মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কর্তব্য। তাই ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য (Fundamental Duties) -এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের পাশাপাশি মৌলিক কর্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। চীন, জাপান, ইতালি, সোভিয়েত রাশিয়া প্রভৃতি দেশগুলির মত সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের বিষয়টি বিশেষভাবে উল্লেখিত হয়েছে।
ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য | Fundamental Duties
ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। সাধারণ চীনের মতো সমাজতান্ত্রিক দেশের সংবিধানেই নাগরিকদের মৌলিক ভূমিকা গুরুত্বপূর্ণ এবং জাপানের সংবিধানেও মৌলিক কর্তব্য আছে।
১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণা ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল দশটি। ২০০২ সালের ৮৬ তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরো একটি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়।
বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংখ্যা ১১ টি। মৌলিক কর্তব্যগুলি পালন না করা আইনতো দন্ডনীয় নয়। অর্থাৎ কেউ যদি মৌলিক কর্তব্য গুলি পালন না করে তাহলে আইন অনুযায়ী তাকে দন্ড দেওয়া হয় না বা এটি দণ্ডনীয় অপরাধ নয়।
মৌলিক কর্তব্যের উত্থান |
মৌলিক কর্তব্যের ধারণা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে |
ভারতীয় সংবিধান রচনার সময় মৌলিক কর্তব্যের কথা উল্লেখিত ছিল না। ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়। |
পার্ট – IV (A), অনুচ্ছেদ 51 (A) |
মৌলিক কর্তব্যের তালিকা – অনুচ্ছেদ 51 (A)
ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য মোট 11 টির তালিকা নিম্নে উল্লেখ করা হলো –
1. সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
2. যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল ,সেগুলিকে পোষণ এবং অনুসরণ করতে হবে।
3. ভারতের সার্বভৌমিকতা, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে।
4. দেশরক্ষা ও জাতীয় সেবাকার্যে আত্মনিয়োগের জন্য আহূত হলে সাড়া দিতে হবে।
5. ধর্মগত , ভাষাগত ,অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্পসরিত করতে হবে এবং নারী জাতীর মর্যাদাহানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে।
6. আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরব ময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে।
7. বনভূমি, হ্রদ, নদী, বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে।
8. বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে।
9. জাতীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও হিংসার পথ পরিহার করতে হবে।
10. সকল ক্ষেত্রে জাতীয় উন্নতি উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজের চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে।
11. ছয় থেকে ১৪ বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এটি হল পিতা-মাতা বা অভিভাবকের পালনীয় মৌলিক কর্তব্য।
উপসংহার
সর্বোপরি বলা যায় ভারতীয় প্রাচীন ধর্ম এবং সংস্কৃতিতে কর্তব্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কারন কর্তব্যগুলি সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে সমাজের উন্নতি সাধন করা সম্ভব হয়ে থাকে। তাই ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য সমাজ জীবনকে বিশেষভাবে বিস্তার করে, যেটি ভারতীয় সংবিধানের অনন্য বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়।
তথ্যসূত্র (Sources)
- Allaby, R. G. (2016) “Evolution .“Encyclopedia of Evolutionary Biology”. Ed. Kliman, Richard M. Oxford: Academic Press,19–24.
- Boyd, Brian. (2017) “Archaeology and Human-Animal Relations: Thinking through Anthropocentrism.” Annual Review of Anthropology 46.1, 299–316. Print.
- Online Sources
প্রশ্ন – ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কয়টি
উত্তর – ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য এগারটি। ভারতীয় সংবিধান রচনা করার সময় মৌলিক কর্তব্যটি উল্লেখ ছিল না। ১৯৭৬ সালের ৪২ তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিলো 10টি। খাবার 2002 সালের 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের সংখ্যা হয় 11 টি।
প্রশ্ন – মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে
উত্তর – ভারতীয় সাংবিধানে মৌলিক কর্তব্য সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন – মৌলিক কর্তব্য কয়টি
উত্তর – প্রথমে মৌলিক কর্তব্য ছিল দশটি। ২০০২ সালের ছিয়াশি তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা হয় 11 টি। তবে ভারতের সংবিধান রচনা করার সময় মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত ছিল না
প্রশ্ন – বিশ্বের দীর্ঘতম সংবিধান কোনটি?
উত্তর – বিশ্বের দীর্ঘতম সংবিধান হল ভারতীয় সংবিধান। অর্থাৎ বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হিসেবে ভারতীয় সংবিধানকে গণ্য করা হয়ে থাকে।
আরোও পোস্ট পড়ুন
- লেখ্যাগারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 8 Main Types of Archives
- লেখ্যাগারের কার্যাবলী আলোচনা | Function of Archives in History
- লেখ্যাগার বা মহাফেজখানা কাকে বলে | Archives in History
- সংগ্রহশালার গুরুত্ব আলোচনা করো | 10 Importance of Museum
- সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো | 10 Museum Exhibition Policy
- সংগ্রহশালার কার্যাবলী আলোচনা | 8 Main Function of Museum