of 1857 Revolt) হলেও এই বিদ্রোহের ফলে ইংরেজ সরকারের ভিত নড়ে গিয়েছিল। এই মহাবিদ্রোহের অবসানে ১৮৫৮ সালে ব্রিটিশ সরকার পার্লামেন্টে ‘ ভারত শাসন আইন’ দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটার এবং ভারতের শাসনভাগ সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের উপর অর্পণ করা হয়।

তথ্যসূত্র (Sources)

  • Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
  • Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
  • Online Sources

প্রশ্ন – মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কি ছিল?

উত্তর –1857 সালের কৃষক বিদ্রোহ বা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ ছিল – সঠিক পরিকল্পনা ও নেতৃত্বের অভাব

প্রশ্ন – ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন

উত্তর – ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লট ক্যানিং।

প্রশ্ন – ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে

উত্তর – ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং।

আরোও পোস্ট পড়ুন

Leave a Comment