প্রারম্ভিক শিক্ষার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বয়স্ক শিক্ষা প্রসারের জন্য DIET হল অন্যতম শিক্ষা সংস্থা। এই DIET এর কার্যাবলী (Functions of DIET) শিক্ষার বহুমুখী উন্নয়নের সঙ্গে সংযুক্ত।
১৯৮৬ এর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সারা দেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমুল সংস্কারের কথা বলা হয়েছে। তাছাড়া শিক্ষক শিক্ষিকাদের পেশাগত প্রশিক্ষণের জন্য ও দক্ষতা বৃদ্ধির জন্য জেলা স্তরে সংগঠন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এক্ষেত্রে বিভিন্ন সংগঠন গঠিত হয়, তাদের মধ্যে DIET হল অন্যতম।
DIET এর গঠন
প্রাথমিক শিক্ষা সার্বজনীকরণ এবং বয়স্ক শিক্ষার উন্নয়নে ভারতের বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়। ১৯৮৬ জাতীয় শিক্ষানীতিতে এই উভয় বিষয়ের উপর গুরুত্ব দেয়ার কথা বলা হয় এবং জেলা স্তরে একটি সংগঠন গঠন করার সুপারিশ করা হয়। এই উদ্দেশ্যকে পরিপূরণ করার জন্য DIET গঠন করা হয়।
DIET এর পুরো নাম হল – District Institute of Education and Training. বা জেলা শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
একনজরে | DIET |
পুরো নাম | District Institute of Education and Training. বা জেলা শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। |
গঠনের সাল | ১৯৮৮ সালে তামিলনাড়ুতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে ভারতের বিভিন্ন রাজ্যে এটি প্রতিষ্ঠিত হয়। |
উদ্দেশ্য | i) শিক্ষার সামগ্রিক উন্নয়ন, ii) প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কর্মপূর্ব এবং কর্মকালীন শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু করা, iii) বয়স্ক শিক্ষা ও প্রথা বহির্ভূত শিক্ষার সঙ্গে যুক্ত ধারাবাহিক শিক্ষার আয়োজন করা DIET এর মূল উদ্দেশ্য।। |
DIET শিক্ষামূলক বিভাগ
প্রতিটি DIET এর প্রশাসনিক ক্ষেত্র ছাড়া সাতটি শিক্ষামূলক বিভাগ পরিলক্ষিত হয়, সেগুলি হল –
i) কর্ম পূর্ব শিক্ষণ প্রশিক্ষণ বিভাগ,
ii) কর্মকালীন শিক্ষক প্রশিক্ষণ
iii) বয়স্ক শিক্ষা এবং প্রথাবহির্ভূত শিক্ষার জেলা স্তরের সম্পদ একক
iv) পরিকল্পনা এবং ব্যবস্থাপনা বিভাগ,
v) শিক্ষা-প্রযুক্তি বিভাগ,
vi) কর্ম অভিজ্ঞতা,
vii) পাঠক্রমিক বিষয়বস্তু প্রস্তুতি এবং মূল্যায়ন বিভাগ।
DIET এর কার্যাবলী | Functions of DIET
জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী জেলা স্তরে গঠিত DIET গুলিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হয়। সাধারণভাবে DIET এর কার্যাবলী গুলির মধ্যে গুরুত্বপূর্ণ কাজ গুলি হল, নিম্নলিখিত –
i) DIET এর কার্যাবলী হল প্রাথমিক শিক্ষা এবং বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচির সার্থক রূপায়ণ করা এবং শিক্ষাগত ও সম্পদগত সহায়তা করা।
ii) প্রকৃতপক্ষে শিক্ষাক্ষেত্রে পরিকল্পনা, ব্যবস্থাপনা, বাস্তবায়ন এবং সাংগঠনিক দিক থেকে অন্যান্য প্রতিষ্ঠানগুলি কাছে এটি মডেল হিসেবে কাজ করে।
iii) এটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে শিক্ষকদের পেশাগত উন্নতি সাধন হয়।
তাছাড়া প্রথা বহির্ভূত ও বয়স্ক শিক্ষার সঙ্গে যুক্ত পর্যবেক্ষকদের, শিক্ষকদের এবং আধিকারিকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে থাকে।
iv) DIET এর কার্যাবলী হলপ্রধান শিক্ষক, বিদ্যালয় জট (School Complex) -এর প্রধান এবং ব্লক স্তরের আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
v) নির্দিষ্ট বিভিন্ন জেলার আঞ্চলিক সমস্যা দূর দূর করে প্রাথমিক শিক্ষা ও বয়স্ক শিক্ষার বিস্তার সাধনের জন্য DIET তাৎক্ষণিক গবেষণা বা অ্যাকশন রিসার্চ, সার্ভে, পরীক্ষামূলক গবেষণা প্রভৃতি পরিচালনা করে থাকে।
vi) শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষাদানের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষকগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন সেই সমস্যাগুলির সমাধান করার ক্ষেত্রে DIET বিশেষ কাজ করে থাকে।
vii) DIET অন্যতম কাজ হল জেলাগুলিতে প্রাথমিক শিক্ষা এবং বয়স্ক শিক্ষার ক্ষেত্রে শিক্ষাগত এবং আর্থিক বিভিন্ন সহায়তা করা।
viii) আঞ্চলিক চাহিদা অনুসারে প্রাসঙ্গিক শিক্ষা সহায়ক উপকরণ এবং মূল্যায়নের বিভিন্ন উপকরণ প্রস্তুত করা।
ix) শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন পেশাগত সমস্যা সমাধানের জন্য পর্যায়ক্রমিক সাক্ষাৎকার, সেমিনার, আলোচনা চক্র প্রভৃতির আয়োজন করা।
x) প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়িত করা এবং শিক্ষার বিভিন্ন সমস্যা দূরীকরণ করার মাধ্যমে শিক্ষণ শিখন প্রক্রিয়াকে কার্যকরী করে গড়ে তোলা।
xi) শিক্ষার বিভিন্ন পাঠ্যপুস্তক রচনা করা, পত্রিকা প্রকাশ করা, গবেষণা সারাংশ প্রকাশ, অডিও, স্লাইড, ভিডিও ক্যাসেট প্রভৃতি প্রস্তুত করা এবং তা ছড়িয়ে দেওয়া DIET এর কার্যাবলীর মধ্যে অন্যতম।
উপসংহার
সর্বোপরি বলা যায়, প্রাথমিক শিক্ষা গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দানের ক্ষেত্রে DIET একটি অন্যতম শিক্ষা সংস্থা। এই সংস্থা রাজ্যস্তরে গঠিত ডি এল এড কলেজগুলির অনুমোদন ও গুণগত মান বজায় রাখার দিকে গুরুত্ব প্রদান করে থাকে।
তথ্যসূত্র (Sources)
- Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
- Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Internet sources
প্রশ্ন – ভারতের প্রথম আনুষ্ঠানিক শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় কে শুরু করেন?
উত্তর – ভারতের প্রথম আনুষ্ঠানিক শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় কে শুরু করেন 1793 সালে শ্রীরামপুরে উইলিয়াম কেরি, মার্শম্যান এবং ওয়ার্ড। এটি নর্মাল স্কুল নামে পরিচিত।
প্রশ্ন – ডায়েট সুপারিশ করে কোন কমিটি?
উত্তর – ১৯৮৬ সালে জাতীয় শিক্ষানীতি শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য জেলা স্তরে ডায়েট গঠনের সুপারিশ করেন।
প্রশ্ন – Diet এর পূর্ণরূপ কি?
উত্তর – Diet এর পূর্ণরূপ হল – District Institute of Education and Training. বা জেলা শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
প্রশ্ন – D el ed এর পূর্ণরূপ কি?
উত্তর – D el ed এর পূর্ণরূপ হল Diploma in Elementary Education বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন।
প্রশ্ন – Deled কত বছর?
উত্তর – ২০১৪ সালের NCTE এর গাইডলাইন অনুযায়ী বর্তমানে Deled দু বছরের কোর্স হিসাবে গণ্য হয়েছে।
আরোও পোস্ট পড়ুন
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন | UGC এর গঠন ও কার্যাবলী | University Grants Commission
- NCTE এর কার্যাবলী আলোচনা করো | 10 Functions of NCTE
- DIET এর কার্যাবলী আলোচনা করো | 10 Functions of DIET
- SCERT এর কার্যাবলী আলোচনা করো | 10 Functions of SCERT
- NCERT গঠন ও কার্যাবলী আলোচনা | Structure and Functions of NCERT
- শিক্ষার সংজ্ঞা দাও | শিক্ষা কাকে বলে | 16 Definition of Education